eSIM Activation Process: মোবাইল গ্রাহকদের জন্য বড় খবর! Airtel, Jio, Vi, BSNL ব্যবহারকারীরা eSIM কীভাবে অ্যাক্টিভ করবেন? জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Jio, Airtel, Vi-এর পর এবার BSNL আনল ইসিম পরিষেবা। জানুন কীভাবে আবেদন করবেন, অ্যাকটিভ করবেন ও ট্রাই নিয়ম মেনে নিরাপদে ব্যবহার করবেন ইসিম পরিষেবা।
সম্প্রতি বেসরকারি টেলিকম জায়ান্ট Airtel, Jio এবং Vi (Vodafone Idea)-এর সঙ্গে যোগ দিয়ে BSNL কিছু নির্দিষ্ট সার্কেলে eSIM পরিষেবা চালু করেছে। একটি eSIM ঠিক একটি ফিজিক্যাল সিম কার্ডের মতোই কাজ করে, যা Apple iPhone, Google Pixel এবং Samsung Galaxy S সিরিজের মতো সাপোর্টেড ডিভাইসগুলিতে আরও ভাল নেটওয়ার্ক কানেকশন প্রদান করে।
advertisement
advertisement
নিজেদের পরিষেবা প্রদানকারীর উপর নির্ভর করে অনুরোধ প্রক্রিয়াটি কিছুটা পরিবর্তিত হয়:- Jio ব্যবহারকারী: MyJio অ্যাপের মাধ্যমে অথবা নিকটতম Jio স্টোরে গিয়ে একটি eSIM অনুরোধ করতে পারেন।- Airtel এবং Vi ব্যবহারকারী: অফিসিয়াল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারেন। আবার, ১২১ বা ১৯৯ নম্বরে একটি SMS পাঠাতে পারেন।- BSNL ব্যবহারকারী: আবেদন করার জন্য অবশ্যই নিকটতম গ্রাহক পরিষেবা কেন্দ্রে যেতে হবে। KYC সম্পন্ন করতে হবে, যার জন্য আধার কার্ড প্রয়োজন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement