Alert: ৩১ জুলাইয়ের আগে ফোনে 'এই' মেসেজ? অত্যন্ত সাবধান! সব টাকা নিমেষে হবে গায়েব, খেয়াল রাখুন...
- Published by:Pooja Basu
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
যদি এমন মেসেজ এসে থাকে, তাহলে সতর্ক হতে হবে। এটি নিরপরাধ নাগরিকদের প্রতারণা করার জন্য অনলাইনে প্রচারিত একটি জাল মেসেজ।
advertisement
advertisement
জাল মেসেজ পেলে কী করতে হবে?এই জাল মেসেজে ব্যবহারকারী যে তথ্য পাবেন তা হল, “অভিনন্দন! সীমাহীন ভয়েস কল সহ বিনামূল্যে ৩ মাসের রিচার্জ, ২০০ জিবি সুপার ফাস্ট ৪জি/৫জি ডেটা। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি মোবাইল রিচার্জ প্ল্যানে সাম্প্রতিক বৃদ্ধির কারণে ৩ মাসের ফ্রি রিচার্জ অফার করছে। অফারটি ৩১ জুলাই পর্যন্ত বৈধ”।
advertisement
advertisement
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার এই সমন্ধে প্রচারিত এই মেসেজ সম্পর্কে পিআইবি জানিয়েছে, “টিআরএআই থেকে অভিযোগ করা একটি লিঙ্ক সহ প্রচারিত একটি মেসেজ, সমস্ত ভারতীয় নাগরিকদের বিনামূল্যে মোবাইল রিচার্জের অফার করার দাবি করেছে৷ এই বার্তাটি #ভুয়ো। @TRAI কোনও ফ্রি রিচার্জ প্রদান করছে না। পরিণামদর্শী হত্তয়া! এই ধরনের লিঙ্কগুলিতে ক্লিক করবেন না, পিআইবি ফ্যাক্ট চেকের এক্স পোস্ট পড়ুন।”
advertisement
ব্যবহারকারীদের কী করা উচিত?নিরাপদে থাকার জন্য এবং এই স্ক্যামের শিকার না হওয়ার জন্য, ব্যবহারকারীদের হোয়াটস্যাপ বা এসএমএস বা অন্য কোনও প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাপ্ত এই ধরনের মেসেজগুলি এড়িয়ে চলাই ভাল৷ ব্যবহারকারীদের অফারগুলি যাচাই করতে এবং শুধুমাত্র খাঁটি ওয়েবসাইটগুলি থেকে মোবাইল নম্বর রিচার্জ করতে অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।