Indian Truecaller: ভুয়ো কলের দিন শেষ! এবার ফোন ধরার আগেই জানবেন কে ফোন করছে, আসছে ভারতের নিজস্ব কলার আইডি সিস্টেম CNAP

Last Updated:
অজানা নম্বর থেকে ফোন এলে আর চিন্তা নেই। ট্রাই ও ডিওটির নতুন ব্যবস্থায় সেভ না থাকা নম্বর থেকেও কল এলে স্ক্রিনে ভেসে উঠবে কলারের আসল নাম।
1/5
এতদিন অজানা নম্বর থেকে ফোন এলেই সন্দেহ তৈরি হতো। এবার সেই সমস্যার সমাধান। এখন থেকে ফোনে সেভ না থাকা নম্বর থেকেও কল এলে স্ক্রিনে ভেসে উঠবে কলারের আসল নাম। ফলে ফোন ধরার আগেই জানা যাবে কে কল করছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
এতদিন অজানা নম্বর থেকে ফোন এলেই সন্দেহ তৈরি হতো। এবার সেই সমস্যার সমাধান। এখন থেকে ফোনে সেভ না থাকা নম্বর থেকেও কল এলে স্ক্রিনে ভেসে উঠবে কলারের আসল নাম। ফলে ফোন ধরার আগেই জানা যাবে কে কল করছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
এই ব্যবস্থায় সিম কার্ড কেনার সময় গ্রাহকের দেওয়া অফিসিয়াল KYC ডকুমেন্টে থাকা নামই দেখানো হবে। আধার, ভোটার কার্ড বা অন্যান্য বৈধ পরিচয়পত্রে যে নাম নথিভুক্ত, সেটিই কলার আইডিতে ভেসে উঠবে।
এই ব্যবস্থায় সিম কার্ড কেনার সময় গ্রাহকের দেওয়া অফিসিয়াল KYC ডকুমেন্টে থাকা নামই দেখানো হবে। আধার, ভোটার কার্ড বা অন্যান্য বৈধ পরিচয়পত্রে যে নাম নথিভুক্ত, সেটিই কলার আইডিতে ভেসে উঠবে।
advertisement
3/5
এই পরিষেবাটি চালু করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এবং টেলিযোগাযোগ বিভাগ (DoT)। এর জন্য কোন থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করার প্রয়োজন নেই। সরাসরি টেলিকম অপারেটরের ভেরিফায়েড ডেটার উপর ভিত্তি করেই কাজ করবে এই ব্যবস্থা।
এই পরিষেবাটি চালু করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এবং টেলিযোগাযোগ বিভাগ (DoT)। এর জন্য কোন থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করার প্রয়োজন নেই। সরাসরি টেলিকম অপারেটরের ভেরিফায়েড ডেটার উপর ভিত্তি করেই কাজ করবে এই ব্যবস্থা।
advertisement
4/5
বর্তমানে ভুয়ো লোন কল, ডিজিটাল প্রতারণা ও স্প্যাম কল বেড়েই চলেছে। কল আসার সময় নাম দেখা গেলে প্রতারণামূলক কল চিহ্নিত করা সহজ হবে। ফলে সাধারণ মানুষ আগেই সতর্ক হতে পারবেন।
বর্তমানে ভুয়ো লোন কল, ডিজিটাল প্রতারণা ও স্প্যাম কল বেড়েই চলেছে। কল আসার সময় নাম দেখা গেলে প্রতারণামূলক কল চিহ্নিত করা সহজ হবে। ফলে সাধারণ মানুষ আগেই সতর্ক হতে পারবেন।
advertisement
5/5
বীরভূম জেলার এক বেসরকারি টেলিকম সংস্থার আধিকারিক পূর্ণেন্দু মন্ডল জানান, এই ব্যবস্থার ফলে গ্রাহকদের নিরাপত্তা আরও বাড়বে। ধাপে ধাপে সব গ্রাহকের জন্য পরিষেবা চালু করা হবে এবং ভবিষ্যতে আরও আধুনিক সুবিধা যোগ করার পরিকল্পনা রয়েছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
বীরভূম জেলার এক বেসরকারি টেলিকম সংস্থার আধিকারিক পূর্ণেন্দু মন্ডল জানান, এই ব্যবস্থার ফলে গ্রাহকদের নিরাপত্তা আরও বাড়বে। ধাপে ধাপে সব গ্রাহকের জন্য পরিষেবা চালু করা হবে এবং ভবিষ্যতে আরও আধুনিক সুবিধা যোগ করার পরিকল্পনা রয়েছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
advertisement
advertisement