Tips for Ironing: নিজেই ইস্ত্রি করেন? লন্ড্রির মতো পরিপাটি জামাকাপড় পেতে মাথায় রাখুন পাঁচটি বিষয়
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Tips for Ironing: একেবারে লন্ড্রির মতো পরিপাটি জামা কাপড় পাওয়া যেতে পারে নিমেষে। দেখে নেওয়া যাক কিছু জরুরি বিষয়
advertisement
advertisement
১. প্রথমেই দেখে নিতে হবে, যে কাপড়টি ইস্ত্রি করতে যাচ্ছেন তার মান কেমন। অর্থাৎ সেটি সুতি না লিনেন, সিল্ক না সিন্থেটিক নাকি উল। কাপড়ের ধরন অনুযায়ী আয়রন প্রেসের তাপমাত্রা সেট করতে হবে। এর পরে, প্লেট গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সাধারণত এধরনের ইস্ত্রিতে ইন্ডিকেটর থাকা। পরিমাণ মতো গরম হয়ে গেলেই ইন্ডিকেটর বন্ধ হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement