Gas Geyser VS Electric Geyser:ইলেক্ট্রিক বিল প্রায় শূন্য, সুইচ টিপলেই গরম জল, তবে প্রাণের ঝুঁকি মারাত্মক, গ্যাস গিজার ব্যবহার করার সঠিক নিয়ম জেনেই কিনুন
- Published by:Pooja Basu
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
গ্যাস গিজারে কারেন্ট লাগার ঝুঁকি নেই বটে কিন্তু বিশেষজ্ঞরা বলেন, অসতর্ক হলে এ থেকেও বড় বিপদের সম্ভাবনা রয়েছে। কীভাবে?
advertisement
advertisement
advertisement
বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস গিজার থেকে গ্যাস বের হয়। এটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। বাথরুমে যথযাথ ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এমনকী মৃত্যুও হতে পারে। যেখানে ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে বা খোলামেলা জায়গাতে গ্যাস গিজার ইনস্টল করা উচিত। অনেকেই কিচেন বা বাথরুমে গ্যাস গিজার বসান, ফলে গ্যাস ঠিক মতো বেরতে পারে না। তখন শরীর খারাপ হয়।
advertisement
advertisement
advertisement
গ্যাস গিজারের সবচেয়ে বড় সুবিধা হল, চাইলেই গরম জল পাওয়া যায়। অপেক্ষা করতে হয় না। ১০ বালতি গরম জল দরকার হলেও একবারেই মেলে। গ্যাস গিজার ইনস্টল করাও সহজ। জায়গা কম লাগে। সেফটি ফিচার প্রায় সব কোম্পানির গ্যাস গিজারেরই এক। খুব একটা তফাত নেই। তাই গ্রাহক তাঁর পছন্দমতো যে কোনও ব্র্যান্ডেড কোম্পানির গ্যাস গিজারই ব্যবহার করতে পারেন।