Air Conditioner: এসি নেই বাড়িতে? ঘর তবু হবে ঠান্ডা! ছাদে গিয়ে স্রেফ করতে হবে একটা কাজ

Last Updated:
কুল রুফ প্রযুক্তিতে ফাইবারগ্লাস ওয়েব অ্যাসফল্ট শিংগ্লেস ব্যবহার করা হয়। যার ফলে সাধারণ ছাদকেও সহজে ঠান্ডা ছাদে রূপান্তরিত করা যেতে পারে।
1/8
মে মাসের প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা সকলের। বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনও গরম থেকে স্বস্তি নেই। অনেকেই এই সময় এসি কেনার দিকে আগ্রহ দেখাচ্ছেন। তবে বহু মানুষের ক্ষেত্রে এসি কেনার থেকেও এসি চালিয়ে ইলেকট্রিক বিল কত আসবে, তা নিয়ে চিন্তা বেশি। আর সেই চিন্তা স্বাভাবিক। এমন পরিস্থিতিতে আজ আমরা আপনাদের জানাব, এসি না চালিয়েও কীভাবে ঘর ঠান্ডা করার ব্যবস্থা করতে পারবেন!
মে মাসের প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা সকলের। বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনও গরম থেকে স্বস্তি নেই। অনেকেই এই সময় এসি কেনার দিকে আগ্রহ দেখাচ্ছেন। তবে বহু মানুষের ক্ষেত্রে এসি কেনার থেকেও এসি চালিয়ে ইলেকট্রিক বিল কত আসবে, তা নিয়ে চিন্তা বেশি। আর সেই চিন্তা স্বাভাবিক। এমন পরিস্থিতিতে আজ আমরা আপনাদের জানাব, এসি না চালিয়েও কীভাবে ঘর ঠান্ডা করার ব্যবস্থা করতে পারবেন!
advertisement
2/8
অনেকেরই এসি কেনার সাধ থাকলেও সাধ্য নেই। তবে এসি ছাড়াও অনেকে ঘর ঠান্ডা করার কোনও পন্থা থাকলে তা জানতে চান। এসি ছাড়াও বহু মানুষ এই তীব্র গরমে থাকছেন। আজকের এই প্রতিবেদদন তাঁদের জন্যই।
অনেকেরই এসি কেনার সাধ থাকলেও সাধ্য নেই। তবে এসি ছাড়াও অনেকে ঘর ঠান্ডা করার কোনও পন্থা থাকলে তা জানতে চান। এসি ছাড়াও বহু মানুষ এই তীব্র গরমে থাকছেন। আজকের এই প্রতিবেদদন তাঁদের জন্যই।
advertisement
3/8
তীব্র গরম থেকে শহরের বাসিন্দাদের কিছুটা রেহাই দিতে নতুন এক পন্থা অবলম্বন করতে চলেছে দিল্লি সরকার।  ছাদে কুল রুফ টেকনলজির ব্যবহার করতে চলেছে দিল্লি সরকার। এই প্রযুক্তি বাড়িতেও ব্যবহার করা যেতে পারে। তাতে ঘর আগের থেকে অনেকটাই ঠান্ডা হতে পারে।
তীব্র গরম থেকে শহরের বাসিন্দাদের কিছুটা রেহাই দিতে নতুন এক পন্থা অবলম্বন করতে চলেছে দিল্লি সরকার। ছাদে কুল রুফ টেকনলজির ব্যবহার করতে চলেছে দিল্লি সরকার। এই প্রযুক্তি বাড়িতেও ব্যবহার করা যেতে পারে। তাতে ঘর আগের থেকে অনেকটাই ঠান্ডা হতে পারে।
advertisement
4/8
দিল্লি সরকার ঠিক করেছে, বিভিন্ন বাস টার্মিনাল, সরকারি ভবন-সহ অনেক জায়গায় এই প্রযুক্তি ব্যবহার করা হবে। এখন অনেকে বাড়িতেও এই প্রযুক্তি ব্যবহার করছেন। তবে এই কাজ করাতে হলে আপনাকে অবশ্যই বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে।
দিল্লি সরকার ঠিক করেছে, বিভিন্ন বাস টার্মিনাল, সরকারি ভবন-সহ অনেক জায়গায় এই প্রযুক্তি ব্যবহার করা হবে। এখন অনেকে বাড়িতেও এই প্রযুক্তি ব্যবহার করছেন। তবে এই কাজ করাতে হলে আপনাকে অবশ্যই বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে।
advertisement
5/8
এই প্রযুক্তিতে ফাইবারগ্লাস ওয়েব অ্যাসফল্ট শিংগ্লেস ব্যবহার করা হয়। যার ফলে সাধারণ ছাদকেও সহজে ঠান্ডা ছাদে রূপান্তরিত করা যেতে পারে। এই শিংগ্লেস এক ধরনের সিরামিক আবরণ। এটি সূর্যের তীব্র রশ্মিকে প্রতিফলিত করে। কাঠের শিংগ্লেস, পলিমার শিংগ্লেস, মাটির টাইলস, কংক্রিট টাইলস এবং স্লেট টাইলসের মতো বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। এর ফলে ঘরের তাপমাত্রা গরমের এই সময় অনেকটাই কমতে পারে। কিছু ক্ষেত্রে বাড়িতে আর এসির দরকার নাও হতে পারে।
এই প্রযুক্তিতে ফাইবারগ্লাস ওয়েব অ্যাসফল্ট শিংগ্লেস ব্যবহার করা হয়। যার ফলে সাধারণ ছাদকেও সহজে ঠান্ডা ছাদে রূপান্তরিত করা যেতে পারে। এই শিংগ্লেস এক ধরনের সিরামিক আবরণ। এটি সূর্যের তীব্র রশ্মিকে প্রতিফলিত করে। কাঠের শিংগ্লেস, পলিমার শিংগ্লেস, মাটির টাইলস, কংক্রিট টাইলস এবং স্লেট টাইলসের মতো বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। এর ফলে ঘরের তাপমাত্রা গরমের এই সময় অনেকটাই কমতে পারে। কিছু ক্ষেত্রে বাড়িতে আর এসির দরকার নাও হতে পারে।
advertisement
6/8
ছাদে যাতে সরাসরি সূর্যের আলো না পড়তে পারে, তার জন‍্য ছাদে এই প্রযুক্তি ব্যবহার করতে হয়। ছাদ ঠান্ডা রাখার একটি বিশেষ ধরনের রং কিনতে পাওয়া যায়। শিংগ্লেস সূর্য রশ্মিকে প্রতিফলিত করে। ফলে ছাদ ঠান্ডা থাকে।
ছাদে যাতে সরাসরি সূর্যের আলো না পড়তে পারে, তার জন‍্য ছাদে এই প্রযুক্তি ব্যবহার করতে হয়। ছাদ ঠান্ডা রাখার একটি বিশেষ ধরনের রং কিনতে পাওয়া যায়। শিংগ্লেস সূর্য রশ্মিকে প্রতিফলিত করে। ফলে ছাদ ঠান্ডা থাকে।
advertisement
7/8
এসি যে পরিবেশের ক্ষতি করছে তা বলাই বাহুল্য। তবুও এখন বহু মানুষ এই গরমের হাত থেকে বাঁচতে এসি ছাড়া আর কোনও উপায় পান না। ফলে অনেকে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এসি কেনেন। তবে ছাদ ঠান্ডা করার এই প্রযুক্তির ব্যবহারে এসি কেনার প্রয়োজন নাও পড়তে পারে।
এসি যে পরিবেশের ক্ষতি করছে তা বলাই বাহুল্য। তবুও এখন বহু মানুষ এই গরমের হাত থেকে বাঁচতে এসি ছাড়া আর কোনও উপায় পান না। ফলে অনেকে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এসি কেনেন। তবে ছাদ ঠান্ডা করার এই প্রযুক্তির ব্যবহারে এসি কেনার প্রয়োজন নাও পড়তে পারে।
advertisement
8/8
আজকাল বেশ কিছু সংস্থা ছাদে এই প্রযুক্তির প্রয়োগে সহায়তা করে। আবার বেশ কিছু জায়গায় অনেকে এই পরিষেবা দেন নির্ধারিত অর্থের বিনিময়ে। স্থানীয় এলাকায় খোঁজ নিলে এমন খোঁজ পেতে পারেন।
আজকাল বেশ কিছু সংস্থা ছাদে এই প্রযুক্তির প্রয়োগে সহায়তা করে। আবার বেশ কিছু জায়গায় অনেকে এই পরিষেবা দেন নির্ধারিত অর্থের বিনিময়ে। স্থানীয় এলাকায় খোঁজ নিলে এমন খোঁজ পেতে পারেন।
advertisement
advertisement
advertisement