Mobile Phone Box: ফোনের বাক্সের এই ছোট জিনিস ফালতু নয়, এটাই মোবাইলের 'রক্ষাকবচ', বাড়িয়ে দিতে পারে ফোনের মেয়াদ
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Pooja Basu
Last Updated:
আমরা চার্জার এবং ইয়ারফোনের মতো গুরুত্বপূর্ণ অ্যাকসেসরি নিরাপদে রেখে দিই। কিন্তু কিছু ছোট ছোট বিষয়ে মনোযোগ দিতে একেবারেই ভুলে যাই।
advertisement
advertisement
এদিকে স্মার্টফোনে কার্ভড ডিসপ্লে-র ট্রেন্ড ক্রমে বেড়েই চলেছে। আর এই ধরনের ডিসপ্লে-র ক্ষেত্রে সাধারণ স্ক্রিন গার্ড পুরোপুরি ভাবে কার্যকর নয়। আসলে এই ধরনের স্ক্রিন গার্ড যখন কার্ভড ডিসপ্লে-র উপর লাগানো হয়, তখন স্ক্রিনের ধারগুলি খালিই রয়ে যায়। অর্থাৎ স্ক্রিনের ধারগুলি সাধারণ স্ক্রিন গার্ড ঢাকতে পারে না। আর স্ক্রিন গার্ডগুলি স্ক্রিনে আটকানোর জন্য ইউভি গ্লু ব্যবহার করা হয়। আর এই গ্লু স্টিকের কারণেই ডিসপ্লে-র উপর চেপে বসে যায় স্ক্রিন গার্ড। ফলে স্ক্রিনের ধারগুলিও সুরক্ষিত থাকে।
advertisement
advertisement
আর এখানেই মুশকিল আসান হয়ে উঠতে পারে এই ছোট্ট ছোট্ট স্টিকারগুলি। মূলত গ্লু যাতে ইয়ারপিস, পাওয়ার বাটন এবং ফোনের সংবেদনশীল অংশে প্রবেশ করতে না পারে, তার জন্যই ব্যবহৃত হয় এই স্টিকার। কারণ ফোনের সমস্ত সংবেদনশীল অংশগুলিতে গ্লুয়ের প্রবেশ আটকাতে তা ওই স্টিকার দিয়ে ঢেকে ফেলা হয়। বলা ভাল, স্মার্টফোনের গুরুত্বপূর্ণ অংশগুলি সিল করার কাজে এগুলি ব্যবহৃত হয়। ফলে ফোনও থাকে সুরক্ষিত।
advertisement
advertisement
অথচ বেশিরভাগ মানুষ এই স্টিকারগুলির ব্যবহার সম্পর্কে ওয়াকিবহালই নন। বরং এগুলিকে অকেজো বলে মনে করেন। আসলে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি আমাদের ফোনকে গুরুতর ক্ষতির হাত থেকে বাঁচাতে সক্ষম। তাই পরবর্তী কালে যখন ব্যবহারকারীরা নতুন ফোন কিনবেন, তখন নতুন মোবাইলের বাক্সে কী কী রয়েছে, সেদিকে নজর দেওয়া জরুরি। ছোট্ট এই জিনিসগুলি ফোনের সুরক্ষার জন্য বড় ভূমিকা পালন করে।









