Science News: মাঝ বয়সের সঙ্কটে ভুগছে সূর্য, ফুরিয়ে আসছে আয়ু, কবে শেষ হয়ে অনন্ত শক্তির ভাণ্ডার

Last Updated:
Science News: সম্প্রতি এই মহাকাশযানের দৌলতে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে দেখা গিয়েছে, ঠিক কতটা উষ্ণতা রয়েছে সূর্যের অন্দরে।
1/6
কত বছর বয়স বলতে পারেন সূর্যের! যে সূর্যই পৃথিবীর সমস্ত শক্তির উৎস, সেই সূর্যও পৌঁছে গিয়েছে তার মধ্যবয়সে। অর্থাৎ, আয়ুর মাঝ বরাবর পার করে দিয়েছে সৌর জগতের এই নক্ষত্র। এখন সূর্যের বয়স ৪.৫৭ বিলিয়ন বছর
কত বছর বয়স বলতে পারেন সূর্যের! যে সূর্যই পৃথিবীর সমস্ত শক্তির উৎস, সেই সূর্যও পৌঁছে গিয়েছে তার মধ্যবয়সে। অর্থাৎ, আয়ুর মাঝ বরাবর পার করে দিয়েছে সৌর জগতের এই নক্ষত্র। এখন সূর্যের বয়স ৪.৫৭ বিলিয়ন বছর
advertisement
2/6
সম্প্রতি গিগা স্পেসক্রাফ্ট মারফত সূর্য সম্পর্কে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে দেখা বোঝার চেষ্টা করা হচ্ছে, আর কতদিন এই সূর্যের আয়ু রয়েছে। তাতেই উঠে এসেছে চমকে দেওয়া তথ্য।
সম্প্রতি গিগা স্পেসক্রাফ্ট মারফত সূর্য সম্পর্কে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে দেখা বোঝার চেষ্টা করা হচ্ছে, আর কতদিন এই সূর্যের আয়ু রয়েছে। তাতেই উঠে এসেছে চমকে দেওয়া তথ্য।
advertisement
3/6
সম্প্রতি এই মহাকাশযানের দৌলতে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে দেখা গিয়েছে, ঠিক কতটা উষ্ণতা রয়েছে সূর্যের অন্দরে। ঠিক কতটা শক্তি জমা হয়েছে। কী ধরনের ধাতব দ্রব্য রয়েছে এতে, পাশাপাশি, ঠিক কী কী প্রকার বস্তুগত উপস্থিতি এখানে রয়েছে।
সম্প্রতি এই মহাকাশযানের দৌলতে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে দেখা গিয়েছে, ঠিক কতটা উষ্ণতা রয়েছে সূর্যের অন্দরে। ঠিক কতটা শক্তি জমা হয়েছে। কী ধরনের ধাতব দ্রব্য রয়েছে এতে, পাশাপাশি, ঠিক কী কী প্রকার বস্তুগত উপস্থিতি এখানে রয়েছে।
advertisement
4/6
সেই তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখতে চেয়েছেন, এমনই পদার্থের সমীকরণে তৈরি যে তারাগুলি নক্ষত্রমণ্ডলে রয়েছে, সেগুলির চূড়ান্ত পরিণতি কী হয়েছিল। সেই পরিণতির তথ্য পেলেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া যাবে যে সূর্যের কী হবে।
সেই তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখতে চেয়েছেন, এমনই পদার্থের সমীকরণে তৈরি যে তারাগুলি নক্ষত্রমণ্ডলে রয়েছে, সেগুলির চূড়ান্ত পরিণতি কী হয়েছিল। সেই পরিণতির তথ্য পেলেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া যাবে যে সূর্যের কী হবে।
advertisement
5/6
বিজ্ঞানীরা বলছেন, এই দীর্ঘ সময়ের পর থেকে ধীরে ধীরে সূর্যের কেন্দ্রের দিকের হাইড্রোজেন গ্যাস কমে আসবে। শেষ এক সপ্তাহে সূর্যে ১৭টি বড় বিস্ফোরণ হয়েছে নটি সৌর কলঙ্ক তৈরি হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, এই দীর্ঘ সময়ের পর থেকে ধীরে ধীরে সূর্যের কেন্দ্রের দিকের হাইড্রোজেন গ্যাস কমে আসবে। শেষ এক সপ্তাহে সূর্যে ১৭টি বড় বিস্ফোরণ হয়েছে নটি সৌর কলঙ্ক তৈরি হয়েছে।
advertisement
6/6
এর ফরে ধীরে ধীরে কেন্দ্রের দিক থেকে যখন হাইড্রোজেন গ্যাস কমে আসবে, তখন ফিউশন পদ্ধতিতে এর বদল শুরু হবে। এটি ক্রমে পরিণত হবে একটি লাল, বড় নক্ষত্রয়। তার পর কমতে থাকবে-এর তাপমাত্রা।
এর ফরে ধীরে ধীরে কেন্দ্রের দিক থেকে যখন হাইড্রোজেন গ্যাস কমে আসবে, তখন ফিউশন পদ্ধতিতে এর বদল শুরু হবে। এটি ক্রমে পরিণত হবে একটি লাল, বড় নক্ষত্রয়। তার পর কমতে থাকবে-এর তাপমাত্রা।
advertisement
advertisement
advertisement