Ceiling Fan Height: সিলিং ফ্যানের হাওয়ায় ঘর ঠান্ডা হচ্ছে না? মেঝে থেকে কতটা উঁচুতে ঝোলানো উচিত ফ্যান?
- Published by:Pooja Basu
- trending desk
Last Updated:
Ceiling Fan Height Clearance-তবে শুধুমাত্র বাতাসের জন্য নয়, নিরাপত্তার দিকটা মাথায় রেখেও উপযুক্ত উচ্চতায় ফ্যান লাগানো খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই বিষয়গুলোও মাথায় রাখা জরুরি:আবার সিলিং ফ্যান সব সময় ঘরের মাঝখানেই বসানো উচিত। এর ফলে সারা ঘরে সমান ভাবে বাতাস ছড়িয়ে পড়বে। পাখা কখনওই দেওয়ালের কাছাকাছি লাগানো উচিত নয়। কারণ দেওয়ালে আঘাতের সম্ভাবনা একেবারেই থাকে না। মনে রাখা আবশ্যক যে, ফ্যানের ব্লেড দ্বারা গঠিত বৃত্তের অন্তত ৬ ইঞ্চি বাইরে কিছু থাকা উচিত নয়। এর আশপাশে পর্দা অথবা অন্য কোনও জিনিস থাকা উচিত নয়। সিলিং থেকে ফ্যান ঝোলানোর সময় এটাও মাথায় রাখতে হবে, যে হুক থেকে সেটা ঝোলানো হচ্ছে, তা যেন শক্তপোক্ত হয়।