সামনেই লোকসভা নির্বাচন। আপানর ভোটার কার্ড হারিয়ে গেলে আপনি ভোট কি করে দেবেন এই নিয়ে চিন্তা করছেন? টেনশন নট। সহজেই অনলাইন পেয়ে যাবেন আপনার ডুপ্লিকেট কার্ড। জেনে নিন তার পদ্ধতি। (Photo collected) রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে EPIC-002 ফর্ম ডাউনলোড করুন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের ওয়েবসাইট http://ceowestbengal.nic.in/ কর্ম পুরন করে সাথে যে যে তথ্য চেয়েছে সেই তথ্যগুলি জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে এফআইআর-এর কপি, ঠিকানার প্রমাণ, পরিচয়ের প্রমাণ। (Photo collected) স্থানীয় নির্বাচনী অফিসে গিয়ে সব তথ্য সমেত এই ফর্ম জমা দিন। তারপর স্ফিস থেকে আপনাকে একটি রেফারেন্স নম্বর দেবে। (Photo collected) এরপর এই রেফারেন্স নম্বর ব্যাবহার করে অনলিনে গিয়ে আপনি কার্ডের স্ট্যাটাস দেখতে পাবেন। (Photo collected) আপনার আবেদনপ্ত্রের যাচাই করার পর আপনাকে জানান হবে। এরপর আপনার ডুপ্লিকেট ভোটার কার্ড স্থানীয় নির্বাচনী অফিসে পৌঁচেযাবে। (Photo collected) আপনাকে অফিসে গিয়ে সেই কার্ড সংগ্রহ করতে হবে। (Photo collected)