এই বছরেই ভারতে চালু হবে ইলন মাস্কের Starlink! সুবিধা পাবেন মাত্র ২০ লক্ষ গ্রাহক! মাসে আনলিমিটেড ডেটা প্ল্যানে কত খরচ? জেনে নিন

Last Updated:
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা! খুব শীঘ্রই ভারতে নিজেদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে Starlink। এর দাম, গতি এবং প্রাপ্যতা প্রসঙ্গে ব্যবহারকারীরা কী কী প্রত্যাশা করতে পারেন, সেই চিত্রটাও এবার ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে।
1/11
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা! খুব শীঘ্রই ভারতে নিজেদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে Starlink। এর দাম, গতি এবং প্রাপ্যতা প্রসঙ্গে ব্যবহারকারীরা কী কী প্রত্যাশা করতে পারেন, সেই চিত্রটাও এবার ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। Press Trust of India (PTI)-র একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, মাসিক প্রায় ৩০০০ টাকা খরচে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা প্রদান করবে Starlink। যদিও প্রথম দিকে ব্যাপক ভাবে এই পরিষেবা পাওয়া যাবে না।
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা! খুব শীঘ্রই ভারতে নিজেদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে Starlink। এর দাম, গতি এবং প্রাপ্যতা প্রসঙ্গে ব্যবহারকারীরা কী কী প্রত্যাশা করতে পারেন, সেই চিত্রটাও এবার ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। Press Trust of India (PTI)-র একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, মাসিক প্রায় ৩০০০ টাকা খরচে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা প্রদান করবে Starlink। যদিও প্রথম দিকে ব্যাপক ভাবে এই পরিষেবা পাওয়া যাবে না।
advertisement
2/11
সারা দেশের প্রায় ২০ লক্ষ ব্যবহারকারী প্রাথমিক ভাবে এই পরিষেবা পাবেন। মূলত দুর্গম এবং প্রত্যন্ত এলাকার সমস্যার সমাধান করতেই এই রোলআউটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ ওই সমস্ত এলাকায় প্রচলিত ব্রডব্যান্ড নেটওয়ার্ক সেভাবে কাজ করে না। ভারতে এর ইন্টারনেট স্পিডের রেঞ্জ ২৫ এমবিপিএস থেকে ২২০ এমবিপিএস-এর মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।
সারা দেশের প্রায় ২০ লক্ষ ব্যবহারকারী প্রাথমিক ভাবে এই পরিষেবা পাবেন। মূলত দুর্গম এবং প্রত্যন্ত এলাকার সমস্যার সমাধান করতেই এই রোলআউটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ ওই সমস্ত এলাকায় প্রচলিত ব্রডব্যান্ড নেটওয়ার্ক সেভাবে কাজ করে না। ভারতে এর ইন্টারনেট স্পিডের রেঞ্জ ২৫ এমবিপিএস থেকে ২২০ এমবিপিএস-এর মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।
advertisement
3/11
এই খবরটিতে সীলমোহর দিয়েছেন টেলিকম প্রতিমন্ত্রী পেম্মাসানি চন্দ্র শেখর। তিনি বলেন যে, ভারতে পরিষেবা চালানোর জন্য ইতিমধ্যেই সবুজ সঙ্কেত পেয়ে গিয়েছে Starlink। এই নেটওয়ার্ক মূলত ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহ করার জন্য low-Earth orbit (LEO) স্যাটেলাইট ব্যবহার করবে এই নেটওয়ার্ক। এটি Jio, Airtel অথবা BSNL-এর মতো বিদ্যমান টেলিকম অপারেটরদের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার পরিবর্তে বরং পরিপূরকের ভূমিকা পালন করবে বলে আশা। আসলে শহুরে এবং আধা-শহুরে অঞ্চলে এই পরিষেবা প্রদানকারীদের দারুণ পরিকাঠামো রয়েছে।
এই খবরটিতে সীলমোহর দিয়েছেন টেলিকম প্রতিমন্ত্রী পেম্মাসানি চন্দ্র শেখর। তিনি বলেন যে, ভারতে পরিষেবা চালানোর জন্য ইতিমধ্যেই সবুজ সঙ্কেত পেয়ে গিয়েছে Starlink। এই নেটওয়ার্ক মূলত ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহ করার জন্য low-Earth orbit (LEO) স্যাটেলাইট ব্যবহার করবে এই নেটওয়ার্ক। এটি Jio, Airtel অথবা BSNL-এর মতো বিদ্যমান টেলিকম অপারেটরদের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার পরিবর্তে বরং পরিপূরকের ভূমিকা পালন করবে বলে আশা। আসলে শহুরে এবং আধা-শহুরে অঞ্চলে এই পরিষেবা প্রদানকারীদের দারুণ পরিকাঠামো রয়েছে।
advertisement
4/11
যদিও ভারতে কবে নাগাদ এটি আনুষ্ঠানিক ভাবে চালু করা হবে, সে বিষয়ে এখনও ঘোষণা করেনি Starlink। তবে রিপোর্টে দাবি করা হচ্ছে যে, আগামী কয়েক মাসের মধ্যেই এই পরিষেবা চালু হয়ে যাবে। সম্ভবত চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের শেষের দিকেই চালু হতে পারে। ফলে খুব শীঘ্রই প্রি-অর্ডার শুরু হয়ে যাবে।
যদিও ভারতে কবে নাগাদ এটি আনুষ্ঠানিক ভাবে চালু করা হবে, সে বিষয়ে এখনও ঘোষণা করেনি Starlink। তবে রিপোর্টে দাবি করা হচ্ছে যে, আগামী কয়েক মাসের মধ্যেই এই পরিষেবা চালু হয়ে যাবে। সম্ভবত চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের শেষের দিকেই চালু হতে পারে। ফলে খুব শীঘ্রই প্রি-অর্ডার শুরু হয়ে যাবে।
advertisement
5/11
এই কানেকশন বুক করার জন্য ব্যবহারকারীদের কিছু অগ্রিম পরিমাণ দিতে হবে। মাসিক সাবস্ক্রিপশন ফি হতে পারে ৩০০০ টাকা থেকে ৪২০০ টাকার মধ্যে। সেই পরিমাণটা অবশ্য জায়গা এবং ব্যবহারের উপর নির্ভর করবে। আর এর হার্ডওয়্যার কিটটির দাম পড়বে প্রায় ৩৩০০০ টাকার কাছাকাছি। যদিও চূড়ান্ত কত দাম হবে, সেটা জানার জন্য মুখিয়ে রয়েছেন সকলেই।
এই কানেকশন বুক করার জন্য ব্যবহারকারীদের কিছু অগ্রিম পরিমাণ দিতে হবে। মাসিক সাবস্ক্রিপশন ফি হতে পারে ৩০০০ টাকা থেকে ৪২০০ টাকার মধ্যে। সেই পরিমাণটা অবশ্য জায়গা এবং ব্যবহারের উপর নির্ভর করবে। আর এর হার্ডওয়্যার কিটটির দাম পড়বে প্রায় ৩৩০০০ টাকার কাছাকাছি। যদিও চূড়ান্ত কত দাম হবে, সেটা জানার জন্য মুখিয়ে রয়েছেন সকলেই।
advertisement
6/11
কানেকশনের জন্য প্রয়োজন হবে Starlink হার্ডওয়্যারের। এর মধ্যে থাকবে একটি ডিশ এবং একটি রাউটার। Airtel এবং Jio-র মতো ভারতীয় টেলিকম জায়ান্টদের সঙ্গে পার্টনারশিপেই এটি ডিস্ট্রিবিউট করা হবে। ইতিমধ্যেই ভারতীয় ব্যবহারকারীদের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য SpaceX-এর সঙ্গে সংস্থাগুলি ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং চুক্তি স্বাক্ষর করেছে।
কানেকশনের জন্য প্রয়োজন হবে Starlink হার্ডওয়্যারের। এর মধ্যে থাকবে একটি ডিশ এবং একটি রাউটার। Airtel এবং Jio-র মতো ভারতীয় টেলিকম জায়ান্টদের সঙ্গে পার্টনারশিপেই এটি ডিস্ট্রিবিউট করা হবে। ইতিমধ্যেই ভারতীয় ব্যবহারকারীদের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য SpaceX-এর সঙ্গে সংস্থাগুলি ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং চুক্তি স্বাক্ষর করেছে।
advertisement
7/11
Starlink একটি বড়সড় টেকনোলজি আপগ্রেডের উপর কাজ করছে। যা উল্লেখযোগ্য ভাবে ইন্টারনেটের স্পিড অনেকটাই বাড়িয়ে দিতে পারে। ইন্টারনেটের একাধিক রিপোর্টে বলা হয়েছে যে, Starlink স্যাটেলাইটের পরবর্তী প্রজন্মের লঞ্চ শুরু হওয়ার কথা ২০২৬ সালের গোড়ার দিক থেকে। যা প্রতি স্যাটেলাইটে ১০০০ জিবিপিএস ক্যাপাসিটি প্রদান করার জন্য তৈরি হয়েছে। ফলে বর্তমানের তুলনায় ডাউনলোড স্পিড ১০ গুণ বেড়ে যাবে। যার জেরে লো-কানেক্টিভিটি জোনে এই পরিষেবা আরও উপযোগী হয়ে উঠবে।
Starlink একটি বড়সড় টেকনোলজি আপগ্রেডের উপর কাজ করছে। যা উল্লেখযোগ্য ভাবে ইন্টারনেটের স্পিড অনেকটাই বাড়িয়ে দিতে পারে। ইন্টারনেটের একাধিক রিপোর্টে বলা হয়েছে যে, Starlink স্যাটেলাইটের পরবর্তী প্রজন্মের লঞ্চ শুরু হওয়ার কথা ২০২৬ সালের গোড়ার দিক থেকে। যা প্রতি স্যাটেলাইটে ১০০০ জিবিপিএস ক্যাপাসিটি প্রদান করার জন্য তৈরি হয়েছে। ফলে বর্তমানের তুলনায় ডাউনলোড স্পিড ১০ গুণ বেড়ে যাবে। যার জেরে লো-কানেক্টিভিটি জোনে এই পরিষেবা আরও উপযোগী হয়ে উঠবে।
advertisement
8/11
আপাততর জন্য ব্যবহারকারীর সীমা এবং হার্ডওয়্যার খরচ বেশি থাকায়, Starlink মূলধারার ইন্টারনেট সরবরাহকারীদের জন্য সেভাবে বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু গ্রামীণ এলাকায় অপশনগুলি খুবই কম। সেখানে এটি গুরুত্বপূর্ণ লাইফলাইন প্রদান করতে পারে।
আপাততর জন্য ব্যবহারকারীর সীমা এবং হার্ডওয়্যার খরচ বেশি থাকায়, Starlink মূলধারার ইন্টারনেট সরবরাহকারীদের জন্য সেভাবে বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু গ্রামীণ এলাকায় অপশনগুলি খুবই কম। সেখানে এটি গুরুত্বপূর্ণ লাইফলাইন প্রদান করতে পারে।
advertisement
9/11
Starlink-এর লক্ষ্যটা ঠিক কী? রিপোর্টে দাবি যে, দেশের প্রত্যন্ত এবং বিচ্ছিন্ন এলাকাগুলিতে সংযোগ বাড়ানোর জন্য স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস চালু করার প্রস্তুতি নিয়েছে Starlink। আসলে ওই সমস্ত জায়গায় প্রচলিত ব্রডব্যান্ড পরিকাঠামো স্থাপন করা অত্যন্ত চ্যালেঞ্জিং। কিংবা ব্রডব্যান্ড পরিকাঠামো স্থাপন করা সম্ভব নয়।
Starlink-এর লক্ষ্যটা ঠিক কী? রিপোর্টে দাবি যে, দেশের প্রত্যন্ত এবং বিচ্ছিন্ন এলাকাগুলিতে সংযোগ বাড়ানোর জন্য স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস চালু করার প্রস্তুতি নিয়েছে Starlink। আসলে ওই সমস্ত জায়গায় প্রচলিত ব্রডব্যান্ড পরিকাঠামো স্থাপন করা অত্যন্ত চ্যালেঞ্জিং। কিংবা ব্রডব্যান্ড পরিকাঠামো স্থাপন করা সম্ভব নয়।
advertisement
10/11
গ্রামের জন্য ডিজিটাল লাইফলাইন হতে চলেছে: ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে সাকার করার অঙ্গীকার করেছে Starlink। হিমালয় পার্বত্য অঞ্চলের শিশুদের পড়াশোনা থেকে শুরু করে জঙ্গলের অভ্যন্তরে টেলিমেডিসিন পৌঁছে দেওয়া- এসবই সম্ভব করতে চলেছে। কারণ আগে এগুলি প্রায় নাগালের বাইরেই ছিল। শুধু তা-ই নয়, বিচ্ছিন্ন এবং প্রত্যন্ত এলাকায় ই-ব্যাঙ্কিং, ডিজিটাল গভর্ন্যান্স এবং সরকারি স্কিমের বিষয়ে রিয়েল টাইম তথ্য প্রদান করা হবে।
গ্রামের জন্য ডিজিটাল লাইফলাইন হতে চলেছে: ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে সাকার করার অঙ্গীকার করেছে Starlink। হিমালয় পার্বত্য অঞ্চলের শিশুদের পড়াশোনা থেকে শুরু করে জঙ্গলের অভ্যন্তরে টেলিমেডিসিন পৌঁছে দেওয়া- এসবই সম্ভব করতে চলেছে। কারণ আগে এগুলি প্রায় নাগালের বাইরেই ছিল। শুধু তা-ই নয়, বিচ্ছিন্ন এবং প্রত্যন্ত এলাকায় ই-ব্যাঙ্কিং, ডিজিটাল গভর্ন্যান্স এবং সরকারি স্কিমের বিষয়ে রিয়েল টাইম তথ্য প্রদান করা হবে।
advertisement
11/11
ভারতে কেন Starlink-এর প্রয়োজন রয়েছে? BharatNet-এর মতো সরকার-সমর্থিত ব্রডব্যান্ড সম্প্রসারণ প্রকল্পগুলি বছরের পর বছর ধরে চলা সত্ত্বেও দেশের সবথেকে প্রত্যন্ত অঞ্চলে এখনও ইন্টারনেট পরিষেবা পৌঁছতে পারেনি। লাদাখ, অরুণাচল প্রদেশ, জম্মু-কাশ্মীরের অংশবিশেষ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এই শূন্যস্থান রয়েই গিয়েছে। কারণ এখানে ফাইবার বসানো কিংবা মোবাইল টাওয়ার স্থাপন করা অত্যন্ত চ্যালেঞ্জিং। সেখানে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে Starlink।
ভারতে কেন Starlink-এর প্রয়োজন রয়েছে? BharatNet-এর মতো সরকার-সমর্থিত ব্রডব্যান্ড সম্প্রসারণ প্রকল্পগুলি বছরের পর বছর ধরে চলা সত্ত্বেও দেশের সবথেকে প্রত্যন্ত অঞ্চলে এখনও ইন্টারনেট পরিষেবা পৌঁছতে পারেনি। লাদাখ, অরুণাচল প্রদেশ, জম্মু-কাশ্মীরের অংশবিশেষ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এই শূন্যস্থান রয়েই গিয়েছে। কারণ এখানে ফাইবার বসানো কিংবা মোবাইল টাওয়ার স্থাপন করা অত্যন্ত চ্যালেঞ্জিং। সেখানে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে Starlink।
advertisement
advertisement
advertisement