Smartphone Tips: আপনার এই ৫ অভ্যাস আছে না কি? নিজের হাতে স্মার্টফোনের বারোটা বাজাচ্ছেন, এখনই থামুন
- Reported by:Trending Desk
- trending-desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Smartphone Tips: স্মার্টফোনের দাম আগামীদিনে আরও বাড়বে। তাই হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেটাকে যথাযথভাবে ব্যবহার করা জরুরি।
advertisement
advertisement
advertisement
রাতভর চার্জিং: অনেকেই ফোন চার্জে বসিয়ে শুতে যান। রাতভর চার্জ হতে থাকে। এতে ব্যাটারির উপর অত্যধিক চাপ পড়ে। ব্যাটারি অকালে নষ্ট হয়ে যায়। অনেক ইউজার আবার কোম্পানির ব্যাটারি সিকিউরিটি সেটিংসও মানেন না। সাধারণত ফুল চার্জ হয়ে গেলে বা ফুল চার্জের কাছাকাছি পৌঁছলেই আনপ্লাগ করা উচিত। এছাড়া ব্যাটারি সিঙ্গল ডিজিটে নেমে আসার আগেই চার্জে বসাতে হয়। এতে ব্যাটারি ভাল থাকে।
advertisement
পরনের জামা দিয়েই ফোনের স্ক্রিন পরিস্কার: স্ক্রিনে কিছু পড়লে পরনের জামা বা টি শার্টে ঘষে পরিষ্কার করে নেওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। এতে লাভের লাভ কিছু হয় না। বরং ধুলো, ময়লা স্ক্রিনেই লেপ্টে যেতে পারে। এমনকী ডিসপ্লেতে মাইক্রো স্ক্র্যাচ পড়ার সম্ভাবনাও থাকে। টেক বিশেষজ্ঞরা, ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স প্রোডাক্ট মোছামুছির জন্য মাইক্রোফাইবার কাপড় ব্যবহারের পরামর্শ দেন। এতে স্ক্র্যাচ পড়ার স্মভবনা থাকে না, ময়লা উঠে আসে, ফোন দীর্ঘসময়ের জন্য নতুন দেখায়।
advertisement
সমুদ্রে নয়: ইদানীং বেশিরভাগ ফোনই ডাস্ট এবং ওয়াটার প্রুফ। ফোন নির্মাতা সংস্থাগুলিও ফলাও করে IP68 রেটিংয়ের বিজ্ঞাপন দেয়। কিন্তু অনেকেই জানেন না এটা সমুদ্রের জলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ সমুদ্রের জলে লবণ এবং খনিজ পদার্থ থাকে। এগুলো ফোনের চার্জিং পোর্টের বারোটা বাজানোর জন্য যথেষ্ট। সুতরাং যতই IP68 রেটিং থাকুক, সি বিচে গেলে ফোন ব্যবহার না করাই ভাল।
advertisement
advertisement









