SIM Swap Fraud: বার বার ফোনের নেটওয়ার্ক চলে যাচ্ছে! মোবাইল নম্বর 'হ্যাক' করে অ্যাকাউন্ট 'ফাঁকা' করে দিচ্ছে হ্যাকাররা...! জানুন কীভাবে বাঁচবেন
- Published by:Ananya Chakraborty
- Written by:Trending Desk
Last Updated:
SIM Swap Fraud: ভারতে দ্রুত বাড়ছে সিম সোয়াপ জালিয়াতি, যেখানে প্রতারকরা মোবাইল নম্বর হাইজ্যাক করে OTP সংগ্রহ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দখল করে নিচ্ছে।
প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই আর্থিক জালিয়াতির নিত্যনতুন উপায় খুঁজে বের করে ফেলছে দুষ্কৃতীরা। এখন আর শুধু লিঙ্ক পাঠিয়ে ডিভাইসের অ্যাক্সেস নেওয়া হয় না, রয়েছে সিম সোয়াপের মতো পদ্ধতিও। দেশ জুড়ে সিম সোয়াপ জালিয়াতির ঘটনা বেড়ে যাওয়ায় আর্থিক ও টেলিকম নিয়ন্ত্রক সংস্থাগুলি সবাইকে সতর্ক করে দিয়েছে। এই জালিয়াতির ঘটনায় প্রতারকরা টেলিকম সরবরাহকারীদের নতুন সিমে পোর্ট করার জন্য রাজি করিয়ে একজন ভুক্তভোগীর মোবাইল নম্বর হাইজ্যাক করে।
advertisement
advertisement
advertisement
advertisement
সিম সোয়াপ জালিয়াতি থেকে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে বিশেষজ্ঞরা নিম্নলিখিত প্রয়োজনীয় ব্যবস্থাগুলি সুপারিশ করেন:গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের জন্য SMS OTP-এর পরিবর্তে অ্যাপ-ভিত্তিক প্রমাণীকরণ বা হার্ডওয়্যার সিকিউরিটি কী ব্যবহার করতে হবে।অননুমোদিত অ্যাক্সেস রোধ করতে সিমে একটি পিন সেট করে রাখতে হবে।টেলিকম অপারেটরের কাছ থেকে একটি পোর্ট-আউট লক বা নম্বর লক চেয়ে নিতে হবে।মোবাইল নম্বরটি শুধুমাত্র ব্যাঙ্কিং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি পুনরুদ্ধারের যোগাযোগ হিসাবেই সীমাবদ্ধ রাখতে হবে।
advertisement
জালিয়াতির ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা:যদি ফোন হঠাৎ নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেয় অথবা নো সার্ভিস দেখায়, তাহলে এটিকে জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করা উচিত। এক্ষেত্রে সিম লক বা রিভার্স করতে এবং অ্যাকাউন্টগুলি ফ্রিজ করতে অন্য ফোন থেকে অবিলম্বে নিজের টেলিকম অপারেটর এবং ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে হবে।
advertisement
advertisement
