Side Effects of Earphones: ইয়ারফোন ছাড়া জীবন-যাপনের কথা ভাবতেই পারেন না! সর্বনাশের আর বাকি নেই
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Side Effects of Earphones: যে জিনিসের সুবিধা আমরা দেখছি, তার পার্শ্বপ্রতিক্রিয়াও থাকছে সমান্তরালে। ইয়ারফোন, হেডফোন, ইয়ার বাড-ও নানা ভাবে ক্ষতি করছে।
advertisement
কিন্তু এতে যে আখেরে ক্ষতি হচ্ছে শরীরের— দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস)- এর প্রাক্তন ইএনটি বিশেষজ্ঞ বিপি শর্মা বলেছেন, সাধারণ জীবনে গ্যাজেটের ব্যবহার যত বাড়ছে, রোগও বাড়ছে পাল্লা দিয়ে। যে জিনিসের সুবিধা আমরা দেখছি, তার পার্শ্বপ্রতিক্রিয়াও থাকছে সমান্তরালে। ইয়ারফোন, হেডফোন, ইয়ার বাড-ও নানা ভাবে ক্ষতি করছে।
advertisement
ফোনের ব্যবহার আরও বাড়ছে— দৈনন্দিন কাজে ক্রমশ বাড়ছে স্মার্টফোনের ব্যবহার। তার নানা রকম অ্যাকসেসারি যেমন হেডফোন, ইয়ার বাড সেই প্রয়োজনকে আরও বাড়াচ্ছে। চিকিৎসকদের দাবি, কোনও মানুষ যদি কানে ফোন রেখে ১০ মিনিট কথা বলেন, তিনি ৩০ মিনিট কথা বলার জন্য কানে গুঁজে ফেলছেন ইয়ারফোন। কারণ তাতে হাত দু’টি অন্য কাজ করতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement