Scooter Showroom Profit Margin: একটি ১ লাখ টাকার স্কুটি বিক্রি করে কত লাভ করে শোরুম? জানুন আসল সত্যিটা...
- Published by:Sounak Chakraborty
Last Updated:
Scooter Showroom Profit Margin: ১ লাখ টাকার স্কুটি বিক্রিতে শোরুমের লাভ কত হয় জানেন? সরাসরি কত লাভ হয় জানলে অবাক হবেন। কিন্তু অ্যাক্সেসরিজ, সার্ভিসিং ও ফিনান্সের মাধ্যমে শোরুমগুলি অনেক বেশি আয় করে। জানুন বিস্তারিত...
advertisement
প্রথমে বোঝা জরুরি, যে শোরুমের মালিক বা ডিলার মূলত গাড়ি নির্মাতা সংস্থার কাছ থেকে নির্দিষ্ট একটি "ডিলার প্রাইস"-এ স্কুটি কিনে থাকেন। তারপর সেই স্কুটিটি নির্ধারিত এক্স-শোরুম প্রাইসে বিক্রি করা হয়, যেখানে সংস্থার তরফ থেকে ট্যাক্স, ইন্স্যুরেন্স এবং অন্যান্য চার্জ যোগ করা থাকে। এই দুই দামের মধ্যে যে পার্থক্য থাকে, সেটাই ডিলারের লাভ হয়।
advertisement
advertisement
অনেক সংস্থা আবার নির্দিষ্ট টার্গেট পূরণ করলে ডিলারদের অতিরিক্ত ইনসেন্টিভ বা বোনাসও দেয়। ফলে ডিলারের মোট আয়ের অঙ্ক কিছুটা বাড়ে। কিন্তু সব মিলিয়ে একটি স্কুটি বিক্রিতে খুব বেশি লাভ থাকে না। তাই বেশিরভাগ শোরুম অতিরিক্ত অ্যাক্সেসরিজ, ইন্স্যুরেন্স এবং ফিনান্স প্ল্যান বিক্রি করে বাড়তি লাভ করার চেষ্টা করে।
advertisement
advertisement
advertisement
advertisement