মিড প্রিমিয়াম সেগমেন্টে Galaxy A55 5G, Galaxy A35 5G লঞ্চ করল Samsung, কী কী ফিচার রয়েছে দেখুন
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Samsung Galaxy A55 5G Galaxy A35 5G Launch: মঙ্গলবার বাজারে এল Galaxy A55 5G এবং Galaxy A35 5G। নতুন A সিরিজের ডিভাইসে একাধিক ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে এসেছে স্যামসাং।
মঙ্গলবার বাজারে এল Galaxy A55 5G এবং Galaxy A35 5G। নতুন A সিরিজের ডিভাইসে একাধিক ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে এসেছে Samsung। এর মধ্যে গোরিলা গ্লাস ভিকটাস+ সুরক্ষা, ক্যামেরা ফিচারে এআই, টেম্পার রোধী নিরাপত্তা সমাধান, স্যামসাং নক্স ভল্ট অন্যতম। Samsung ইন্ডিয়ার এমএক্স বিজনেসের জেনারেল ম্যানেজার অক্ষয় রাও বলেন, গত দুই বছরে ভারতে সবচেয়ে বেশি যে স্মার্টফোন বিক্রি হয়েছে, সেটা Galaxy A সিরিজের স্মার্টফোন। ভারতের এমএল গ্রাহকদের মধ্যে এর জনপ্রিয়তাই সর্বাধিক।
advertisement
advertisement
advertisement
পাশাপাশি ধুলো, বালি প্রতিরোধী হিসেবেও কাজ করবে। এতে রয়েছে ৬.৬ ইঞ্চির FHD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং মিনিমাইজড বেজেল, 120Hz রিফ্রেশ রেটে অত্যন্ত মসৃণভাবে কাজ করবে। এই নতুন A সিরিজের স্মার্টফোনগুলিতে এআই বৈশিষ্টযুক্ত ক্যামেরা ইউজারকে আলাদা অভিজ্ঞতা দেবে। ফটো রিমাস্টার, ইমেজ ক্লিপার এবং অবজেক্ট ইরেজার ব্যবহার করতে পারবেন ইউজাররা। Galaxy A55 SG এবং A35 5G-তে ৫০ মেগাপিক্সলের ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে। আল ইমেজ সিগন্যাল প্রসেসিং-সহ উন্নত নাইটগ্রাফি রয়েছে, যা কম আলোতেও দুর্দান্ত ছবি তোলার সুযোগ দেবে।
advertisement
advertisement
advertisement
অন্য দিকে Galaxy A35 5G মিলছে দুটি ভ্যারিয়েন্টে। ৮জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা এবং ৮জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে ৩০,৯৯৯ টাকা। HDFC, OneCard, IDFC ফার্স্ট ব্যাঙ্ক কার্ডে ৩ হাজার টাকার ক্যাশব্যাক এবং ৬ মাসের নো কস্ট ইএমআই-এর সুবিধা পাওয়া যাবে। এছাড়া ইউজার প্রথমবার স্যামসাং ওয়ালেট ব্যবহারে ২৫০ টাকার অ্যামাজন ভাউচার, বিনামূল্যে ২ মাস ইউটিউবের প্রিমিয়াম ভার্সন এবং Microsoft 365 বেসিক + ৬ মাসের ক্লাউড স্টোরেজ (১০০GB পর্যন্ত) পাচ্ছেন সম্পূর্ন বিনামূল্যে।