বাজারে এল Samsung Galaxy Tab S6 Lite, কম দামে দুর্দান্ত ফিচার্স

Last Updated:
জেনে নিন Galaxy S6 lite ট্যাবের দাম ও ফিচার্স
1/7
সোমবার ভরতে লঞ্চ হল Samsung-এর নতুন ট্যাব Galaxy S6 lite। আগেই ইন্দোনেশিয়ায় আর চিনে বিক্রি শুরু হয়ে গিয়েছে Samsung Galaxy S6 lite ট্যাব। ইতিমধ্যেই সোমবার দুপুর থেকে অ্যামাজনে এই ট্যাবের প্রি-বুইং শুরু হয়ে গিয়েছে। জেনে নিন এর দাম ও ফিচার্স
সোমবার ভরতে লঞ্চ হল Samsung-এর নতুন ট্যাব Galaxy S6 lite। আগেই ইন্দোনেশিয়ায় আর চিনে বিক্রি শুরু হয়ে গিয়েছে Samsung Galaxy S6 lite ট্যাব। ইতিমধ্যেই সোমবার দুপুর থেকে অ্যামাজনে এই ট্যাবের প্রি-বুইং শুরু হয়ে গিয়েছে। জেনে নিন এর দাম ও ফিচার্স
advertisement
2/7
Samsung Galaxy S6 lite ট্যাবে রয়েছে ১০.৪ ইঞ্চি WUXGA (১২০০ X ২০০০ পিক্সেল) টিএফটি ডিসপ্লে। Galaxy S6 lite ট্যাবে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে One UI 2।
Samsung Galaxy S6 lite ট্যাবে রয়েছে ১০.৪ ইঞ্চি WUXGA (১২০০ X ২০০০ পিক্সেল) টিএফটি ডিসপ্লে। Galaxy S6 lite ট্যাবে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে One UI 2।
advertisement
3/7
Samsung Galaxy S6 lite ট্যাবের ভিতরে রয়েছে octa-core Snapdragon 855 (7 nm) প্রসেসর, সঙ্গে রয়েছে ৪ জিবি RAM আর ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। ট্যাবের মেমোরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব।
Samsung Galaxy S6 lite ট্যাবের ভিতরে রয়েছে octa-core Snapdragon 855 (7 nm) প্রসেসর, সঙ্গে রয়েছে ৪ জিবি RAM আর ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। ট্যাবের মেমোরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব।
advertisement
4/7
Samsung Galaxy S6 lite ট্যাবে ছবি তোলার জন্য দুটি ক্যামেরা রয়েছে। ৮ মেগাপিক্সেলের অটো ফোকাস লেন্স আর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনের ভিরতে রয়েছে ৭০৪০mAh ব্যাটারি। একবার ফুল চার্জ দিলে ১২ ঘণ্টা ইন্টারনেট ব্যবহার করতে পাড়বেন।
Samsung Galaxy S6 lite ট্যাবে ছবি তোলার জন্য দুটি ক্যামেরা রয়েছে। ৮ মেগাপিক্সেলের অটো ফোকাস লেন্স আর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনের ভিরতে রয়েছে ৭০৪০mAh ব্যাটারি। একবার ফুল চার্জ দিলে ১২ ঘণ্টা ইন্টারনেট ব্যবহার করতে পাড়বেন।
advertisement
5/7
Samsung Galaxy S6 lite ট্যাবে সঙ্গে রয়েছে S Pen। এই পেনে রয়েছে ০.৭এমএম টিপ আর এর ওজন ৭.০৩ গ্রাম। এই ট্যাবের আকর্ষণ এর Dolby Atmos 3D সারাউন্ড সাউন্ড। এই ট্যাবের ওজন ৪৬৭ গ্রাম।
Samsung Galaxy S6 lite ট্যাবে সঙ্গে রয়েছে S Pen। এই পেনে রয়েছে ০.৭এমএম টিপ আর এর ওজন ৭.০৩ গ্রাম। এই ট্যাবের আকর্ষণ এর Dolby Atmos 3D সারাউন্ড সাউন্ড। এই ট্যাবের ওজন ৪৬৭ গ্রাম।
advertisement
6/7
কানেক্টিভিটির জন্য Galaxy S6 lite ট্যাবে রয়েছে ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভি ৫.০, GPS/ A-GPS,সুবিধা, একটি ৩.৫ মিমি অডিও জ্যাক আর মাইক্রো-ইউএসবি স্লট।
কানেক্টিভিটির জন্য Galaxy S6 lite ট্যাবে রয়েছে ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভি ৫.০, GPS/ A-GPS,সুবিধা, একটি ৩.৫ মিমি অডিও জ্যাক আর মাইক্রো-ইউএসবি স্লট।
advertisement
7/7
Galaxy S6 lite ট্যাবের দাম শুরু হচ্ছে ২৭ হাজার টাকা থেকে। এই মডেলে শুধু ওয়াইফাই সাপোর্ট করবে। আর LTE মডেলের দাম ৩১,৩৯৯৯ টাকা। তিনটি রঙে পাওয়া যাবে Galaxy S6 lite - আঙ্গোরা ব্লু, শিফন পিঙ্ক আর অক্সফোর্ড গ্রে।
Galaxy S6 lite ট্যাবের দাম শুরু হচ্ছে ২৭ হাজার টাকা থেকে। এই মডেলে শুধু ওয়াইফাই সাপোর্ট করবে। আর LTE মডেলের দাম ৩১,৩৯৯৯ টাকা। তিনটি রঙে পাওয়া যাবে Galaxy S6 lite - আঙ্গোরা ব্লু, শিফন পিঙ্ক আর অক্সফোর্ড গ্রে।
advertisement
advertisement
advertisement