Royal Enfield Scram 411: Royal Enfield কেনার স্বপ্ন পূরণ করুন এবার, এত সস্তার মডেল আর পাবেন না

Last Updated:
Royal Enfield Scram 411: পাহাড়, জঙ্গলে ছুটবে এই বাইক। কোনও রাস্তায় সমস্যা হবে না। এত সস্তায় রয়্যাল এনফিল্ড কেনার সুযোগ বারবার আসবে না।
1/5
অ্যাডভেঞ্চার বাইক কেনার কথা ভাবছেন অনেকদিন ধরে! রয়্যাল এনফিল্ড-এর শখ! এবার তা পূরণ করে নিতে পারেন। Himalayan ADV সেকশনে সস্তর মোটরসাইকেল লঞ্চ করেছে।
অ্যাডভেঞ্চার বাইক কেনার কথা ভাবছেন অনেকদিন ধরে! রয়্যাল এনফিল্ড-এর শখ! এবার তা পূরণ করে নিতে পারেন। Himalayan ADV সেকশনে সস্তর মোটরসাইকেল লঞ্চ করেছে।
advertisement
2/5
সাদা, সিলভার, ব্ল্যাক, ব্লু, গ্রাফাইট রেড কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১।
সাদা, সিলভার, ব্ল্যাক, ব্লু, গ্রাফাইট রেড কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১।
advertisement
3/5
ওল্ড স্কুল টাইপ হেডলাইট থাকবে এই মডেলে। ডিজিটাল সার্কুলার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ছাড়াও থাকবে আরামদায়ক সিট, এলইডি টেললাইট।
ওল্ড স্কুল টাইপ হেডলাইট থাকবে এই মডেলে। ডিজিটাল সার্কুলার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ছাড়াও থাকবে আরামদায়ক সিট, এলইডি টেললাইট।
advertisement
4/5
Royal Enfield Scram 411-র ইঞ্জিন 24.3 bhp পাওয়ার আউটপুট ও 32 Nm পিক টর্ক জেনারেট করবে।
Royal Enfield Scram 411-র ইঞ্জিন 24.3 bhp পাওয়ার আউটপুট ও 32 Nm পিক টর্ক জেনারেট করবে।
advertisement
5/5
এই মডেলের সামনের চাকা তুলনামূলক ছোট। ১৪৫৫ মিমি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়্যাল এনফিল্ড হিমালয়ানের থেকে ২০০ মিমি কম। সিট হাইট ৭৯৫ মিমি।
এই মডেলের সামনের চাকা তুলনামূলক ছোট। ১৪৫৫ মিমি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়্যাল এনফিল্ড হিমালয়ানের থেকে ২০০ মিমি কম। সিট হাইট ৭৯৫ মিমি।
advertisement
advertisement
advertisement