Royal Enfield Hunter 350: সব থেকে সস্তার বাইক আনছে Royal Enfield, বুলেট কেনার শখ পূরণ হতে পারে এই মাসেই

Last Updated:
Royal Enfield Hunter 350: এত সস্তায় রয়্যাল এনফিল্ড বাইক! ভাবতেই পারবেন না।
1/6
Royal Enfield- এমন একটি ব্র্যান্ড যার চাহিদা এদেশে প্রায় সব সময়ই তুঙ্গে থাকে। এবার তারা সব থেকে সস্তার মডেল বাজারে আনছে।
Royal Enfield- এমন একটি ব্র্যান্ড যার চাহিদা এদেশে প্রায় সব সময়ই তুঙ্গে থাকে। এবার তারা সব থেকে সস্তার মডেল বাজারে আনছে।
advertisement
2/6
বহুদিন ধরেই এই মডেল-এর টেস্ট রাইড করছে রয়্যাল এনফিল্ড। এবার Royal Enfield Hunter 350 লঞ্চ করতে চলেছে সংস্থা।
বহুদিন ধরেই এই মডেল-এর টেস্ট রাইড করছে রয়্যাল এনফিল্ড। এবার Royal Enfield Hunter 350 লঞ্চ করতে চলেছে সংস্থা।
advertisement
3/6
যতদূর জানা যাচ্ছে, নতুন মডেলটির সঙ্গে Royal Enfield Meteor-এর বেশ কিছু ফিচার-এর মিল থাকবে। 349cc ইঞ্জিন থাকবে নতুন মডেলে।
যতদূর জানা যাচ্ছে, নতুন মডেলটির সঙ্গে Royal Enfield Meteor-এর বেশ কিছু ফিচার-এর মিল থাকবে। 349cc ইঞ্জিন থাকবে নতুন মডেলে।
advertisement
4/6
নতুন মডেলে 20.2bhp পাওয়ার এবং 27Nm পিক টর্ক থাকবে। সঙ্গে একটি স্পোর্টিয়র এক্সহস্ট থাকতে পারে। তবে নতুন মডেলটি রেট্রো লুকের হবে।
নতুন মডেলে 20.2bhp পাওয়ার এবং 27Nm পিক টর্ক থাকবে। সঙ্গে একটি স্পোর্টিয়র এক্সহস্ট থাকতে পারে। তবে নতুন মডেলটি রেট্রো লুকের হবে।
advertisement
5/6
নতুন এই মডেলটির দাম ১.৩০-১.৪০ লাখ টাকা (এক্স শোরুম) হতে পারে। এই মডেলের দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে।
নতুন এই মডেলটির দাম ১.৩০-১.৪০ লাখ টাকা (এক্স শোরুম) হতে পারে। এই মডেলের দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে।
advertisement
6/6
ডাবল ক্র্যাডল চেসিস, টুইন পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকতে পারে।
ডাবল ক্র্যাডল চেসিস, টুইন পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকতে পারে।
advertisement
advertisement
advertisement