১৯৮৬ সালে রয়্যাল এনফিল্ডের দাম কত ছিল? পুরনো বিল ভাইরাল, দেখলে অবাক হবেন

Last Updated:
Royal Enfield Bullet 350 Price: ১৯৮৬ সালে কেনা Royal Enfield Bullet 350 এর একটি বিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেই বিল দেখে আপনিও অবাক হয়ে যাবেন। কারণ এখন যে বাইকের দাম ২ লাখ টাকার বেশি, সেটা এক সময় কিনতে ২০ হাজার টাকাও খরচ করতে হত না।
1/7
যদি বলা হয়, ভারতে সব থেকে জনপ্রিয় মোটরসাইকেল রয়্যাল এনফিল্ড, একটুও বাড়িয়ে বলা হবে না হয়তো! ভারতে বুলেট বাইকের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে গত কয়েক বছরে।
যদি বলা হয়, ভারতে সব থেকে জনপ্রিয় মোটরসাইকেল রয়্যাল এনফিল্ড, একটুও বাড়িয়ে বলা হবে না হয়তো! ভারতে বুলেট বাইকের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে গত কয়েক বছরে।
advertisement
2/7
রয়্যাল এনফিল্ড তাদের একাধিক বাইকের ফিচার্স আপডেট করে চলেছে। আগের থেকে এখন ভাইব্রেশন অনেকটাই কম বলে দাবি করে সংস্থা।
রয়্যাল এনফিল্ড তাদের একাধিক বাইকের ফিচার্স আপডেট করে চলেছে। আগের থেকে এখন ভাইব্রেশন অনেকটাই কম বলে দাবি করে সংস্থা।
advertisement
3/7
ফিচার্স আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে রয়্যাল এনফিল্ডের প্রতিটি মডেলের দামও বেড়েছে পাল্লা দিয়ে। সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে রয়্যাল এনফিল্ডের একাধিক মডেল। ফলে এখন এই বাইক কেনার আগে অনেকেই ২ বার ভাবেন। একইসঙ্গে বেড়েছে রয়্যাল এনিফিল্ডের সার্ভিসিং চার্জ।
ফিচার্স আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে রয়্যাল এনফিল্ডের প্রতিটি মডেলের দামও বেড়েছে পাল্লা দিয়ে। সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে রয়্যাল এনফিল্ডের একাধিক মডেল। ফলে এখন এই বাইক কেনার আগে অনেকেই ২ বার ভাবেন। একইসঙ্গে বেড়েছে রয়্যাল এনিফিল্ডের সার্ভিসিং চার্জ।
advertisement
4/7
রয়্যাল এনফিল্ডের প্রায় সব মডলের জনপ্রিয়তাই তুঙ্গে থাকে। তবে ক্লাসিক ৩৫-এর চাহিদা বোধ হয় একটু বেশি। রাস্তায় এই মডেল দেখা যায় অনেক বেশি।
রয়্যাল এনফিল্ডের প্রায় সব মডলের জনপ্রিয়তাই তুঙ্গে থাকে। তবে ক্লাসিক ৩৫-এর চাহিদা বোধ হয় একটু বেশি। রাস্তায় এই মডেল দেখা যায় অনেক বেশি।
advertisement
5/7
তবে এখন বুলেট বাইকের এত দাম হলেও এক সময় কিন্তু তা ছিল না। ১৯৮৬ সালের একটি বিল সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বুলেটের দাম ১৮ হাজার ৭০০ টাকা মাত্র।
তবে এখন বুলেট বাইকের এত দাম হলেও এক সময় কিন্তু তা ছিল না। ১৯৮৬ সালের একটি বিল সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বুলেটের দাম ১৮ হাজার ৭০০ টাকা মাত্র।
advertisement
6/7
আজ থেকে প্রায় ৩৭ বছর আগের সেই বিল। ঝাড়খণ্ডের সন্দীপ অটো নামক শোরুমের সেই বিল এখন ভাইরাল।
আজ থেকে প্রায় ৩৭ বছর আগের সেই বিল। ঝাড়খণ্ডের সন্দীপ অটো নামক শোরুমের সেই বিল এখন ভাইরাল।
advertisement
7/7
৩৭ বছর অনেকটা সময়। এখন সেই বাইকের দাম ২ লাখ টাকারও বেশি। অনেকেই এখন ইএমআই-এর সহায়তায় এই বাইক কেনেন।
৩৭ বছর অনেকটা সময়। এখন সেই বাইকের দাম ২ লাখ টাকারও বেশি। অনেকেই এখন ইএমআই-এর সহায়তায় এই বাইক কেনেন।
advertisement
advertisement
advertisement