RIL AGM 2020: ভারতে ৫জি পরিষেবা দিতে তৈরি রিলায়েন্স জিও, মুকেশ আম্বানির ঘোষণায় আলোড়ন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ভারতে সম্পুর্ণ দেশীয় প্রযুক্তিতে ৫জি পরিকাঠামো তৈরি করে ফেলেছে রিলায়েন্স জিও।
advertisement
advertisement
রিলায়েন্স চেয়ারম্যানের ঘোষণায় গোটা দুনিয়ার টেলিকম সংস্থাগুলির মধ্যে আলোড়ন। ৫জি পরিকাঠামো তৈরির ঘোষণা করে, বিশ্বের অন্য সংস্থাগুলিকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে গিয়েছে রিলায়েন্স জিও। রিলায়েন্স চেয়ারম্যানের ঘোষণা, সরকারি অনুমোদন পাওয়ার পর ৫জি পরিষেবা দিতে বেশি সময় লাগবে না। দুনিয়ার সব টেলিকম সংস্থাকে ৫জি সলিউশন সরবরাহ করতে চায় রিলায়েন্স জিও।
advertisement
advertisement
গুগলের সঙ্গে যৌথভাবে অপারেটিং সিস্টেম তৈরি করবে জিও ৷ যৌথভাবে তৈরি হবে ৪জি ও ৫জি সহায়ক মোবাইল ৷ সস্তায় উন্নত স্মার্টফোন দিতে এবং ভারতকে ২জি মুক্ত করতেই সংস্থার এই পরিকল্পনা ৷ ভারতে এখনও বহু মানুষ ইন্টারনেট ও স্মার্টফোনের সুবিধা পান না। উন্নত জীবনযাপনের সুযোগ থেকেও বঞ্চিত হন। এমনই বহু কোটি ভারতীয় গ্রাহকের কথা ভেবেই ৫জি নীতি তৈরি করছে রিলায়েন্স জিও। রিলায়েন্স চেয়ারম্যানের ঘোষণা, এই গ্রাহকদের বাদ দিয়ে ডিজিটাল ভারতের প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব নয়।