Jio Glass - এই গ্লাসের মাধ্যমে থ্রি ডায়মেনশনল হবে ভিডিও কলিং। যাঁর সঙ্গে কথা বলছেন, মনে হবে সে যেন আপনার সামনেই দাঁড়িয়ে আছে। তাছাড়া এটিতে থাকছে 2D ভিডিও কলিংয়ের সুবিধাও। বুধবার এজিএমে এই ঘোষণা করে বলা হয়, কাটিং এজ টেকনোলজির মাধ্যমে এটি সাধারণ গ্রাহকের কাছে পৌঁছে দেবে রিয়ালিটির এক অন্য অভিজ্ঞতা।