RIL AGM 2020: যে ৫টি নতুন প্রডাক্ট ঘোষণা হল, জেনে নিন তাদের সম্পর্কে

Last Updated:
Jio TV Plus, Jio Glass, Jio Mart-সহ আরও বেশ কিছু প্রোডাক্টের কথা জানালেন মুকেশ আম্বানি
1/6
করোনা আবহে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রথম ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভা ৷ বুধবার সংস্থার ৪৩তম এজিএমে যে বড় কিছু ঘোষণা করবেন চেয়ারম্যান মুকেশ আম্বানি। jio TV Plus, Jio Glass, Jio Mart-সহ আরও বেশ কিছু পণ্যের উন্নয়নের কথা জানালেন মুকেশ আম্বানি। এক নজরে দেখে নিন জিও-র ৫টি প্রোডাক্ট
করোনা আবহে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রথম ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভা ৷ বুধবার সংস্থার ৪৩তম এজিএমে যে বড় কিছু ঘোষণা করবেন চেয়ারম্যান মুকেশ আম্বানি। jio TV Plus, Jio Glass, Jio Mart-সহ আরও বেশ কিছু পণ্যের উন্নয়নের কথা জানালেন মুকেশ আম্বানি। এক নজরে দেখে নিন জিও-র ৫টি প্রোডাক্ট
advertisement
2/6
Jio TV plus- এদিন জিও টিভি প্লাস এর ঘোষণা করেন তিনি। বর্তমানে গ্রাহকেরা ওটিটি প্ল্যাটফর্ম দেখতে বেশি পছন্দ করছেন। আর সেই কথা মাথায় রেখে জিওর তরফে নিয়ে আসা হয়েছে এই জিও টিভি প্লাস।
Jio TV plus- এদিন জিও টিভি প্লাস এর ঘোষণা করেন তিনি। বর্তমানে গ্রাহকেরা ওটিটি প্ল্যাটফর্ম দেখতে বেশি পছন্দ করছেন। আর সেই কথা মাথায় রেখে জিওর তরফে নিয়ে আসা হয়েছে এই জিও টিভি প্লাস।
advertisement
3/6
Jio Glass - এই গ্লাসের মাধ্যমে থ্রি ডায়মেনশনল হবে ভিডিও কলিং। যাঁর সঙ্গে কথা বলছেন, মনে হবে সে যেন আপনার সামনেই দাঁড়িয়ে আছে। তাছাড়া এটিতে থাকছে 2D ‌ভিডিও কলিংয়ের সুবিধাও। বুধবার এজিএমে এই ঘোষণা করে বলা হয়, কাটিং এজ টেকনোলজির মাধ্যমে এটি সাধারণ গ্রাহকের কাছে পৌঁছে দেবে রিয়ালিটির এক অন্য অভিজ্ঞতা।
Jio Glass - এই গ্লাসের মাধ্যমে থ্রি ডায়মেনশনল হবে ভিডিও কলিং। যাঁর সঙ্গে কথা বলছেন, মনে হবে সে যেন আপনার সামনেই দাঁড়িয়ে আছে। তাছাড়া এটিতে থাকছে 2D ‌ভিডিও কলিংয়ের সুবিধাও। বুধবার এজিএমে এই ঘোষণা করে বলা হয়, কাটিং এজ টেকনোলজির মাধ্যমে এটি সাধারণ গ্রাহকের কাছে পৌঁছে দেবে রিয়ালিটির এক অন্য অভিজ্ঞতা।
advertisement
4/6
JioMeet - অনুষ্ঠানের প্রথমেই তিনি নিয়ে জিওমিট নিয়ে বক্তব্য রাখেন। ইতিমধ্যে ৫ মিলিয়ন ডাউনলোড করা হয়েছে এই ভিডিও কনফারেন্স অ্যাপ।
JioMeet - অনুষ্ঠানের প্রথমেই তিনি নিয়ে জিওমিট নিয়ে বক্তব্য রাখেন। ইতিমধ্যে ৫ মিলিয়ন ডাউনলোড করা হয়েছে এই ভিডিও কনফারেন্স অ্যাপ।
advertisement
5/6
jio Mart মারফত খুচরা ব্যবসায়ীরা হোয়াটসঅ্যাপের সাহায্যে ব্যবসা করতে পারবেন বলে জানিয়েছে রিলায়েন্স। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় শুরু হয়েছে জিও মার্ট
jio Mart মারফত খুচরা ব্যবসায়ীরা হোয়াটসঅ্যাপের সাহায্যে ব্যবসা করতে পারবেন বলে জানিয়েছে রিলায়েন্স। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় শুরু হয়েছে জিও মার্ট
advertisement
6/6
EMBIBE - অনলাইন পড়োশানার জন্য জিও নিয়ে আসতে চলেছে নয়া প্ল্যাটফর্ম EMBIBE ৷ এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাড়িতে বসেই বিশ্বমানের শিক্ষা মিলবে
EMBIBE - অনলাইন পড়োশানার জন্য জিও নিয়ে আসতে চলেছে নয়া প্ল্যাটফর্ম EMBIBE ৷ এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাড়িতে বসেই বিশ্বমানের শিক্ষা মিলবে
advertisement
advertisement
advertisement