এবার ঘরে বসেই দর্শন করুন চার ধামের আরতি, কীভাবে? জেনে নিন

Last Updated:
খুব শীঘ্রই উত্তরাখণ্ডের চার ধামের সঙ্গে জনপ্রিয় মন্দিরগুলির আরতি লাইভ স্ট্রিমিং করবে জিও
1/4
মোবাইল নেটওয়ার্ক দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও (Jio) ৷ একের পর এক সস্তায় নতুন প্ল্যান নিয়ে এসে জনপ্রিয়তার শীর্ষে জিও ৷ এবার ঘরে বসেই চার ধামের দর্শন করার সুযোগ দেবে জিও।
মোবাইল নেটওয়ার্ক দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও (Jio) ৷ একের পর এক সস্তায় নতুন প্ল্যান নিয়ে এসে জনপ্রিয়তার শীর্ষে জিও ৷ এবার ঘরে বসেই চার ধামের দর্শন করার সুযোগ দেবে জিও।
advertisement
2/4
খুব শীঘ্রই উত্তরাখণ্ডের চার ধামের সঙ্গে জনপ্রিয় মন্দিরগুলির আরতি লাইভ স্ট্রিমিং করবে জিও। এতে ওই ভক্তরা সব থেকে বেশি খুসি হবে যারা কোনও কারণে চারধাম দর্শনে যেতে পারছে না।
খুব শীঘ্রই উত্তরাখণ্ডের চার ধামের সঙ্গে জনপ্রিয় মন্দিরগুলির আরতি লাইভ স্ট্রিমিং করবে জিও। এতে ওই ভক্তরা সব থেকে বেশি খুসি হবে যারা কোনও কারণে চারধাম দর্শনে যেতে পারছে না।
advertisement
3/4
উত্তরাখণ্ড সরকারের জন্য নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করছে জিও , যেখানে বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী সঙ্গে অনান্য ধর্মীয় স্থানের দরশন করতে পারবেন ভক্তরা।
উত্তরাখণ্ড সরকারের জন্য নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করছে জিও , যেখানে বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী সঙ্গে অনান্য ধর্মীয় স্থানের দরশন করতে পারবেন ভক্তরা।
advertisement
4/4
প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রীরা দর্শনের জন্য উত্তরাখণ্ডে যায়, কিন্তু এমন অনেকেও আছে যাদের মনে শ্রদ্ধা থাকলেও পৌঁছতে পারে না। রাজ্য সরকার আর জিও এক জোট হয়ে ভক্তদের জন্য অনলাইনের ব্যবস্থা করতে চলেছে।
প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রীরা দর্শনের জন্য উত্তরাখণ্ডে যায়, কিন্তু এমন অনেকেও আছে যাদের মনে শ্রদ্ধা থাকলেও পৌঁছতে পারে না। রাজ্য সরকার আর জিও এক জোট হয়ে ভক্তদের জন্য অনলাইনের ব্যবস্থা করতে চলেছে।
advertisement
advertisement
advertisement