Refrigerator Tips: বর্ষায় এই তাপমাত্রায় রাখছেন তো ফ্রিজ? না হলে কিন্তু দু'দিনে খারাপ হবে ফ্রিজ! জানুন
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Refrigerator Tips: আসলে এই সময় টানা বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কমলেও আর্দ্রতা বাড়তে থাকে। ফলে বোঝাই যাচ্ছে যে, ফ্রিজে সঠিক তাপমাত্রা সেট করা আবশ্যক।
advertisement
advertisement
বর্ষার সময় রেফ্রিজারেটরের আদর্শ তাপমাত্রা এবং যত্নের উপায়: বর্ষা অথবা অন্য কোনও ঋতুতে রেফ্রিজারেটর চালানোর ক্ষেত্রে আদর্শ তাপমাত্রা হল ১.৭ ডিগ্রি থেকে ৩.৩ ডিগ্রি। আসলে এই তাপমাত্রা ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং বিকাশ রোধ করে। সেই সঙ্গে খাবারকে টাটকা আর তাজা রাখতেও সহায়তা করে। তাই ফ্রিজের তাপমাত্রা ৫ ডিগ্রির নিচেই সেট করার চেষ্টা করতে হবে।
advertisement
advertisement
এর পাশাপাশি আরও একটি বিষয়ের উপর লক্ষ্য রাখা উচিত। সেটি হল যে জায়গায় বসবাস করছেন, সেই জায়গার পারিপার্শ্বিক তাপমাত্রা এবং আর্দ্রতার মাত্রা। যেসব জায়গায় তাপমাত্রা এবং আর্দ্রতার মাত্রা বেশি, সেই সব জায়গায় রেফ্রিজারেটরের তাপমাত্রা যতটা সম্ভব কম রাখতে হবে। যাতে রেফ্রিজারেটরের খাবার টাটকা এবং তাজা থাকে।
advertisement
এটা তো না হয় গেল রেফ্রিজারেটরের তাপমাত্রার কথা। এবার আসা যাক আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে! কারণ মাথায় রাখতে হবে যে, ফ্রিজে খাবার তাজা রাখার জন্য ফ্রিজ পরিষ্কার রাখার চেষ্টা করা আবশ্যক। ফ্রিজের কোন অংশে যেন ছত্রাক জমতে না পারে, সেদিকে লক্ষ্য রাখা উচিত। এখানেই শেষ নয়, ফ্রিজ সম্পূর্ণ ভাবে ভর্তি রাখা চলবে না। এতে বাতাস চলাচল বাধাপ্রাপ্ত হয়।
advertisement