একধাক্কায় অনেকটাই দাম কমল Redmi K20 Pro-এর, কিনে ফেলুন এই সুযোগেই
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জেনে নিন Redmi K20 Pro-এর স্পেসিফিকেশন আর নতুন দাম
এক ধাক্কায় ২,০০০ টাকা করে দাম কমল Xiaomi-র জনপ্রিয় স্মার্টফোন Redmi K20 Pro-এর। ট্যুইটারে Xiaomi প্রধান মনু কুমার জৈন Redmi K20 Pro ফোনের সস্তা হওয়ার খবর সামনে এনেছেন। এখন Redmi K20 Pro-এর 6GB + 128GB ভেরিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা যা আগে ছিল ২৬,৯৯৯ টাকা। ট্যুইটে তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে জিএসটির কারণে সাময়িকভাবে ফোনটির দাম কমানো হয়েছে।
advertisement
এই প্রোমোশন ডিসকাউন্টি শুধুমাত্র 6GB + 128GB ভেরিয়েন্টের জন্য। 8GB + 256GB মডেলের দাম কমায়নি কোম্পানি। এই ভেরিয়েন্টি কিনতে গেলে গ্রাহককে খরচ করতে হবে ২৯,৯৯৯ টাকা। এই অফারটি পাওয়া যাচ্ছে ৮ জুলাই থেকে। ফ্লিপকার্ট আর অ্যামাজনে 6GB + 128GB মডেলটি সস্তায় পাওয়া যাচ্ছিল ১৩ জুলাই পর্যন্ত কিন্তু mi.com এখনও সস্তায় পাওয়া যাচ্ছে ফোনের এই ভেরিয়েন্টটি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement