একধাক্কায় অনেকটাই দাম কমল Redmi K20 Pro-এর, কিনে ফেলুন এই সুযোগেই

Last Updated:
জেনে নিন Redmi K20 Pro-এর স্পেসিফিকেশন আর নতুন দাম
1/7
এক ধাক্কায় ২,০০০ টাকা করে দাম কমল Xiaomi-র জনপ্রিয় স্মার্টফোন Redmi K20 Pro-এর। ট্যুইটারে Xiaomi প্রধান মনু কুমার জৈন Redmi K20 Pro ফোনের সস্তা হওয়ার খবর সামনে এনেছেন। এখন Redmi K20 Pro-এর 6GB + 128GB ভেরিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা যা আগে ছিল ২৬,৯৯৯ টাকা। ট্যুইটে তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে  জিএসটির কারণে সাময়িকভাবে ফোনটির দাম কমানো হয়েছে।
এক ধাক্কায় ২,০০০ টাকা করে দাম কমল Xiaomi-র জনপ্রিয় স্মার্টফোন Redmi K20 Pro-এর। ট্যুইটারে Xiaomi প্রধান মনু কুমার জৈন Redmi K20 Pro ফোনের সস্তা হওয়ার খবর সামনে এনেছেন। এখন Redmi K20 Pro-এর 6GB + 128GB ভেরিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা যা আগে ছিল ২৬,৯৯৯ টাকা। ট্যুইটে তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে জিএসটির কারণে সাময়িকভাবে ফোনটির দাম কমানো হয়েছে।
advertisement
2/7
এই প্রোমোশন ডিসকাউন্টি শুধুমাত্র 6GB + 128GB ভেরিয়েন্টের জন্য। 8GB + 256GB মডেলের দাম কমায়নি কোম্পানি। এই ভেরিয়েন্টি কিনতে গেলে গ্রাহককে খরচ করতে হবে ২৯,৯৯৯ টাকা। এই অফারটি পাওয়া যাচ্ছে ৮ জুলাই থেকে। ফ্লিপকার্ট আর অ্যামাজনে  6GB + 128GB মডেলটি সস্তায় পাওয়া যাচ্ছিল ১৩ জুলাই পর্যন্ত কিন্তু mi.com এখনও সস্তায় পাওয়া যাচ্ছে ফোনের এই ভেরিয়েন্টটি।
এই প্রোমোশন ডিসকাউন্টি শুধুমাত্র 6GB + 128GB ভেরিয়েন্টের জন্য। 8GB + 256GB মডেলের দাম কমায়নি কোম্পানি। এই ভেরিয়েন্টি কিনতে গেলে গ্রাহককে খরচ করতে হবে ২৯,৯৯৯ টাকা। এই অফারটি পাওয়া যাচ্ছে ৮ জুলাই থেকে। ফ্লিপকার্ট আর অ্যামাজনে 6GB + 128GB মডেলটি সস্তায় পাওয়া যাচ্ছিল ১৩ জুলাই পর্যন্ত কিন্তু mi.com এখনও সস্তায় পাওয়া যাচ্ছে ফোনের এই ভেরিয়েন্টটি।
advertisement
3/7
Redmi K20 Pro-তে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে, যার ডিসপ্লে রেজোলুশন 91.9 শতাংশ । ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
Redmi K20 Pro-তে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে, যার ডিসপ্লে রেজোলুশন 91.9 শতাংশ । ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
advertisement
4/7
ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। ফোনের ভিতরে Qualcomm Snapdragon 855 SoC, 8GB RAM আর 256GB স্টোরেজ।
ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। ফোনের ভিতরে Qualcomm Snapdragon 855 SoC, 8GB RAM আর 256GB স্টোরেজ।
advertisement
5/7
ছবি তোলার জন্য Redmi K20 Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল shooter। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
ছবি তোলার জন্য Redmi K20 Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল shooter। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
advertisement
6/7
Redmi K20 Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনে আরও রয়েছে ডুয়াল সিম, USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC।
Redmi K20 Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনে আরও রয়েছে ডুয়াল সিম, USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC।
advertisement
7/7
Redmi K20 হচ্ছে K20 Pro ফোনটির হালকা ভার্সন। K20-তে সব Pro-এর ফিচার রয়েছে প্রসেসর ছাড়া। Redmi K20 ফোনে থাকছে Snapdragon 730 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ
Redmi K20 হচ্ছে K20 Pro ফোনটির হালকা ভার্সন। K20-তে সব Pro-এর ফিচার রয়েছে প্রসেসর ছাড়া। Redmi K20 ফোনে থাকছে Snapdragon 730 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ
advertisement
advertisement
advertisement