Realme C53: ১০৮ এমপি ক্যামেরার Realme ফোন মাত্র ৮,৯৯৯ টাকায়! দেখে নিন কোথায় কীভাবে পাবেন বিশেষ ছাড়
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Ankita Tripathi
Last Updated:
এই ফোনের কেনাকাটা ২৬ জুলাই দুপুর ১২টায় realme.com এবং Flipkart-এ শুরু হবে।
জনপ্রিয় কোম্পানি Realme ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির সি সিরিজের প্রতিটি ফোনের মতো Realme C53-ও একটি বাজেট রেঞ্জের ফোন। কোম্পানি এর প্রাথমিক দাম ৯,৯৯৯ টাকা রেখেছে। এই ফোনের সবথেকে বিশেষ বিষয় হল এত কম দামে এর ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। এই প্রসঙ্গে জেনে রাখা প্রয়োজন যে, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ করা সমস্ত ফোনের দাম ১৫,০০০ টাকার উপরে। Realme-এর এই লেটেস্ট ফোনে ব্যবহার করা হয়েছে ৫০০০ mAh ব্যাটারি।
advertisement
Realme C53 কোম্পানি দুটি ভ্যারিয়েন্ট মডেল লঞ্চ করেছে। এর ৪ জিবি + ১২৮ জিবির দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা এবং এর ৬ জিবি + ৬৪ জিবির দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা। এই ফোনটি চ্যাম্পিয়ন গোল্ডেন এবং চ্যাম্পিয়ন ব্ল্যাক রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। এই ফোনের কেনাকাটা ২৬ জুলাই দুপুর ১২টায় realme.com এবং Flipkart-এ শুরু হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







