Realme 11X 5G: আগেভাগেই অর্ডার করুন Realme-এর এই নতুন ফোন! প্রি-অর্ডারে থাকছে দারুণ সব উপহার
- Written by:Trending Desk
- trending desk
- Edited by:Ankita Tripathi
Last Updated:
Realme 11 এবং Realme 11x ফোনের প্রি-অর্ডার ২৩ অগাস্ট শুরু হবে এবং ২৮ অগাস্ট পর্যন্ত চলবে।
advertisement
কোম্পানি নিশ্চিত করেছে যে, Realme 11 5G এবং Realme 11x 5G ভারতে ২৩ অগাস্ট ১২টায় লঞ্চ করা হবে। উভয় ফোনের সামনে ক্যামেরার জন্য ডিসপ্লের শীর্ষে একটি পাঞ্চ-হোল স্লটের ব্যবহার করা হয়েছে। অন্য দিকে, ফোনের ব্যাক প্যানেলে একটি ঝলমলে ফিনিশের ব্যবহার করা হয়েছে এবং উপরের বামদিকে LED ফ্ল্যাশ ইউনিট সহ একটি বড় বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা যাবে।
advertisement
একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, Realme 11 এবং Realme 11x ফোনের প্রি-অর্ডার ২৩ অগাস্ট শুরু হবে এবং ২৮ অগাস্ট পর্যন্ত চলবে। যে গ্রাহকরা বেস ভ্যারিয়েন্টের প্রি-অর্ডার করবেন, তাঁরা বিনামূল্যে ১২৯৯ টাকা মূল্যের একটি Realme Buds Wireless 2 Neo পাবেন৷ এছাড়াও যে সকল গ্রাহক Realme 11x ফোনের প্রি-অর্ডার করবেন, তাঁরা বিনামূল্যে ৫৯৯ টাকা মুল্যের Realme Buds 2 পেয়ে যাবেন।
advertisement
advertisement
Realme 11 ফোনে একটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার সেন্সর রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে, যা একটি LED ফ্ল্যাশ ইউনিট যুক্ত। এছাড়াও এই ফোনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সরের পাশাপাশি, একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকতে পারে। অন্য দিকে, Realme 11x ফোনে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের সেলফি সেন্সর রয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
Realme 11 5G ফোনে থাকতে পারে ৬৭W SuperVOOC তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্য দিকে, Realme 11x মডেলটি ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত হতে পারে। দুটি ফোনেই ৫০০০ mAh ব্যাটারি ব্যবহার করা হতে পারে। Android ১৩ ভিত্তিক Realme UI যুক্ত এই দুটি ফোনেই 5G, 4G LTE, ব্লুটুথ, NFC, GPS এবং USB Type-C কানেকটিভিটি থাকতে পারে। সিকিউরিটির জন্য উভয় ফোনেই সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হতে পারে।