Realme 11 Pro 5G: ২০০ মেগাপিক্সেলের সেরা ক্যামেরা, দেশের বাজারে আসতে চলেছে Realme-র চমক দেওয়া ফোন!
- Published by:Ankita Tripathi
- trending desk
Last Updated:
Realme কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করতে চলেছে Realme 11 Pro 5G সিরিজের ফোন। কোম্পানির তরফে সোশ্যাল মিডিয়ায় এই তথ্য জানানো হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অন্য দিকে Realme 11 Pro+ ফোনের পিছনে ২০০ MP প্রাইমারি ক্যামেরা, ৮ MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির তোলার জন্য এই ফোনে একটি ৩২ MP ক্যামেরা রয়েছে। ব্যাটারি হিসাবে দুটি ফোনেই ৫০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কিন্তু, Realme 11 Pro ফোন ৬৭ W ফাস্ট চার্জিং যুক্ত এবং Realme 11 Pro+ ফোন ১০০ W চার্জিং যুক্ত।