Realme 11 Pro 5G: ২০০ মেগাপিক্সেলের সেরা ক্যামেরা, দেশের বাজারে আসতে চলেছে Realme-র চমক দেওয়া ফোন!

Last Updated:
Realme কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করতে চলেছে Realme 11 Pro 5G সিরিজের ফোন। কোম্পানির তরফে সোশ্যাল মিডিয়ায় এই তথ্য জানানো হয়েছে।
1/7
 যাঁরা আধুনিক ক্যামেরাযুক্ত ফোন কেনার কথা চিন্তা করছেন, তাঁদের জন্য রয়েছে সুখবর। কারণ জনপ্রিয় কোম্পানি Realme ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে এমনই একটি স্মার্টফোন। Realme কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করতে চলেছে Realme 11 Pro 5G সিরিজের ফোন।
যাঁরা আধুনিক ক্যামেরাযুক্ত ফোন কেনার কথা চিন্তা করছেন, তাঁদের জন্য রয়েছে সুখবর। কারণ জনপ্রিয় কোম্পানি Realme ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে এমনই একটি স্মার্টফোন। Realme কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করতে চলেছে Realme 11 Pro 5G সিরিজের ফোন।
advertisement
2/7
কোম্পানির তরফে সোশ্যাল মিডিয়ায় এই তথ্য জানানো হয়েছে। সম্প্রতি চিনে লঞ্চ করা হয়েছে Realme 11 Pro 5G সিরিজের ফোন। এই সিরিজের দুটি মডেল অর্থাৎ Realme 11 Pro এবং Realme 11 Pro+ চিনে লঞ্চ করা হয়েছে। Realme 11 Pro+-র বিশেষ বিষয় হল এতে একটি ২০০ MP ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
কোম্পানির তরফে সোশ্যাল মিডিয়ায় এই তথ্য জানানো হয়েছে। সম্প্রতি চিনে লঞ্চ করা হয়েছে Realme 11 Pro 5G সিরিজের ফোন। এই সিরিজের দুটি মডেল অর্থাৎ Realme 11 Pro এবং Realme 11 Pro+ চিনে লঞ্চ করা হয়েছে। Realme 11 Pro+-র বিশেষ বিষয় হল এতে একটি ২০০ MP ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
advertisement
3/7
Realme নিশ্চিত করেছে যে Realme 11 Pro 5G সিরিজ ভারতে জুন মাসে লঞ্চ করা হবে। এছাড়া কোম্পানি তাদের নতুন সিরিজের ফোন সম্পর্কে অন্য কোনও তথ্য দেয়নি। কিন্তু, আশা করা হচ্ছে ভারতে লঞ্চ করা নতুন সিরিজের এই ফোনের ফিচার, চিনে লঞ্চ করা ফোনের মতোই হতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের সমস্ত খুঁটিনাটি।
Realme নিশ্চিত করেছে যে Realme 11 Pro 5G সিরিজ ভারতে জুন মাসে লঞ্চ করা হবে। এছাড়া কোম্পানি তাদের নতুন সিরিজের ফোন সম্পর্কে অন্য কোনও তথ্য দেয়নি। কিন্তু, আশা করা হচ্ছে ভারতে লঞ্চ করা নতুন সিরিজের এই ফোনের ফিচার, চিনে লঞ্চ করা ফোনের মতোই হতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের সমস্ত খুঁটিনাটি।
advertisement
4/7
Realme-র তরফে ইতিমধ্যেই বেশ কিছু টিজারও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এই ফোনের পিছনে একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল রয়েছে। একই সঙ্গে কোম্পানির আরেকটি টিজারে ২০০ MP ক্যামেরার উল্লেখ করা হয়েছে। এর ফলে মনে করা হচ্ছে যে, নতুন ফোনগুলির ফিচার চাইনিজ ভ্যারিয়েন্টের মতোই হতে পারে।
Realme-র তরফে ইতিমধ্যেই বেশ কিছু টিজারও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এই ফোনের পিছনে একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল রয়েছে। একই সঙ্গে কোম্পানির আরেকটি টিজারে ২০০ MP ক্যামেরার উল্লেখ করা হয়েছে। এর ফলে মনে করা হচ্ছে যে, নতুন ফোনগুলির ফিচার চাইনিজ ভ্যারিয়েন্টের মতোই হতে পারে।
advertisement
5/7
Realme 11 Pro এবং Realme 11 Pro+ ফোনের চিনা ভ্যারিয়েন্টের ফিচার সম্পর্কে কথা বলতে গেলে বলতে হয় যে, দুটি ফোনই ১০ মে চিনে লঞ্চ করা হয়েছিল। এই ফোনে ৩৬০ Hz টাচ স্যাম্পলিং রেট সহ একটি ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ (১০৮০x২৪১২ পিক্সেল) কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
Realme 11 Pro এবং Realme 11 Pro+ ফোনের চিনা ভ্যারিয়েন্টের ফিচার সম্পর্কে কথা বলতে গেলে বলতে হয় যে, দুটি ফোনই ১০ মে চিনে লঞ্চ করা হয়েছিল। এই ফোনে ৩৬০ Hz টাচ স্যাম্পলিং রেট সহ একটি ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ (১০৮০x২৪১২ পিক্সেল) কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
advertisement
6/7
এই দুটি ফোনেই অক্টা-কোর ৬ nm মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর Mali-G68 GPU এবং ১২ GB পর্যন্ত RAM দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য, Realme 11 Pro-এর পিছনে ১০০ MP প্রাইমারি ক্যামেরা এবং ২ MP সেকেন্ডারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনে ১৬ MP ক্যামেরা দেওয়া হয়েছে।
এই দুটি ফোনেই অক্টা-কোর ৬ nm মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর Mali-G68 GPU এবং ১২ GB পর্যন্ত RAM দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য, Realme 11 Pro-এর পিছনে ১০০ MP প্রাইমারি ক্যামেরা এবং ২ MP সেকেন্ডারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনে ১৬ MP ক্যামেরা দেওয়া হয়েছে।
advertisement
7/7
অন্য দিকে Realme 11 Pro+ ফোনের পিছনে ২০০ MP প্রাইমারি ক্যামেরা, ৮ MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির তোলার জন্য এই ফোনে একটি ৩২ MP ক্যামেরা রয়েছে।   ব্যাটারি হিসাবে দুটি ফোনেই ৫০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কিন্তু, Realme 11 Pro ফোন ৬৭ W ফাস্ট চার্জিং যুক্ত এবং Realme 11 Pro+ ফোন ১০০ W চার্জিং যুক্ত।
অন্য দিকে Realme 11 Pro+ ফোনের পিছনে ২০০ MP প্রাইমারি ক্যামেরা, ৮ MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির তোলার জন্য এই ফোনে একটি ৩২ MP ক্যামেরা রয়েছে। ব্যাটারি হিসাবে দুটি ফোনেই ৫০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কিন্তু, Realme 11 Pro ফোন ৬৭ W ফাস্ট চার্জিং যুক্ত এবং Realme 11 Pro+ ফোন ১০০ W চার্জিং যুক্ত।
advertisement
advertisement
advertisement