ডিলিট করা মেসেজ পড়া ও আরও অনেক কিছু! হোয়াটসঅ্যাপে আসতে চলেছে একগুচ্ছ নয়া ফিচার

Last Updated:
1/7
অনেক সময়ই আমরা ভুল করে অন্য কাউকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে দিই তবে সেক্ষেত্রে আপনি "Delete for Everyone" অপশনের সাহায্যে এই মেসেজটি ডিলিট করে দিতে পারেন ।
অনেক সময়ই আমরা ভুল করে অন্য কাউকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে দিই তবে সেক্ষেত্রে আপনি "Delete for Everyone" অপশনের সাহায্যে এই মেসেজটি ডিলিট করে দিতে পারেন ।
advertisement
2/7
কিন্তু জানেন কি ডিলিট হয়ে যাওয়া মেসেজও আপনি পড়তে পারবেন । জেনে নিন কিভাবে পড়বেন ।
কিন্তু জানেন কি ডিলিট হয়ে যাওয়া মেসেজও আপনি পড়তে পারবেন । জেনে নিন কিভাবে পড়বেন ।
advertisement
3/7
কোনও মেসেজ ডিলিট করে দেওয়া হলে সেখানে 'This message has been deleted'-দেখানো হয়। তবে একটি থার্ড পার্টি অ্যাপের (Notification History) সাহায্যে এই মেসেজ আপনি পড়তে পারবেন । এই অ্যাপ মূলত আপনার ফোন নোটিফিকেশন অ্যাক্সেসের মাধ্যমে আপনাকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ পড়তে সাহায্য করবে ।
কোনও মেসেজ ডিলিট করে দেওয়া হলে সেখানে 'This message has been deleted'-দেখানো হয়। তবে একটি থার্ড পার্টি অ্যাপের (Notification History) সাহায্যে এই মেসেজ আপনি পড়তে পারবেন । এই অ্যাপ মূলত আপনার ফোন নোটিফিকেশন অ্যাক্সেসের মাধ্যমে আপনাকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ পড়তে সাহায্য করবে ।
advertisement
4/7
এছাড়াও এইমুহূর্তে আরও ৪টি নতুন ফিচার আনার উদ্দেশ্যে কাজ করছে হোয়াটসঅ্যাপ । এদের মধ্যে একটি হল কোনও ছবি পাঠানো হলে আপনি নোটিফিকেশন বারেই সেই ছবিটি বড় আকারে দেখতে পাবেন । তবে এই অপশন ভিডিও ও GIF এর ক্ষেত্রে প্রযোজ্য নয় ।
এছাড়াও এইমুহূর্তে আরও ৪টি নতুন ফিচার আনার উদ্দেশ্যে কাজ করছে হোয়াটসঅ্যাপ । এদের মধ্যে একটি হল কোনও ছবি পাঠানো হলে আপনি নোটিফিকেশন বারেই সেই ছবিটি বড় আকারে দেখতে পাবেন । তবে এই অপশন ভিডিও ও GIF এর ক্ষেত্রে প্রযোজ্য নয় ।
advertisement
5/7
অনেকদিন থেকেই শোনা গিয়েছে হোয়াটসঅ্যাপে আসতে চলেছে স্টিকার অপশন যা ফেসবুকে ইতিমধ্যেই রয়েছে । এই মুহূর্তে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে ।
অনেকদিন থেকেই শোনা গিয়েছে হোয়াটসঅ্যাপে আসতে চলেছে স্টিকার অপশন যা ফেসবুকে ইতিমধ্যেই রয়েছে । এই মুহূর্তে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে ।
advertisement
6/7
এছাড়াও আরো দুটি ফিচার আনতে চলেছে- সোয়াইপ ট্যু রিপ্লাই ও ডার্ক মোড । সোয়াইপ টু রিপ্লাই অপশনের মাধ্যমে আপনি ডানদিকে সোয়াইপ করেই রিপ্লাই করতে পারবেন ।
এছাড়াও আরো দুটি ফিচার আনতে চলেছে- সোয়াইপ ট্যু রিপ্লাই ও ডার্ক মোড । সোয়াইপ টু রিপ্লাই অপশনের মাধ্যমে আপনি ডানদিকে সোয়াইপ করেই রিপ্লাই করতে পারবেন ।
advertisement
7/7
এছাড়াও ডার্ক মোড ফিচারের সাহায্যে আপনি অন্ধকারেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন ও এক্ষেত্রে চোখের উপর স্ট্রেস কম পড়বে ।
এছাড়াও ডার্ক মোড ফিচারের সাহায্যে আপনি অন্ধকারেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন ও এক্ষেত্রে চোখের উপর স্ট্রেস কম পড়বে ।
advertisement
advertisement
advertisement