'ডিলিট ফর এভরিওয়ান' করলেও দেখা যাবে WhatsApp মেসেজ! কোনও অ্যাপ লাগবে না...কী ভাবে পড়বেন?
- Published by:Tias Banerjee
Last Updated:
Whatsapp Message: আপনি কি জানেন, হোয়াটসঅ্যাপে ডিলিট করা সেই মেসেজও কিছু সময়ের জন্য দেখা যেতে পারে? মেসেজ ডিলিট হয়ে গেলেও, ফোনে তার একটা ছাপ রয়ে যায়। জানেন, সেই ডিলিট হওয়া মেসেজ কী ভাবে আবার পড়া যায়?
বর্তমানে WhatsApp একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ, যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই অ্যাপে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য একাধিক ফিচার রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফিচার হল ‘Delete for Everyone’। এই ফিচারের মাধ্যমে আপনি ভুল করে পাঠানো মেসেজ মুছে ফেলতে পারেন। একবার ডিলিট করলে, যাঁকে মেসেজ পাঠানো হয়েছে, তিনিও আর সেই মেসেজ পড়তে পারবেন না।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement