সবচেয়ে বড় PUBG MOBILE প্রতিযোগিতা, জিতলেই ১.৫ কোটি

Last Updated:
1/9
দেশে ক্রমশ জনপ্রিয় হচ্ছে পাবজি (প্লেয়ার আননোনস ব্যাটেল গ্রাউন্ডস) মোবাইল গেম। মাঝে মধ্যেই কোথাও না কোথাও অনুষ্ঠিত হচ্ছে এই গেমের প্রতিযোগিতা। এবার সেই লক্ষ্যেই অনুষ্ঠিত হতে চলেছে দেশের মধ্যে সবথেকে বড় পাবজি প্রতিযোগিতা।
দেশে ক্রমশ জনপ্রিয় হচ্ছে পাবজি (প্লেয়ার আননোনস ব্যাটেল গ্রাউন্ডস) মোবাইল গেম। মাঝে মধ্যেই কোথাও না কোথাও অনুষ্ঠিত হচ্ছে এই গেমের প্রতিযোগিতা। এবার সেই লক্ষ্যেই অনুষ্ঠিত হতে চলেছে দেশের মধ্যে সবথেকে বড় পাবজি প্রতিযোগিতা।
advertisement
2/9
এই টুর্নামেন্টের জন্য Oppo-র সঙ্গে হাত মিলিয়েছে জনপ্রিয় এই গেম। প্রতিযোগিতা জিতলে পাওয়া যাবে ১.৫ কোটি টাকা।
এই টুর্নামেন্টের জন্য Oppo-র সঙ্গে হাত মিলিয়েছে জনপ্রিয় এই গেম। প্রতিযোগিতা জিতলে পাওয়া যাবে ১.৫ কোটি টাকা।
advertisement
3/9
১ জুলাই থেকে শুরু হয়েছে The PUBG MOBILE India Tour 2019, আর দেশের সব পাবজি খেলোয়াড়া এতে অংশগ্রহণ করতে পারবেন।  নাম নথিভুক্ত করার জন্য কোনও ফি দিতে হবে না।
১ জুলাই থেকে শুরু হয়েছে The PUBG MOBILE India Tour 2019, আর দেশের সব পাবজি খেলোয়াড়া এতে অংশগ্রহণ করতে পারবেন। নাম নথিভুক্ত করার জন্য কোনও ফি দিতে হবে না।
advertisement
4/9
পাবজি মোবাইল টিম জানিয়েছে যে ৪ মাস ধরে চলবে এই ইভেন্ট। আর এই ইভেন্ট দেশের এখনো পর্যন্ত আয়োজিত সবচেয়ে বড় ই-স্পোর্টস ইভেন্ট।
পাবজি মোবাইল টিম জানিয়েছে যে ৪ মাস ধরে চলবে এই ইভেন্ট। আর এই ইভেন্ট দেশের এখনো পর্যন্ত আয়োজিত সবচেয়ে বড় ই-স্পোর্টস ইভেন্ট।
advertisement
5/9
অক্টোবর মাসে এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে হবে আয়োজিত হবে কলকাতায়। রিজিওনাল ফাইনালস খেলা হবে জয়পুর, গুয়াহাটি, পুনে আর ভাইজ্যাগে।
অক্টোবর মাসে এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে হবে আয়োজিত হবে কলকাতায়। রিজিওনাল ফাইনালস খেলা হবে জয়পুর, গুয়াহাটি, পুনে আর ভাইজ্যাগে।
advertisement
6/9
ইন-গেম কোয়ালিফায়ার ফেজ থেকে পয়েন্টস অনুযায়ী ৫০০ টিম কে অনলাইন প্লে-অফের জন্য সিলেক্ট করা হবে। তারপর এর থেকে ২০টি টিমকে বেছে নেওয়া হবে যাদের মধ্যে ফাইনাল খেলা হবে।
ইন-গেম কোয়ালিফায়ার ফেজ থেকে পয়েন্টস অনুযায়ী ৫০০ টিম কে অনলাইন প্লে-অফের জন্য সিলেক্ট করা হবে। তারপর এর থেকে ২০টি টিমকে বেছে নেওয়া হবে যাদের মধ্যে ফাইনাল খেলা হবে।
advertisement
7/9
প্রথেক গ্রুপ থেকে ৪টি করে টিম সিলেক্ট করা হবে যারা  PUBG MOBILE India Tour-এর গ্র্যান্ড ফিনালেতে খেলায় সুযোগ পাবে।
প্রথেক গ্রুপ থেকে ৪টি করে টিম সিলেক্ট করা হবে যারা PUBG MOBILE India Tour-এর গ্র্যান্ড ফিনালেতে খেলায় সুযোগ পাবে।
advertisement
8/9
যেই ৬৪ টিম এই টুর্নামেন্ট থেকে বাদ যাবে তাঁরা আবার একবার সুযোগ পাবে ফিনালেতে খেলার, ওয়াইল্ড কার্ড এন্ট্রির সাহায্যে।
যেই ৬৪ টিম এই টুর্নামেন্ট থেকে বাদ যাবে তাঁরা আবার একবার সুযোগ পাবে ফিনালেতে খেলার, ওয়াইল্ড কার্ড এন্ট্রির সাহায্যে।
advertisement
9/9
গেমের প্রথেকটি ক্যাটেগরিতে রয়েছে উফার।
গেমের প্রথেকটি ক্যাটেগরিতে রয়েছে উফার।
advertisement
advertisement
advertisement