গত বুধবার, ২ সেপ্টেম্বর, PUBG-সহ ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার। আজ, গুগল প্লে স্টোর আর অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হল PUBG Mobile এবং PUBG Mobile Lite গেমদুটিকে। এদেশে PUBG-র প্রায় ৩৫ মিলিয়ন ইউজারবেস ছিল। গেমটি ব্যান হওয়ায় গেমারদের মনখারাপ। তবে পাবজির বিকল্প বেশ কিছু গেমস আছে সেগুলি খেলতে পারেন গেমাররা। জেনে নিন PUBG-র কিছু বিকল্প গেমগুলি সম্পর্কে