অনেক সময় একই মডেলের অনেক গাড়িতে সমস্যা থাকলে রিকল করে সংস্থা। আবার অনেক সময় কাস্টমার-এর কথা পাত্তাই দেয় না সার্ভিস সেন্টার। ভুগতে হয় গাড়ির মালিককে। সেক্ষেত্রে গাড়ির মালিক অভিযোগ দায়ের করলে MoTH সেটা পর্যবেক্ষণ ও পরীক্ষা করে দেখবে। তার পর সেই গাড়ি রিকল করতে হবে সংস্থাকে।