টাকা তুলতে ব্যাঙ্কে এখন অনেকেই আর যান না। এটিএম কাজটা সহজ করে দিয়েছে। তবে অনেকেই এটিএম থেকে টাকা তুলে একটা কাজ করতে ভুলে যান।
2/ 5
অনেকেই টাকা তোলার পর এটিএম-এ ক্যানসেল বোতাম টিপে দেন। যদিও সেটা সব সময় না টিপলেও সমস্যা হবে না।
3/ 5
ব্যাঙ্ক-এর তরফে জানানো হয়, এটিএমে টাকা তোলার প্রসেস শেষ হলে মেশিন নিজে থেকেই সব তথ্য ডিলিট করে দেয়। সেক্ষেত্রে আপনি ক্যানসেল বোতাম না টিপলেও সমস্যা হবে না।
4/ 5
তবে অনেক সময় কিছু এটিএমে টাকা তোলার পরও স্ক্রিনে অপশন আসে, আপনি ট্রানজাকশন জারি রাখতে চান কি না! তখন আপনি ক্যানসেল বোতাম না টিপলে সমস্যা হতে পারে।
5/ 5
তবে আপনার ট্রানজাকশন শেষ হওয়ার পর যদি এটিএমের হোম স্ক্রিন চলে আসে, তা হলে আপনি ক্যানসেল বোতাম না টিপলেও কোনও সমস্যা হবে না।
এটিএম থেকে টাকা তুলে এই বোতামটা টেপেন তো? বড় বিপদ হতে পারে, সাবধান
ব্যাঙ্ক-এর তরফে জানানো হয়, এটিএমে টাকা তোলার প্রসেস শেষ হলে মেশিন নিজে থেকেই সব তথ্য ডিলিট করে দেয়। সেক্ষেত্রে আপনি ক্যানসেল বোতাম না টিপলেও সমস্যা হবে না।