Predict Your Death: আগে থেকে জানতে পারবেন নিজের মৃত্যুর দিন! কী ঘটতে চলেছে ভবিষ্যতে? জানুন এখুনি
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Predict Your Death: চমকে যাবেন! এবার আপনি নিজেই জেনে নিতে পারবেন কত দিন বাঁচবেন! অথবা আপনার ভাগ্য কেমন যাবে, বিয়ে কবে? সব জানুন
advertisement
এখন বিজ্ঞানীরা একটি নতুন কম্পিউটার টুল তৈরি করেছেন যা মানুষের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অনুমান করতে পারে যে কখন সেই ব্যক্তি মারা যেতে পারেন৷ ডেনমার্কে, বিজ্ঞানীরা কারও জীবনে কী ঘটতে পারে তা অনুমান করতে কম্পিউটার এবং বিভিন্ন মানুষের কাছ থেকে প্রচুর তথ্য ব্যবহার করছেন৷ তাঁরা তাঁদের প্রজেক্টকে life2vec বলে অভিহিত করেছেন। তাঁরা দেখানোর চেষ্টা করছেন যে প্রযুক্তি কতটা আশ্চর্যজনক হতে পারে, কিন্তু এই প্রজেক্ট সফল হলে এর বিপদ সম্পর্কেও সতর্ক করছেন মানুষকে।photo source collected
advertisement
ডেনমার্কের টেকনিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক সুনে লেহম্যান ব্যাখ্যা করেছেন যে, তাঁদের প্রকল্পটি মানুষের জীবন সম্পর্কে সব ধরনের অনুমান করতে পারে যদি তাদের কাছে যথেষ্ট তথ্য থাকে। এটি এমন এমন জিনিস অনুমান করতে পারে যেমন কারও স্থূলতা বা ক্যানসারের মতো স্বাস্থ্য সমস্যা থাকতে পারে, বা এমনকি তারা আর্থিক ভাবে কতটা সফল হবেন সেটিও। সিস্টেমটি কিছুটা ChatGPT-এর মতোও কাজ করে, কিন্তু চ্যাট করার পরিবর্তে, এটি মানুষের জন্ম কবে, কোন স্কুলে পড়েছেন এই সব বিষয়গুলি গ্রহণ করে।photo source collected
advertisement
advertisement
advertisement
life2vec প্রজেক্টটি প্রায় ৬ মিলিয়ন ডেনিশ অধিবাসীর তথ্য দেখে। এটি কেবল তাদের জীবনে তারা যা করেছে তা দেখে এবং পরবর্তীতে কী হতে পারে তা অনুমান করার চেষ্টা করে। তবে কেউ শীঘ্রই মারা যেতে পারেন কি না তা অনুমান করার ক্ষেত্রে এটি ৭৮ শতাংশ সফল। গবেষকরা বলছেন, ৩৫ থেকে ৬৫ বছর বয়সীরাই তাঁদের মৃত্যু সম্পর্কে জানতে আগ্রহী।photo source collected