এবার সরাসরি ভোটের ফলাফল জানা যাবে You Tube-এ

Last Updated:
1/5
অপেক্ষায় আর মাত্র কিছুখন। 23 মে সকাল ৭টা থেকে শুরু হবে ভোট গণনা। এবার ভারতীয়দের কাছে নির্বাচনের ফলাফল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রসার ভারতী আর Google।  আপনি ঘরে বসে YouTube-এ সরাসরি দেখতে পাবেন লোকসভা নির্বাচন ফলাফল।
অপেক্ষায় আর মাত্র কিছুখন। 23 মে সকাল ৭টা থেকে শুরু হবে ভোট গণনা। এবার ভারতীয়দের কাছে নির্বাচনের ফলাফল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রসার ভারতী আর Google। আপনি ঘরে বসে YouTube-এ সরাসরি দেখতে পাবেন লোকসভা নির্বাচন ফলাফল।
advertisement
2/5
YouTube-এ একটি লাইভ স্ট্রিম তৈরী করার কাজ করছে Google আর প্রসার ভারতী। প্রসার ভারতীর শশী শেখর ভেম্পতি জানিয়েছে, “ভারতে যে কোন যায়গা থেকে YouTube ওয়াবসাইট বা অ্যাপ ওপেন করলেই সবার উপরে DD News এর লাইভ দেখা যাবে।”
YouTube-এ একটি লাইভ স্ট্রিম তৈরী করার কাজ করছে Google আর প্রসার ভারতী। প্রসার ভারতীর শশী শেখর ভেম্পতি জানিয়েছে, “ভারতে যে কোন যায়গা থেকে YouTube ওয়াবসাইট বা অ্যাপ ওপেন করলেই সবার উপরে DD News এর লাইভ দেখা যাবে।”
advertisement
3/5
এরফলে খুব সহজেই সব নাগরিকের কাছে  সঠিক খবর পৌঁছে যাবে।  এর আগে দেখা গিয়েছে যে প্রথম 2-3 ঘন্টায় অনেক ভুল খবর প্রচার হয়, যা এবার আর হবে না, জানিয়েছেন ভেম্পতি।
এরফলে খুব সহজেই সব নাগরিকের কাছে সঠিক খবর পৌঁছে যাবে। এর আগে দেখা গিয়েছে যে প্রথম 2-3 ঘন্টায় অনেক ভুল খবর প্রচার হয়, যা এবার আর হবে না, জানিয়েছেন ভেম্পতি।
advertisement
4/5
“একাধিক ভাষায় ভারতবাসীর কাছে ভোটের ফলাফল পৌঁছে দিতে এই উদ্যোগ বড় ভুমিকা নেবে। এর সাথেই খুব সহজে ভারতবাসীর কাছে সঠিক তথ্যও পৌঁছে যাবে। আর এই প্রথম এমন কোন জোট দেখা গিয়েছে  Google আর প্রসার ভারতীর মধ্যে ” বলেন ভেম্বতি।
“একাধিক ভাষায় ভারতবাসীর কাছে ভোটের ফলাফল পৌঁছে দিতে এই উদ্যোগ বড় ভুমিকা নেবে। এর সাথেই খুব সহজে ভারতবাসীর কাছে সঠিক তথ্যও পৌঁছে যাবে। আর এই প্রথম এমন কোন জোট দেখা গিয়েছে Google আর প্রসার ভারতীর মধ্যে ” বলেন ভেম্বতি।
advertisement
5/5
২৩ মে সারাদিন এই ফিচারটি  একটিভ থাকবে YouTube-এ ।
২৩ মে সারাদিন এই ফিচারটি একটিভ থাকবে YouTube-এ ।
advertisement
advertisement
advertisement