Portable Air Conditioner: ডাবল ধামাকা! হু হু করে ঠান্ডা হবে ঘর! এই Portable এসি জ্বালাবে আলোও! দামও দুর্ধর্ষ সস্তা!

Last Updated:
Portable Air Conditioner: গরমে সামান্য স্বস্তির স্বাদ নিতে অনেকেই বাড়িতে AC চালাচ্ছেন। কারও আবার ভরসা হাই-স্পিড ফ্যান। কিন্তু এসি কেনার সাধ থাকলেও বিরাট অঙ্কের টাকা খরচ করে রাতারাতি বাড়িতে এয়ার কন্ডিশনার নিয়ে আসার সাধ্য নেই অনেকের।
1/10
মার্চ শেষ হতে না হতেই এপ্রিল-মে-জুনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই মরশুমে গত বছরের তুলনায় আরও গরম পড়ার সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। গ্রীষ্মপ্রধান দেশ ভারতে তাই ইতিমধ্যেই সিলিং ফ্যান, এসি, কুলারের বাজার গরম।
মার্চ শেষ হতে না হতেই এপ্রিল-মে-জুনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই মরশুমে গত বছরের তুলনায় আরও গরম পড়ার সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। গ্রীষ্মপ্রধান দেশ ভারতে তাই ইতিমধ্যেই সিলিং ফ্যান, এসি, কুলারের বাজার গরম।
advertisement
2/10
গরমে সামান্য স্বস্তির স্বাদ নিতে অনেকেই বাড়িতে AC চালাচ্ছেন। কারও আবার ভরসা হাই-স্পিড ফ্যান। কিন্তু এসি কেনার সাধ থাকলেও বিরাট অঙ্কের টাকা খরচ করে রাতারাতি বাড়িতে এয়ার কন্ডিশনার নিয়ে আসার সাধ্য নেই অনেকের।
গরমে সামান্য স্বস্তির স্বাদ নিতে অনেকেই বাড়িতে AC চালাচ্ছেন। কারও আবার ভরসা হাই-স্পিড ফ্যান। কিন্তু এসি কেনার সাধ থাকলেও বিরাট অঙ্কের টাকা খরচ করে রাতারাতি বাড়িতে এয়ার কন্ডিশনার নিয়ে আসার সাধ্য নেই অনেকের।
advertisement
3/10
সেই জন্য বাজার ছেয়েছে মিনি অর্থাৎ পোর্টেবল এসি। বড় এয়ার কন্ডিশনার কেনার ক্ষমতা নেই এমন মানুষ সেই তাঁদের জন্যই মার্কেটে রয়েছে একাধিক Portable AC। ছোট্ট এসিগুলির দাম যদিও অতটা বেশি হয় না।
সেই জন্য বাজার ছেয়েছে মিনি অর্থাৎ পোর্টেবল এসি। বড় এয়ার কন্ডিশনার কেনার ক্ষমতা নেই এমন মানুষ সেই তাঁদের জন্যই মার্কেটে রয়েছে একাধিক Portable AC। ছোট্ট এসিগুলির দাম যদিও অতটা বেশি হয় না।
advertisement
4/10
পোর্টেবল এসির দাম কুলার বা সিলিং ফ্যানের চেয়ে একটু বেশি হলেও, তাদের সঙ্গে আবার EMI অফারও মেলে Amazon, Flipkart-এর মতো ই-কমার্স প্ল্যাটফর্মে।
পোর্টেবল এসির দাম কুলার বা সিলিং ফ্যানের চেয়ে একটু বেশি হলেও, তাদের সঙ্গে আবার EMI অফারও মেলে Amazon, Flipkart-এর মতো ই-কমার্স প্ল্যাটফর্মে।
advertisement
5/10
তেমনই একটি পোর্টেবল এসি হল 3 Speed Low Noise Mini Air Conditioner। এই পোর্টেবল এসি আপনি Amazon থেকে কিনতে পারবেন। এর দাম ১৮,৭৩৮ টাকা হলেও ৭৪ % ছাড়ে আপনি এটিকে মাত্র ৪,৮১০ টাকায় বাড়ি নিয়ে আসতে পারবেন।
তেমনই একটি পোর্টেবল এসি হল 3 Speed Low Noise Mini Air Conditioner। এই পোর্টেবল এসি আপনি Amazon থেকে কিনতে পারবেন। এর দাম ১৮,৭৩৮ টাকা হলেও ৭৪ % ছাড়ে আপনি এটিকে মাত্র ৪,৮১০ টাকায় বাড়ি নিয়ে আসতে পারবেন।
advertisement
6/10
কী বিশেষত্ব রয়েছে? এই Portable AC-তে রয়েছে একটি 500ml ওয়াটার ট্যাঙ্ক। সেই ট্যাঙ্ক একবার ভর্তি করলে ৩ ঘণ্টা থেকে ৫ ঘণ্টা পর্যন্ত কাজ করে। যদিও ওয়াটার ট্যাঙ্কটি কতক্ষণ কাজ করবে, তা নির্ভর করবে মিনি এয়ার কন্ডিশনারটির ফ্যানের স্পিডের উপরে।
কী বিশেষত্ব রয়েছে? এই Portable AC-তে রয়েছে একটি 500ml ওয়াটার ট্যাঙ্ক। সেই ট্যাঙ্ক একবার ভর্তি করলে ৩ ঘণ্টা থেকে ৫ ঘণ্টা পর্যন্ত কাজ করে। যদিও ওয়াটার ট্যাঙ্কটি কতক্ষণ কাজ করবে, তা নির্ভর করবে মিনি এয়ার কন্ডিশনারটির ফ্যানের স্পিডের উপরে।
advertisement
7/10
ক্রেতা চাইলে এই মিনি এসির ট্যাঙ্কে আইস ব্লকও রাখতে পারেন। Noise Mini AC ব্যবহার করাও খুব সহজ। জল ভরে, সুইচ অন করলেই চলতে শুরু করবে এই পোর্টেবল এসি।
ক্রেতা চাইলে এই মিনি এসির ট্যাঙ্কে আইস ব্লকও রাখতে পারেন। Noise Mini AC ব্যবহার করাও খুব সহজ। জল ভরে, সুইচ অন করলেই চলতে শুরু করবে এই পোর্টেবল এসি।
advertisement
8/10
ফিচার ও স্পেসিফিকেশন কেমন?  এই পোর্টেবল এসিতে রয়েছে 3 Wind Speed। পাশাপাশি রয়েছে নাইট লাইট, যা সাতটি ভিন্ন রংয়ের আলো দিতে পারে। মিনি এয়ার কন্ডিশনারটির আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, ঠান্ডা বাতাস প্রবাহের সময় এটি এক ফোঁটাও আওয়াজ করবে না।
ফিচার ও স্পেসিফিকেশন কেমন? এই পোর্টেবল এসিতে রয়েছে 3 Wind Speed। পাশাপাশি রয়েছে নাইট লাইট, যা সাতটি ভিন্ন রংয়ের আলো দিতে পারে। মিনি এয়ার কন্ডিশনারটির আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, ঠান্ডা বাতাস প্রবাহের সময় এটি এক ফোঁটাও আওয়াজ করবে না।
advertisement
9/10
এই AC চালানোর সময় দুটি টাইমিংয়ের মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারেন। তার একটি ১ ঘণ্টার জন্য এবং অপরটি ৪ ঘণ্টার জন্য। মাল্টি ফাংশনের এই AC কুলিং, হিউমিডিফিকেশন এবং পিউরিফিকেশনের কাজও করে।
এই AC চালানোর সময় দুটি টাইমিংয়ের মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারেন। তার একটি ১ ঘণ্টার জন্য এবং অপরটি ৪ ঘণ্টার জন্য। মাল্টি ফাংশনের এই AC কুলিং, হিউমিডিফিকেশন এবং পিউরিফিকেশনের কাজও করে।
advertisement
10/10
EMI এর সুবিধে : পুরো টাকা দিয়ে আপনি যদি এই পোর্টেবল AC না কিনতে পারেন তাহলে চমৎকার EMI অফারও আপনি পেয়ে যাবেন Amazon-এ। EMI অফারে এই মিনি এয়ার কন্ডিশনারের জন্য আপনাকে প্রতি মাসে ২৩০ টাকা করে খরচ করতে হবে। রয়েছে ২৪ মাস পর্যন্ত শোধ করার সুবন্দোবস্ত।
EMI এর সুবিধে : পুরো টাকা দিয়ে আপনি যদি এই পোর্টেবল AC না কিনতে পারেন তাহলে চমৎকার EMI অফারও আপনি পেয়ে যাবেন Amazon-এ। EMI অফারে এই মিনি এয়ার কন্ডিশনারের জন্য আপনাকে প্রতি মাসে ২৩০ টাকা করে খরচ করতে হবে। রয়েছে ২৪ মাস পর্যন্ত শোধ করার সুবন্দোবস্ত।
advertisement
advertisement
advertisement