Phone Charging Tips: মাত্র এক ঘণ্টায় আইফোনে ফুল চার্জ! জেনে রাখুন এই বিশেষ পদ্ধতি
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Phone Charging Tips: জরুরী প্রয়োজন। বাইরে বেরতে হবে, কিন্তু ফোনে চার্জ নেই। এই পরিস্থিতিতে কী করলে ফোন দ্রুত চার্জ উঠবে? অনেকেই এই প্রশ্ন করেন। আসলে চার্জ ওঠার নিজস্ব গতি রয়েছে। সেটাকে কী আদৌ বাড়ানো যায়? হ্যাঁ, যায়।
advertisement
advertisement
advertisement
ফোনের জন্য সঠিক চার্জার ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইফোনের ক্ষেত্রেও একই কথা খাটে। USB-C কেবল সহ 20W পাওয়ার অ্যাডাপ্টরের মাধ্যমে আইফোন ১৫-এ সবচেয়ে দ্রুত চার্জ করা যায়। আইফোন ৮ বা তার পরের মডেলের আইফোনে ফাস্ট চার্জারের মাধ্যমে মাত্র আধ ঘণ্টায় ৫০ শতাংশ চার্জ দেওয়া যায়। এক ঘণ্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement