Password Leak Alert: ১৬০০ কোটি পাসওয়ার্ড ফাঁস! আপনারটা নেই তো? বিরাট আশঙ্কায় কী পরামর্শ Google-এর? এখনই সতর্ক হন
- Reported by:Trending Desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Password Leak Alert: বিশ্বের সবচেয়ে বড় ডেটা ফাঁস! ইন্টারনেটে ফাঁস হয়েছে প্রায় ১৬ বিলিয়ন পাসওয়ার্ড; আপনার Facebook, Instagram আর Gmail-এর পাসওয়ার্ড লিক হয়েছে কি না, বুঝবেন কীভাবে ?
এক ব্যাপক ডেটা ব্রিচ বা তথ্য লঙ্ঘনের বিষয়ে সতর্ক করেছেন নিরাপত্তা গবেষকরা। এই তথ্য লঙ্ঘনের ফলে গোটা বিশ্বের প্রায় ১৬ মিলিয়ন লগ-ইন ক্রেডেনশিয়াল বিপদের মুখে পড়ে গিয়েছে। ফাঁস হওয়া ডেটা আবার Google, Facebook, Apple এবং অন্যান্য অগণিত পরিষেবার মতো ডেটা প্ল্যাটফর্মে ইউজার ডেটা ছড়িয়ে দিয়েছে। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে চলা গবেষণায় এই বিষয়টি প্রথম আবিষ্কার করেছেন CyberNews গবেষকরা। আর এটাই ইতিহাসের সবথেকে বড় ক্রেডেনশিয়াল লিক বলে আখ্যা পেয়েছে।
advertisement
ছড়িয়ে পড়া ডেটার আকার নাটকীয় ভাবে পরিবর্তিত হয়েছে - লক্ষ লক্ষ রেকর্ড ধারণকারী ছোট কালেকশনগুলি থেকে শুরু করে ৩.৫ বিলিয়নেরও বেশি সার্টিফিকেট ধারণকারী বিশাল ডেটাবেস পর্যন্ত। চুরি হওয়া বিপুল পরিমাণ তথ্যভাণ্ডার লকডাউন করার আগে অসুরক্ষিত ডেটাবেসের মাধ্যমে অল্প সময়ের জন্য অ্যাক্সেসযোগ্য ছিল, যদিও গবেষকরা এর মালিকদের শনাক্ত করতে পারেননি। সবথেকে বড় উদ্বেগের বিষয় হল, ভার্চুয়াল ভাবে সমস্ত ডেটাসেট আগে রিপোর্ট করা হয়নি। মে মাসে Wired ম্যাগাজিন কর্তৃক এর আগে মাত্র ১৮৪ মিলিয়ন ডলারের একটি ডেটাবেস প্রকাশ করা হয়েছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









