অনলাইনে ছড়িয়ে পড়েছে ৩০০ কোটিরও বেশি ই-মেইলের পাসওয়ার্ড, আপনি সুরক্ষিত তো?
Last Updated:
জানা গিয়েছে, এক অনলাইন হ্যাকিং ফোরামে ৩.২ বিলিয়নেরও বেশি ই-মেইল ও পাসওয়ার্ড ফাঁস হয়েছে
advertisement
জানা গিয়েছে, এক অনলাইন হ্যাকিং ফোরামে ৩.২ বিলিয়নেরও বেশি ই-মেইল ও পাসওয়ার্ড ফাঁস হয়েছে। এই তথ্যের মধ্যে রয়েছে Netflix, LinkedIn, Bitcoin-সহ একাধিক অ্যাপের ইউজার নেম, ই-মেইল ও পাসওয়ার্ড। প্রথমে ১৫০০ কোটি মানুষের Netflix ও LinkedIn-এর তথ্য ফাঁস হয়েছে। সেখান থেকে প্রায় ৩০০ কোটি মানুষের ই-মেল আইডি ও পাসওয়ার্ড হ্যাক হয়েছে।
advertisement
পরিস্থিতির মোকাবিলায় এ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সাইবার বিভাগের তরফে একটি কমিটিও গঠন করা হয়েছে। সূত্রে খবর, আগামী একমাসের মধ্যে এ নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করবে সংশ্লিষ্ট কমিটি। তবে, জানা যাচ্ছে, ওই তথ্য নিয়ে ইতিমধ্যেই কাজ করা শুরু করেছে প্রতারকরা। তারা এই তথ্যের ভিত্তিতে অন্যান্য অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা করছে।
advertisement
advertisement
টেক-বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে বড়সড় সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা। অনেক ব্যবহারকারী রয়েছেন, যাঁরা সমস্ত সাইট, অ্যাপ, সোশাল মিডিয়ার জন্য একই পাসওয়ার্ড রাখেন। অর্থাৎ Google-এ যে লগ-ইন পাসওয়ার্ড রয়েছে, Netflix-এ সেই একই পাসওয়ার্ড রয়েছে। এক্ষেত্রে হ্যাকাররা একবার একটি পাসওয়ার্ড জেনে গেলে সংশ্লিষ্ট ব্যবহারকারীর বাকি অ্যাকাউন্টগুলিও সহজেই হ্যাক করে নেয়। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বিপদ থেকে বাঁচার জন্য যতটা সম্ভব আলাদা ও ভিন্ন ধরনের পাসওয়ার্ড রাখতে হবে। প্রতিটি পাসওয়ার্ড স্ট্রং রয়েছে কি না, তা দেখতে হবে। যদি সম্ভব হয়, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল করে রাখতে হবে। এ ক্ষেত্রে অনেকটা নিরাপদ থাকা যায়।
advertisement
advertisement