ইন্টারনেটে বিকোচ্ছে ১ লাখ ভারতীয়ের আধার, প্যান, পাসপোর্ট! আপনার পরিচয়পত্র এর মধ্যে নেই তো?

Last Updated:
মোট নথির পরিমাণ প্রায় ১০০ গিগাবাইট, বিটকয়েনসের হিসেব তার দাম ৪,৮০০ ডলার হতে পারে।
1/5
সর্বনেশে খবর ৷ এক লক্ষেরও বেশি ভারতীয়র আধার, প্যান ও পাসপোর্টের সব তথ্য সহ স্ক্যান কপি ডার্কনেটে বিক্রির জন্য রাখা হয়েছে ৷ সাইবার সিকিউরিটি ফার্ম সাইবল (Cyble) এই মারাত্মক খবর দিয়েছে ৷ মোট নথির পরিমাণ প্রায় ১০০ গিগাবাইট
সর্বনেশে খবর ৷ এক লক্ষেরও বেশি ভারতীয়র আধার, প্যান ও পাসপোর্টের সব তথ্য সহ স্ক্যান কপি ডার্কনেটে বিক্রির জন্য রাখা হয়েছে ৷ সাইবার সিকিউরিটি ফার্ম সাইবল (Cyble) এই মারাত্মক খবর দিয়েছে ৷ মোট নথির পরিমাণ প্রায় ১০০ গিগাবাইট
advertisement
2/5
সাইবলের এই রিপোর্ট অনুসারে এই বিপুল পরিমাণে ডেটা লিক বা পরিংসংখ্যান লিক হয়েছে থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে হয়েছে কোনও সরকারি তথ্যভান্ডার থেকে নয় ৷ বিভিন্ন চুরি ছাড়াও এই বিপুল পরিমাণ তথ্যভান্ডার থেকে প্রাপ্ত ইনফরমেশন থেকে আতঙ্কবাদী হামলা সহ আরও ভয়ানক কার্যকলাপের জন্য ব্যবহার হয় ৷ যে পরিমাণ তথ্য রয়েছে বিটকয়েনসের হিসেব তার দাম ৪,৮০০ ডলার হতে পারে।
সাইবলের এই রিপোর্ট অনুসারে এই বিপুল পরিমাণে ডেটা লিক বা পরিংসংখ্যান লিক হয়েছে থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে হয়েছে কোনও সরকারি তথ্যভান্ডার থেকে নয় ৷ বিভিন্ন চুরি ছাড়াও এই বিপুল পরিমাণ তথ্যভান্ডার থেকে প্রাপ্ত ইনফরমেশন থেকে আতঙ্কবাদী হামলা সহ আরও ভয়ানক কার্যকলাপের জন্য ব্যবহার হয় ৷ যে পরিমাণ তথ্য রয়েছে বিটকয়েনসের হিসেব তার দাম ৪,৮০০ ডলার হতে পারে।
advertisement
3/5
কারণ বিভিন্ন ধরণের গুরুত্বপূর্ণ এই ডেটা বিভিন্ন অবৈধ কাজে ব্যবহৃত হয় ৷ Dark Net - মজুত থাকা এই পরিসংখ্যান সম্ভবত কোনও কেওয়াইসি স্টোর থেকে লিক হয়েছে ৷ কারণ যেখান থেকে এই তথ্যগুলি সামনে এসেছে সেখানে প্যান-আধার ও পাসপোর্টের স্ক্যান কপি রয়েছে৷
কারণ বিভিন্ন ধরণের গুরুত্বপূর্ণ এই ডেটা বিভিন্ন অবৈধ কাজে ব্যবহৃত হয় ৷ Dark Net - মজুত থাকা এই পরিসংখ্যান সম্ভবত কোনও কেওয়াইসি স্টোর থেকে লিক হয়েছে ৷ কারণ যেখান থেকে এই তথ্যগুলি সামনে এসেছে সেখানে প্যান-আধার ও পাসপোর্টের স্ক্যান কপি রয়েছে৷
advertisement
4/5
ডার্কনেটে ইন্টারনেটের সেই অংশ যা সাধারণ সার্চ ইঞ্জিনের মতো সহজে পাওয়া যায় না ৷ এই স্তরে ঢুকে কোনও তথ্য বার করতে হলে বিশেষ সফটওয়্যারের সাহায্য লাগে ৷
ডার্কনেটে ইন্টারনেটের সেই অংশ যা সাধারণ সার্চ ইঞ্জিনের মতো সহজে পাওয়া যায় না ৷ এই স্তরে ঢুকে কোনও তথ্য বার করতে হলে বিশেষ সফটওয়্যারের সাহায্য লাগে ৷
advertisement
5/5
ভারতের বিভিন্ন আলাদা আলাদা জায়গা থেকে এক লক্ষের থেকে অধিক লোকের তথ্য লিক হয়ে গেছে ৷ সাইবেলের প্রাপ্ত তথ্য অনুযায়ী এই এক লক্ষ ডকুমেন্ট ভারতীয়দের ৷ এই সমস্ত ডকুমেন্ট স্ক্যান কপি হিসেবে রয়েছে ৷ তবে কোন কোম্পানির থেকে এই কেওয়াইসি বেরিয়ে এসেছে তা নিয়ে প্রশ্ন থাকছে ৷
ভারতের বিভিন্ন আলাদা আলাদা জায়গা থেকে এক লক্ষের থেকে অধিক লোকের তথ্য লিক হয়ে গেছে ৷ সাইবেলের প্রাপ্ত তথ্য অনুযায়ী এই এক লক্ষ ডকুমেন্ট ভারতীয়দের ৷ এই সমস্ত ডকুমেন্ট স্ক্যান কপি হিসেবে রয়েছে ৷ তবে কোন কোম্পানির থেকে এই কেওয়াইসি বেরিয়ে এসেছে তা নিয়ে প্রশ্ন থাকছে ৷
advertisement
advertisement
advertisement