ইন্টারনেটে বিকোচ্ছে ১ লাখ ভারতীয়ের আধার, প্যান, পাসপোর্ট! আপনার পরিচয়পত্র এর মধ্যে নেই তো?
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
মোট নথির পরিমাণ প্রায় ১০০ গিগাবাইট, বিটকয়েনসের হিসেব তার দাম ৪,৮০০ ডলার হতে পারে।
advertisement
সাইবলের এই রিপোর্ট অনুসারে এই বিপুল পরিমাণে ডেটা লিক বা পরিংসংখ্যান লিক হয়েছে থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে হয়েছে কোনও সরকারি তথ্যভান্ডার থেকে নয় ৷ বিভিন্ন চুরি ছাড়াও এই বিপুল পরিমাণ তথ্যভান্ডার থেকে প্রাপ্ত ইনফরমেশন থেকে আতঙ্কবাদী হামলা সহ আরও ভয়ানক কার্যকলাপের জন্য ব্যবহার হয় ৷ যে পরিমাণ তথ্য রয়েছে বিটকয়েনসের হিসেব তার দাম ৪,৮০০ ডলার হতে পারে।
advertisement
advertisement
advertisement