চলতি মাসের ২৬ তারিখেই যে সব iPhone আর iPad iOS 14.5 অপারেটিং সিস্টেমে চলে, সেখানে এসে গিয়েছে এই বিশেষ ফিচার। এবার থেকে তাদের ব্যবহারকারীরা থার্ড পার্টি অ্যাপের সঙ্গে নিজেদের ডেটা শেয়ার করবেন কি না, সেই সিদ্ধান্ত থাকবে সম্পূর্ণ তাঁদের হাতে। এই অধিকার তুলে দিচ্ছে সংস্থার নয়া App Tracking Transparency ফিচার।
যখন কোনও অ্যাপ খোলা হবে, তখন স্ক্রিনে একটা পপ-আপ ভেসে উঠবে iOS 14.5 অপারেটিং সিস্টেম সমৃদ্ধ iPhone আর iPad-এ। অ্যাপ যখন ব্যবহারকারীর কাছে ডেটা শেয়ার করার অপশন চায়, তখন মাত্র দুই অপশন থাকে- Allow আর Cancel। Cancel করে দিলে অ্যাপ কাজ করে না। কিন্তু এক্ষেত্রে সেটা হবে না। থাকবে Ask App Not To Track অপশন। সেটায় ক্লিক করলে অ্যাপ কাজ করবে, কিন্তু ব্যক্তিগত তথ্য শেয়ার না করলেও চলবে।
এত দিন পর্যন্ত ডেভেলপাররা নানা টুলের মাধ্যমে ফোন মারফত পাওয়া ইউজারের ডেটা ট্র্যাক করতে পারত। এই সব ডেটা এবং তার মতো ডেটা মিলিয়ে অ্যাডভারটাইজাররা তৈরি করত একটা ইউজার প্রোফাইল। এই প্রোফাইলের সাহায্যে নানা রকম অ্যাড ইউজারদের কাছে পাঠানো হত। Cos-ও একই ভাবে এর আগে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ বিশেষ কিছু মার্কেটিং সেগমেন্টকে বিক্রি করেছে। এই ভাবেই এত দিন পর্যন্ত অ্যাপের ডেটা শেয়ারিং কাজ করত।
Apple-এর এই নতুন ফিচার এবার এই সিস্টেমকে আমূল বদলে দিল। ইউজার যদি Ask App Not To Track অপশন বেছে নেন, তাহলে সংস্থার IDFA সিস্টেম দিয়েই হোক কী নিজেদের সিস্টেম দিয়েই হোক, থার্ড পার্টি অ্যাপগুলো আর ইউজারের ডেটা ট্র্যাক করতে পারবে না। ফলে, ব্যক্তিগত তথ্য বিক্রি করার পথটিও চিরতরে বন্ধ হয়ে যাবে বলাই যায়।