WhatsApp-এর নয়া আপডেট! বড় গ্রুপ নিজে থেকেই মিউট করে দেবে নোটিফিকেশন
- Published by:Ananya Chakraborty
Last Updated:
WhatsApp নোটিফিকেশন কমাতে স্বয়ংক্রিয়ভাবে বড় গ্রুপ চ্যাট মিউট করার কাজ করছে।
WhatsApp যেন দিন দিন আরও বেশি করে নিত্যজীবনের অংশ হয়ে উঠছে। বিদেশে থাকা বন্ধুর সঙ্গে যোগাযোগ থেকে বাজারের ফর্দ, WhatsApp প্রায় আঠার মতো জুড়ে রেখেছে জীবন। কিন্তু তা বলে কী সমস্যা নেই! না চাইলেও ঢুকে পড়তে হয় WhatsApp গ্রুপে, আর তার প্রতি মুহূর্তের নোটিফিকেশনের বাজনা, ভুক্তভোগীর অজানা নয় সে যাতনা। কাজকর্ম শিকেয় তুলে নোটিফিকেশন ডিলিট করতেই যে লেগে যায় ঘণ্টাখানেক!
advertisement
advertisement
advertisement
এই বিষয়ে জানিয়ে WABetaInfo একটি প্রতিবেদনে বলেছে, "WhatsApp গুগল প্লে বিটা প্রোগ্রামের মাধ্যমে একটি নতুন আপডেট ২.২২.২৩.৯ ভার্সনে নিয়ে আসছে৷ এই আপডেটে নতুন কী আছে? WhatsApp বড় গ্রুপ চ্যাটগুলি স্বয়ংক্রিয়ভাবে মিউট করার জন্য কাজ করছে৷ কাজ করছে অ্যাপের ভবিষ্যতের আপডেট নোটিফিকেশন কমাতে সাহায্য করতে!"
advertisement
advertisement
advertisement
advertisement
কোনও গ্রুপ মিউট করার উপায় আগেও ছিল। যার ফলে, কেউ একটি নির্দিষ্ট সময়ের জন্য কোনও গ্রুপের নোটিফিকেশন মিউট করতে পারতেন, যাতে মেসেজ এলেও ফোন ভাইব্রেট করবে না বা শব্দ করবে না। মিউট করা চ্যাটে পাঠানো মেসেজগুলি WhatsApp আইকনে ব্যাজ কাউন্টেও দেখাবে না যদি না চ্যাটে কাউকে উল্লেখ না করা হয় বা উত্তর না দেওয়া হয়।
advertisement
