WhatsApp-এর নয়া আপডেট! বড় গ্রুপ নিজে থেকেই মিউট করে দেবে নোটিফিকেশন

Last Updated:
WhatsApp নোটিফিকেশন কমাতে স্বয়ংক্রিয়ভাবে বড় গ্রুপ চ্যাট মিউট করার কাজ করছে।
1/9
WhatsApp যেন দিন দিন আরও বেশি করে নিত্যজীবনের অংশ হয়ে উঠছে। বিদেশে থাকা বন্ধুর সঙ্গে যোগাযোগ থেকে বাজারের ফর্দ, WhatsApp প্রায় আঠার মতো জুড়ে রেখেছে জীবন। কিন্তু তা বলে কী সমস্যা নেই! না চাইলেও ঢুকে পড়তে হয় WhatsApp গ্রুপে, আর তার প্রতি মুহূর্তের নোটিফিকেশনের বাজনা, ভুক্তভোগীর অজানা নয় সে যাতনা। কাজকর্ম শিকেয় তুলে নোটিফিকেশন ডিলিট করতেই যে লেগে যায় ঘণ্টাখানেক!
WhatsApp যেন দিন দিন আরও বেশি করে নিত্যজীবনের অংশ হয়ে উঠছে। বিদেশে থাকা বন্ধুর সঙ্গে যোগাযোগ থেকে বাজারের ফর্দ, WhatsApp প্রায় আঠার মতো জুড়ে রেখেছে জীবন। কিন্তু তা বলে কী সমস্যা নেই! না চাইলেও ঢুকে পড়তে হয় WhatsApp গ্রুপে, আর তার প্রতি মুহূর্তের নোটিফিকেশনের বাজনা, ভুক্তভোগীর অজানা নয় সে যাতনা। কাজকর্ম শিকেয় তুলে নোটিফিকেশন ডিলিট করতেই যে লেগে যায় ঘণ্টাখানেক!
advertisement
2/9
তবে এবার সে সমস্যার কিছুটা সুরাহা হল বলে। WhatsApp একটি আপডেট নিয়ে কাজ করছে, যার ফলে বড় গ্রুপ চ্যাটগুলির নোটিফিকেশন কমাতে নিজে থেকেই চ্যাটগুলিকে মিউট করে দেবে। স্বাভাবিক ভাবে কোনও ব্যক্তির থেকে বা গ্রুপে কোনও বার্তা পেলে অনলাইন মেসেজিং অ্যাপ্লিকেশনটি নোটিফিকেশনের মাধ্যমে জানান দেয়।
তবে এবার সে সমস্যার কিছুটা সুরাহা হল বলে। WhatsApp একটি আপডেট নিয়ে কাজ করছে, যার ফলে বড় গ্রুপ চ্যাটগুলির নোটিফিকেশন কমাতে নিজে থেকেই চ্যাটগুলিকে মিউট করে দেবে। স্বাভাবিক ভাবে কোনও ব্যক্তির থেকে বা গ্রুপে কোনও বার্তা পেলে অনলাইন মেসেজিং অ্যাপ্লিকেশনটি নোটিফিকেশনের মাধ্যমে জানান দেয়।
advertisement
3/9
দেয়। তবে বড় গ্রুপ চ্যাটের নোটিফিকেশনের বহর কখনও কখনও বিরক্তিকর হয়ে পড়ে। সেই কথা চিন্তা করে, WhatsApp নোটিফিকেশন কমাতে স্বয়ংক্রিয়ভাবে বড় গ্রুপ চ্যাট মিউট করার কাজ করছে।
দেয়। তবে বড় গ্রুপ চ্যাটের নোটিফিকেশনের বহর কখনও কখনও বিরক্তিকর হয়ে পড়ে। সেই কথা চিন্তা করে, WhatsApp নোটিফিকেশন কমাতে স্বয়ংক্রিয়ভাবে বড় গ্রুপ চ্যাট মিউট করার কাজ করছে।
advertisement
4/9
এই বিষয়ে জানিয়ে WABetaInfo একটি প্রতিবেদনে বলেছে, "WhatsApp গুগল প্লে বিটা প্রোগ্রামের মাধ্যমে একটি নতুন আপডেট ২.২২.২৩.৯ ভার্সনে নিয়ে আসছে৷ এই আপডেটে নতুন কী আছে? WhatsApp বড় গ্রুপ চ্যাটগুলি স্বয়ংক্রিয়ভাবে মিউট করার জন্য কাজ করছে৷ কাজ করছে অ্যাপের ভবিষ্যতের আপডেট নোটিফিকেশন কমাতে সাহায্য করতে!"
এই বিষয়ে জানিয়ে WABetaInfo একটি প্রতিবেদনে বলেছে, "WhatsApp গুগল প্লে বিটা প্রোগ্রামের মাধ্যমে একটি নতুন আপডেট ২.২২.২৩.৯ ভার্সনে নিয়ে আসছে৷ এই আপডেটে নতুন কী আছে? WhatsApp বড় গ্রুপ চ্যাটগুলি স্বয়ংক্রিয়ভাবে মিউট করার জন্য কাজ করছে৷ কাজ করছে অ্যাপের ভবিষ্যতের আপডেট নোটিফিকেশন কমাতে সাহায্য করতে!"
advertisement
5/9
উল্লেখ্য যে, ২০২২ সালের জুন মাসে, WhatsApp জানিয়েছিল যে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ব্যবহারকারীই একটি গ্রুপে ৫১২ জনকে যুক্ত করতে পারবেন, যা পরবর্তীতে ১০২৪ জন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।
উল্লেখ্য যে, ২০২২ সালের জুন মাসে, WhatsApp জানিয়েছিল যে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ব্যবহারকারীই একটি গ্রুপে ৫১২ জনকে যুক্ত করতে পারবেন, যা পরবর্তীতে ১০২৪ জন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।
advertisement
6/9
ক্রমাগত নোটিফিকেশন পাওয়া বন্ধ করতে ম্যানুয়ালি WhatsApp ব্যবহারকারীরা গ্রুপ নোটিফিকেশনগুলি মিউট করতে পারেন। কিন্তু, এখন WhatsApp এমন একটি বৈশিষ্ট্যে কাজ করছে যা ভবিষ্যতের আপডেটের জন্য অবিলম্বে নোটিফিকেশন কমাতে সাহায্য করবে এবং নিজে থেকেই বড় গ্রুপকে মিউট করবে।
ক্রমাগত নোটিফিকেশন পাওয়া বন্ধ করতে ম্যানুয়ালি WhatsApp ব্যবহারকারীরা গ্রুপ নোটিফিকেশনগুলি মিউট করতে পারেন। কিন্তু, এখন WhatsApp এমন একটি বৈশিষ্ট্যে কাজ করছে যা ভবিষ্যতের আপডেটের জন্য অবিলম্বে নোটিফিকেশন কমাতে সাহায্য করবে এবং নিজে থেকেই বড় গ্রুপকে মিউট করবে।
advertisement
7/9
একটি স্ক্রিনশট শেয়ার করে WABetaInfo তার প্রতিবেদনে বলেছে, "যে গ্রুপে যোগদানকারীর সংখ্যা ৫১২ জনের বেশি হলে, সেই গ্রুপটি নিজে থেকেই মুটে হয়ে থাকবে। নোটিফিকেশন পেতে হলে, গ্রুপটিকে আনমিউট করতে হবে। গ্রুপের এই স্বয়ংক্রিয় ব্যবস্থাটা বেশ দরকারি, কারণ এটি কিছু হলেও সময় বাঁচাবে।"
একটি স্ক্রিনশট শেয়ার করে WABetaInfo তার প্রতিবেদনে বলেছে, "যে গ্রুপে যোগদানকারীর সংখ্যা ৫১২ জনের বেশি হলে, সেই গ্রুপটি নিজে থেকেই মুটে হয়ে থাকবে। নোটিফিকেশন পেতে হলে, গ্রুপটিকে আনমিউট করতে হবে। গ্রুপের এই স্বয়ংক্রিয় ব্যবস্থাটা বেশ দরকারি, কারণ এটি কিছু হলেও সময় বাঁচাবে।"
advertisement
8/9
কোনও গ্রুপ মিউট করার উপায় আগেও ছিল। যার ফলে, কেউ একটি নির্দিষ্ট সময়ের জন্য কোনও গ্রুপের নোটিফিকেশন মিউট করতে পারতেন, যাতে মেসেজ এলেও ফোন ভাইব্রেট করবে না বা শব্দ করবে না। মিউট করা চ্যাটে পাঠানো মেসেজগুলি WhatsApp আইকনে ব্যাজ কাউন্টেও দেখাবে না যদি না চ্যাটে কাউকে উল্লেখ না করা হয় বা উত্তর না দেওয়া হয়।
কোনও গ্রুপ মিউট করার উপায় আগেও ছিল। যার ফলে, কেউ একটি নির্দিষ্ট সময়ের জন্য কোনও গ্রুপের নোটিফিকেশন মিউট করতে পারতেন, যাতে মেসেজ এলেও ফোন ভাইব্রেট করবে না বা শব্দ করবে না। মিউট করা চ্যাটে পাঠানো মেসেজগুলি WhatsApp আইকনে ব্যাজ কাউন্টেও দেখাবে না যদি না চ্যাটে কাউকে উল্লেখ না করা হয় বা উত্তর না দেওয়া হয়।
advertisement
9/9
কীভাবে ম্যানুয়ালি মিউট হবে গ্রুপের নোটিফিকেশন: হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট খুলে গ্রুপের অ্যাবাউট সেকশনে আলতো চাপ দিতে হবে অথবা চ্যাট ট্যাবে গ্রুপটিকে বাঁ দিকে সোয়াইপ করতে হবে। এবার স্ক্রল করে নিচে গেলে পাওয়া যাবে মিউট। সেখানে আলতো চাপ দিতে হবে৷ ব্যস, কেল্লা ফতে!
কীভাবে ম্যানুয়ালি মিউট হবে গ্রুপের নোটিফিকেশন: হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট খুলে গ্রুপের অ্যাবাউট সেকশনে আলতো চাপ দিতে হবে অথবা চ্যাট ট্যাবে গ্রুপটিকে বাঁ দিকে সোয়াইপ করতে হবে। এবার স্ক্রল করে নিচে গেলে পাওয়া যাবে মিউট। সেখানে আলতো চাপ দিতে হবে৷ ব্যস, কেল্লা ফতে!
advertisement
advertisement
advertisement