WAbetainfo-র রিপোর্ট অনুযায়ী WhatsApp এখনও তাদের নতুন ফিচার নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। কিন্তু, খুব তাড়াতাড়ি চালু করে দেওয়া হতে পারে WhatsApp এর নতুন ফিচার। সূত্রের খবর, নতুন এই ফিচার বেটা টেস্টারের মাধ্যমে চালু করা হবে না। একবার WhatsApp-এর নতুন ফিচার চালু হয়ে গেলে, WhatsApp এর তরফে আর দেখানো হবে না কে কোন গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছে। শুধু গ্রুপের অ্যাডমিনরা তা জানতে পারবেন।