WhatsApp-এ এবার চ্যাট করা যাবে নিজের সঙ্গে, তাও আবার বিভিন্ন ডিভাইস থেকে

Last Updated:
হোয়াটসঅ্যাপ এর নতুন এই ফিচারের সাহায্যে আপনি আপনার নম্বরেই মেসেজ করতে পারবেন
1/7
নিজেকেই নিজে পাঠানো যাবে মেসেজ! এমনই ফিচার কি এ বার আসতে চলেছে WhatsAppa-এ! তৈরি হচ্ছে তেমনই সম্ভাবনা। জানা গিয়েছে, WhatsApp আনতে চলেছে একটি নতুন ফিচার। এই নতুন ফিচার নিয়ে কাজ শুরু করছে তারা। এর ফলে ব্যবহারকারীরা তাদের WhatsApp অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা একাধিক ডিভাইস থেকে মেসেজ করতে পারবেন, তাও নিজেকে।
নিজেকেই নিজে পাঠানো যাবে মেসেজ! এমনই ফিচার কি এ বার আসতে চলেছে WhatsAppa-এ! তৈরি হচ্ছে তেমনই সম্ভাবনা। জানা গিয়েছে, WhatsApp আনতে চলেছে একটি নতুন ফিচার। এই নতুন ফিচার নিয়ে কাজ শুরু করছে তারা। এর ফলে ব্যবহারকারীরা তাদের WhatsApp অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা একাধিক ডিভাইস থেকে মেসেজ করতে পারবেন, তাও নিজেকে।
advertisement
2/7
এ বিষয়ে যদিও এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। WhatsApp-এর এই নতুন ফিচারটি আসলে ঠিক কেমন পরিষেবা দেবে তাও জানা যায়নি। তবে একটি নতুন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, যখন কোনও ব্যবহারকারী একটি PC, iOS এবং একটি Android ডিভাইসে তাঁর WhatsApp লিঙ্ক করবেন তখন, তাঁদের WhatsApp চ্যাট তালিকায় থাকবে নিজের নামও।
এ বিষয়ে যদিও এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। WhatsApp-এর এই নতুন ফিচারটি আসলে ঠিক কেমন পরিষেবা দেবে তাও জানা যায়নি। তবে একটি নতুন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, যখন কোনও ব্যবহারকারী একটি PC, iOS এবং একটি Android ডিভাইসে তাঁর WhatsApp লিঙ্ক করবেন তখন, তাঁদের WhatsApp চ্যাট তালিকায় থাকবে নিজের নামও।
advertisement
3/7
এই ফিচারটি নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে।  তবে WABetaInfo একটি প্রতিবেদনে দাবি করেছে, শীঘ্রই iOS এবং Android বিটা ভার্সনে এই ফিচারটি পরীক্ষামূলক ভাবে চালু করা হতে পারে।
এই ফিচারটি নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে WABetaInfo একটি প্রতিবেদনে দাবি করেছে, শীঘ্রই iOS এবং Android বিটা ভার্সনে এই ফিচারটি পরীক্ষামূলক ভাবে চালু করা হতে পারে।
advertisement
4/7
জানা গিয়েছে, যখন কোনও ব্যবহারকারী মোবাইল থেকে তাঁর WhatsApp অ্যাকাউন্টে লগ ইন করবেন, তখন তাদের নাম চ্যাট লিস্টের একেবারে উপরে দেখানো হবে। শুধু এ টুকুই নয়। আরও কিছু নতুন ভাবছে WhatsApp। এখনও পর্যন্ত কোনও WhatsApp-এর লিঙ্কড ডিভাইস (Linked Device) ফিচারে দ্বিতীয় মোবাইল (Secondary Mobile) যুক্ত করা যায় না।
জানা গিয়েছে, যখন কোনও ব্যবহারকারী মোবাইল থেকে তাঁর WhatsApp অ্যাকাউন্টে লগ ইন করবেন, তখন তাদের নাম চ্যাট লিস্টের একেবারে উপরে দেখানো হবে। শুধু এ টুকুই নয়। আরও কিছু নতুন ভাবছে WhatsApp। এখনও পর্যন্ত কোনও WhatsApp-এর লিঙ্কড ডিভাইস (Linked Device) ফিচারে দ্বিতীয় মোবাইল (Secondary Mobile) যুক্ত করা যায় না।
advertisement
5/7
এখনও এ বিষয়ে কিছুই নিশ্চিত করে জানা যায়নি। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই দ্বিতীয় মোবাইল সংযুক্তির বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ করতে চলেছে WhatsApp।
এখনও এ বিষয়ে কিছুই নিশ্চিত করে জানা যায়নি। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই দ্বিতীয় মোবাইল সংযুক্তির বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ করতে চলেছে WhatsApp।
advertisement
6/7
আশা করা যেতে পারে WhatsApp তার সমস্ত গ্রাহকের জন্য এই ফিচারটিকে আরও প্রাসঙ্গিক এবং উপযোগী করে তুলবে এবং সে জন্য প্রয়োজনীয় কিছু পরিবর্তন এবং সংযোজনও করবে। নিজের সঙ্গে চ্যাট করার মতো ফিচার ব্যবহারকারীদের খুবই সাহায্য করবে। বিশেষত যাঁরা দু’টি ডিভাইস ব্যবহার করতে চান তাঁদের প্রয়োজনীয় কাজের জন্য।
আশা করা যেতে পারে WhatsApp তার সমস্ত গ্রাহকের জন্য এই ফিচারটিকে আরও প্রাসঙ্গিক এবং উপযোগী করে তুলবে এবং সে জন্য প্রয়োজনীয় কিছু পরিবর্তন এবং সংযোজনও করবে। নিজের সঙ্গে চ্যাট করার মতো ফিচার ব্যবহারকারীদের খুবই সাহায্য করবে। বিশেষত যাঁরা দু’টি ডিভাইস ব্যবহার করতে চান তাঁদের প্রয়োজনীয় কাজের জন্য।
advertisement
7/7
পাশাপাশি, আগামী কয়েক মাসে WhatsApp আরও কিছু গোপনীয়তা-কেন্দ্রিক (Privacy) ফিচারও লঞ্চ করতে চলেছে।
পাশাপাশি, আগামী কয়েক মাসে WhatsApp আরও কিছু গোপনীয়তা-কেন্দ্রিক (Privacy) ফিচারও লঞ্চ করতে চলেছে।
advertisement
advertisement
advertisement