WhatsApp-এর একটিই অ্যাকাউন্ট লিঙ্ক করা যাবে দুই ফোনে, এক নজরে দেখে নিন সমস্ত খুঁটিনাটি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Whatsapp Update: জানা গিয়েছে যে WhatsApp এই মাল্টিডিভাইস সাপোর্ট ফিচার চালু করতে চলেছে ফোনে
বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হল WhatsApp। WhatsApp তাদের ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করে চলেছে একের পর এক নতুন ফিচার। WhatsApp ২০২১ সালে চালু করেছে মাল্টিডিভাইস সাপোর্ট ফিচার। এর মাধ্যমে ইউজাররা একই সময় বেশ কয়েকটি ডিভাইসে WhatsApp ব্যবহার করতে পারবে। কিন্তু এই ফিচারটি শুধু ব্যবহার করা যায় ডেক্সটপ এবং ল্যাপটপে। কিন্তু জানা গিয়েছে যে WhatsApp এই মাল্টিডিভাইস সাপোর্ট ফিচার চালু করতে চলেছে ফোনে।
advertisement
সুতরাং এর মাধ্যমে ইউজাররা খুব তাড়াতাড়ি তাদের একটি মাত্র WhatsApp অ্যাকাউন্ট অপারেট করতে পারবে দুটি ফোনে। ডবলুএবিটাইনফো WhatsApp-এর নতুন এই ফিচার সম্পর্কে জানিয়েছে। তারা লক্ষ্য করে দেখেছে যে WhatsApp-এর এই নতুন ফিচার অ্যান্ড্রয়েড ফোনের WhatsApp বেটা ভার্সন ২.২২.১৫.১৩ তে চালু করা হয়েছে। পরীক্ষামূলক ভাবে এটি চালু করা হলেও খুব তাড়াতাড়ি সকলের জন্যই চালু করা হতে পারে নতুন ফিচার। সুতরাং এর মাধ্যমে ইউজাররা একটিমাত্র WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে দুটি ফোনে।
advertisement
advertisement
রিপোর্ট অনুযায়ী WhatsApp তাদের নতুন এই ফিচারটি নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা করছে। সুতরাং WhatsApp-এর এই কম্পানিয়ন মোড ফিচারটি কবে চালু করা হবে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বর্তমানে ইউজাররা WhatsApp-এর একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে একটি স্মার্টফোন এবং তিনটি অন্যান্য ডিভাইস, যেমন কম্পিউটার, ট্যাবলেট, ল্যাপটপ ইত্যাদিতে। এখন WhatsApp-এর একটি অ্যাকাউন্ট দুটি ফোনে ব্যবহার করা যায় না। কিন্তু WhatsApp-এর নতুন ফিচারের মাধ্যমে খুব তাড়াতাড়ি WhatsApp-এর একটি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে দুটি ফোনে।
advertisement
WhatsApp সম্প্রতি লঞ্চ করেছে পিরিওড ট্রাকিং চ্যাটবট (Period Tracking Chatbot) ফিচার। WhatsApp সিরোনা হাইজিন প্রাইভেট লিমিটেডের (Sirona Hygiene Private Limited) সঙ্গে কোলাবোরেশন করে নিয়ে এসেছে এই নতুন পিরিয়ড ট্র্যাকিং চ্যাটবোট। WhatsApp-এর ইউজাররা খুব সহজেই এটি চালু করতে পারবে নিজেদের ফোনে। এর জন্য শুধু হাই লিখে পাঠাতে হবে 919718866644 নম্বরে। এর পর কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে সেটি অ্যাকটিভেট করা যাবে।