WhatsApp Tricks: স্ক্রল করতে হবে না; দেখে নিন গুরুত্বপূর্ণ WhatsApp মেসেজ খোঁজার সহজ উপায়

Last Updated:
WhatsApp Tricks: এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ WhatsApp মেসেজ খোঁজার উপায়।
1/6
 জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp বর্তমানে প্রায় সকলের কাছেই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। অফিসের কাজ, স্কুলের কাজ, অনলাইন ক্লাস ইত্যাদি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে অপরিহার্য হয়ে উঠেছে WhatsApp। এর মাধ্যমে বিভিন্ন ধরনের গ্রুপ তৈরি করে সহজেই করে নেওয়া যায় গুরুত্বপূর্ণ মিটিং (WhatsApp Tricks)। বর্তমানে প্রিয়জনের সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে অফিসের কাজের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে WhatsApp।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp বর্তমানে প্রায় সকলের কাছেই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। অফিসের কাজ, স্কুলের কাজ, অনলাইন ক্লাস ইত্যাদি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে অপরিহার্য হয়ে উঠেছে WhatsApp। এর মাধ্যমে বিভিন্ন ধরনের গ্রুপ তৈরি করে সহজেই করে নেওয়া যায় গুরুত্বপূর্ণ মিটিং (WhatsApp Tricks)। বর্তমানে প্রিয়জনের সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে অফিসের কাজের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে WhatsApp।
advertisement
2/6
কিন্তু অনেকেই অনেক সময় WhatsApp-এর অনেক পুরনো মেসেজ খুঁজতে গিয়ে নাজেহাল হয়ে পড়ে। পুরনো মেসেজ বা অন্য কোনও পুরনো ডেটার দরকার হলে সঙ্গে সঙ্গেই সেটা খুঁজে পাওয়ার নির্দিষ্ট কয়েকটি উপায় রয়েছে (WhatsApp Tricks)। এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ WhatsApp মেসেজ খোঁজার উপায়।
কিন্তু অনেকেই অনেক সময় WhatsApp-এর অনেক পুরনো মেসেজ খুঁজতে গিয়ে নাজেহাল হয়ে পড়ে। পুরনো মেসেজ বা অন্য কোনও পুরনো ডেটার দরকার হলে সঙ্গে সঙ্গেই সেটা খুঁজে পাওয়ার নির্দিষ্ট কয়েকটি উপায় রয়েছে (WhatsApp Tricks)। এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ WhatsApp মেসেজ খোঁজার উপায়।
advertisement
3/6
WhatsApp-এর যে সমস্ত মেসেজ অথবা অন্য কোনও তথ্য ভবিষ্যতে কাজে লাগতে পারে তা মার্ক করে রাখা যায়। 'স্টারড' (Starred)-এর মাধ্যমে গুরুত্বপূর্ণ মেসেজ মার্ক করে রাখা যায়। এর ফলে যখন দরকার হবে, তৎক্ষণাৎ সেটি দেখে নেওয়া যাবে। WhatsApp-এ সকল মার্ক করা মেসেজ একটি নির্দিষ্ট সেকশনে জমা থাকবে। সেই সেকশন থেকে প্রয়োজন মতো দেখে নেওয়া যাবে পুরনো মেসেজ এবং দরকার পড়লে সেখান থেকেই অন্যকে সেই মেসেজ পাঠানো যাবে। এক্ষেত্রে সেই পুরনো মেসেজের নিচে ক্লিক করেই অন্যকে সেটা পাঠানো যাবে।
WhatsApp-এর যে সমস্ত মেসেজ অথবা অন্য কোনও তথ্য ভবিষ্যতে কাজে লাগতে পারে তা মার্ক করে রাখা যায়। 'স্টারড' (Starred)-এর মাধ্যমে গুরুত্বপূর্ণ মেসেজ মার্ক করে রাখা যায়। এর ফলে যখন দরকার হবে, তৎক্ষণাৎ সেটি দেখে নেওয়া যাবে। WhatsApp-এ সকল মার্ক করা মেসেজ একটি নির্দিষ্ট সেকশনে জমা থাকবে। সেই সেকশন থেকে প্রয়োজন মতো দেখে নেওয়া যাবে পুরনো মেসেজ এবং দরকার পড়লে সেখান থেকেই অন্যকে সেই মেসেজ পাঠানো যাবে। এক্ষেত্রে সেই পুরনো মেসেজের নিচে ক্লিক করেই অন্যকে সেটা পাঠানো যাবে।
advertisement
4/6
WhatsApp এর মেসেজ 'স্টার' (Star) মার্ক করার উপায়- প্রথমেই যে মেসেজটি গুরুত্বপূর্ণ বলে মনে হবে অর্থাৎ যেটি ভবিষ্যতে কাজে লাগতে পারে সেটি ট্যাপ করে হোল্ড করতে হবে। এর ফলে সেই মেসেজটি অটোমেটিক্যালি স্টারড মেসেজ সেকশনে (Starred Message Section) জমা হয়ে যাবে। সেই মেসেজের নিচে গ্রে কালারের স্টার দেখতে পাওয়া যাবে।
WhatsApp এর মেসেজ 'স্টার' (Star) মার্ক করার উপায়- প্রথমেই যে মেসেজটি গুরুত্বপূর্ণ বলে মনে হবে অর্থাৎ যেটি ভবিষ্যতে কাজে লাগতে পারে সেটি ট্যাপ করে হোল্ড করতে হবে। এর ফলে সেই মেসেজটি অটোমেটিক্যালি স্টারড মেসেজ সেকশনে (Starred Message Section) জমা হয়ে যাবে। সেই মেসেজের নিচে গ্রে কালারের স্টার দেখতে পাওয়া যাবে।
advertisement
5/6
আবার যখন ইউজারদের মনে হবে সেই মেসেজ আর কাজে লাগবে না সেটি সেখান থেকে সরিয়ে দেওয়া যাবে। সেই মেসেজটি আবার ট্যাপ করে হোল্ড করে রাখলেই স্টারড মেসেজ সেকশনে সেটি আর দেখা যাবে না। এভাবে নিজেদের গুরুত্বপূর্ণ মেসেজ সুরক্ষিত করে রাখা যাবে, যেন প্রয়োজন পড়লে সেটি সঙ্গে সঙ্গে খুঁজে পাওয়া যায়।
আবার যখন ইউজারদের মনে হবে সেই মেসেজ আর কাজে লাগবে না সেটি সেখান থেকে সরিয়ে দেওয়া যাবে। সেই মেসেজটি আবার ট্যাপ করে হোল্ড করে রাখলেই স্টারড মেসেজ সেকশনে সেটি আর দেখা যাবে না। এভাবে নিজেদের গুরুত্বপূর্ণ মেসেজ সুরক্ষিত করে রাখা যাবে, যেন প্রয়োজন পড়লে সেটি সঙ্গে সঙ্গে খুঁজে পাওয়া যায়।
advertisement
6/6
WhatsApp এর 'স্টার' (Star) মার্ক করা মেসেজ ব্যবহার করার উপায়- ইউজাররা যে কোনও সময় স্টার মার্ক করা মেসেজ ব্যবহার করতে পারবে। এর জন্য প্রথমেই WhatsApp-এর হোম পেজের ওপরের ডানদিকের কোণে থাকা তিনটে ডটে ক্লিক করতে হবে। এর পর সেখান থেকে স্টারড মেসেজ অপশনে গিয়ে স্টার করা সমস্ত মেসেজ থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী মেসেজ বেছে নিতে হবে।
WhatsApp এর 'স্টার' (Star) মার্ক করা মেসেজ ব্যবহার করার উপায়- ইউজাররা যে কোনও সময় স্টার মার্ক করা মেসেজ ব্যবহার করতে পারবে। এর জন্য প্রথমেই WhatsApp-এর হোম পেজের ওপরের ডানদিকের কোণে থাকা তিনটে ডটে ক্লিক করতে হবে। এর পর সেখান থেকে স্টারড মেসেজ অপশনে গিয়ে স্টার করা সমস্ত মেসেজ থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী মেসেজ বেছে নিতে হবে।
advertisement
advertisement
advertisement