ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন রূপে ভিডিও মোড আনতে চলেছে WhatsApp! চলছে পরীক্ষা-নিরীক্ষা

Last Updated:
WhatsApp Redesign: ব্যবহারকারীদের জন্য নতুন ভাবে ভিডিও মোড ডিজাইন করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ।
1/7
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর! হোয়াটসঅ্যাপের ভিডিও মোড নতুন ভাবে ডিজাইন (Whatsapp Redesign) করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। ফলে ইউজার বা ব্যবহারকারীরা আরও সহজেই হোয়াটসঅ্যাপে ভিডিও দেখতে পারবেন।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর! হোয়াটসঅ্যাপের ভিডিও মোড নতুন ভাবে ডিজাইন (Whatsapp Redesign) করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। ফলে ইউজার বা ব্যবহারকারীরা আরও সহজেই হোয়াটসঅ্যাপে ভিডিও দেখতে পারবেন।
advertisement
2/7
এমনিতেই জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp তাদের ইউজারদের জন্য লঞ্চ করে চলেছে নতুন নতুন সব ফিচার (WhatsApp new feature)। এ বার ব্যবহারকারীদের জন্য নতুন ভাবে ভিডিও মোড ডিজাইন করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ। ফলে পিকচার-ইন-পিকচার ভিডিও মোড (Picture-In-Picture Video Mode) নতুন ডিজাইনে ইউজারদের সামনে তুলে ধরার জন্য পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।
এমনিতেই জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp তাদের ইউজারদের জন্য লঞ্চ করে চলেছে নতুন নতুন সব ফিচার (WhatsApp new feature)। এ বার ব্যবহারকারীদের জন্য নতুন ভাবে ভিডিও মোড ডিজাইন করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ। ফলে পিকচার-ইন-পিকচার ভিডিও মোড (Picture-In-Picture Video Mode) নতুন ডিজাইনে ইউজারদের সামনে তুলে ধরার জন্য পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।
advertisement
3/7
এতে ইউজাররা উন্নত ডিজাইন কন্ট্রোল এবং বড় ভিউইং স্ক্রিন (Larger Viewing Screen)-এর সুবিধা পাবেন। সেই সঙ্গে WhatsApp-এর মাধ্যমে YouTube, Facebook এবং Instagram-এর ভিডিও দেখতে আরও সুবিধা হবে। ভিডিও দেখার ক্ষেত্রে ব্যবহারকারীরা যাতে উন্নত মানের পরিষেবা পান, তার জন্যই WhatsApp-এর তরফে প্রকাশ করা হবে এই ফিচার।
এতে ইউজাররা উন্নত ডিজাইন কন্ট্রোল এবং বড় ভিউইং স্ক্রিন (Larger Viewing Screen)-এর সুবিধা পাবেন। সেই সঙ্গে WhatsApp-এর মাধ্যমে YouTube, Facebook এবং Instagram-এর ভিডিও দেখতে আরও সুবিধা হবে। ভিডিও দেখার ক্ষেত্রে ব্যবহারকারীরা যাতে উন্নত মানের পরিষেবা পান, তার জন্যই WhatsApp-এর তরফে প্রকাশ করা হবে এই ফিচার।
advertisement
4/7
WhatsApp-এ আগে থেকেই ভিডিও দেখার জন্য স্মল পপ-আপ ইউন্ডো (Small Pop-Up Window) ব্যবহার করা যায়। যা সকলের কাছে পিকচার-ইন-পিকচার উইন্ডো নামেই বেশি পরিচিত। ফ্লোটিং ইউন্ডোর মাধ্যমে YouTube, Facebook এবং Instagram-এর নানা ভিডিও দেখা যায় এবং ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে চ্যাট উইন্ডো। এখন WhatsApp-এর নতুন ফিচারে (WhatsApp new feature) সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। নতুন ভাবে ডিজাইন করে এর সঙ্গে কয়েকটি ফিচার যুক্ত করা হয়েছে। ইউজাররা যদি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের ভিডিও WhatsApp-এর মাধ্যমে দেখেন, তা হলে সেটা ফুল স্ক্রিন কন্ট্রোলের মাধ্যমেই দেখতে পাবেন। সমস্ত প্লে-ব্যাক এবং ফুল স্ক্রিন কন্ট্রোল এখন এক্সটেন্ডেড বার ইউন্ডোর মধ্যেই থাকবে।
WhatsApp-এ আগে থেকেই ভিডিও দেখার জন্য স্মল পপ-আপ ইউন্ডো (Small Pop-Up Window) ব্যবহার করা যায়। যা সকলের কাছে পিকচার-ইন-পিকচার উইন্ডো নামেই বেশি পরিচিত। ফ্লোটিং ইউন্ডোর মাধ্যমে YouTube, Facebook এবং Instagram-এর নানা ভিডিও দেখা যায় এবং ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে চ্যাট উইন্ডো। এখন WhatsApp-এর নতুন ফিচারে (WhatsApp new feature) সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। নতুন ভাবে ডিজাইন করে এর সঙ্গে কয়েকটি ফিচার যুক্ত করা হয়েছে। ইউজাররা যদি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের ভিডিও WhatsApp-এর মাধ্যমে দেখেন, তা হলে সেটা ফুল স্ক্রিন কন্ট্রোলের মাধ্যমেই দেখতে পাবেন। সমস্ত প্লে-ব্যাক এবং ফুল স্ক্রিন কন্ট্রোল এখন এক্সটেন্ডেড বার ইউন্ডোর মধ্যেই থাকবে।
advertisement
5/7
WhatsApp রি-ডিজাইনের (WhatsApp Redesign) মাধ্যমে নতুন ভাবে সাজানো হচ্ছে মিডিয়া কন্ট্রোল: WABetainfo-এর রিপোর্টেই প্রথম জানানো হয় যে, WhatsApp পিকচার-ইন-পিকচার ভিডিও মোড রি-ডিজাইন করছে। WhatsApp-এর বিটা ভার্সন ব্যবহারকারীদের মধ্যে অনেকেই এই পরিবর্তন লক্ষ্য করেছিলেন। আর এই নতুন ফিচার শুধু অ্যান্ড্রয়েড (Android) ফোনেই চালু হয়েছে, পরবর্তী কালে তা আইওএস (iOS) ভার্সনেও চালু হতে পারে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।
WhatsApp রি-ডিজাইনের (WhatsApp Redesign) মাধ্যমে নতুন ভাবে সাজানো হচ্ছে মিডিয়া কন্ট্রোল: WABetainfo-এর রিপোর্টেই প্রথম জানানো হয় যে, WhatsApp পিকচার-ইন-পিকচার ভিডিও মোড রি-ডিজাইন করছে। WhatsApp-এর বিটা ভার্সন ব্যবহারকারীদের মধ্যে অনেকেই এই পরিবর্তন লক্ষ্য করেছিলেন। আর এই নতুন ফিচার শুধু অ্যান্ড্রয়েড (Android) ফোনেই চালু হয়েছে, পরবর্তী কালে তা আইওএস (iOS) ভার্সনেও চালু হতে পারে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।
advertisement
6/7
 WhatsApp-এর তরফে একটার পর একটা নতুন ফিচার (WhatsApp new feature) লঞ্চ করা হচ্ছে, তাদের মেসেজিং অ্যাপ আরও বেশি জনপ্রিয় করে তোলার জন্য। কিছু দিন আগেই WhatsApp-এর তরফে সব থেকে বড় একটি ফিচার লঞ্চ করা হয়েছে। এর মাধ্যমে ইউজাররা তাদের পছন্দমতো ফোটো এবং ভিডিও অপশন কন্ট্রোল করতে পারবেন।
WhatsApp-এর তরফে একটার পর একটা নতুন ফিচার (WhatsApp new feature) লঞ্চ করা হচ্ছে, তাদের মেসেজিং অ্যাপ আরও বেশি জনপ্রিয় করে তোলার জন্য। কিছু দিন আগেই WhatsApp-এর তরফে সব থেকে বড় একটি ফিচার লঞ্চ করা হয়েছে। এর মাধ্যমে ইউজাররা তাদের পছন্দমতো ফোটো এবং ভিডিও অপশন কন্ট্রোল করতে পারবেন।
advertisement
7/7
এ ছাড়াও কে তাঁদের প্রোফাইল ফোটো দেখতে পারবেন, সেটা ইউজাররা নিজেদের পছন্দমতো কন্ট্রোল করতে পারবেন। ইউজারদের সুরক্ষা এবং উন্নত পরিষেবা দেওয়ার জন্য WhatsApp লঞ্চ করে চলেছে এই সকল নতুন ফিচার। WhatsApp-এর লক্ষ্য হল, উন্নত মানের পরিষেবার প্রদান করে নিজেদের জনপ্রিয়তা বাড়িয়ে তোলা।
এ ছাড়াও কে তাঁদের প্রোফাইল ফোটো দেখতে পারবেন, সেটা ইউজাররা নিজেদের পছন্দমতো কন্ট্রোল করতে পারবেন। ইউজারদের সুরক্ষা এবং উন্নত পরিষেবা দেওয়ার জন্য WhatsApp লঞ্চ করে চলেছে এই সকল নতুন ফিচার। WhatsApp-এর লক্ষ্য হল, উন্নত মানের পরিষেবার প্রদান করে নিজেদের জনপ্রিয়তা বাড়িয়ে তোলা।
advertisement
advertisement
advertisement