WhatsApp Emoji Reactions | এখনও আপডেট করেননি? WhatsApp-এর মেসেজ রিয়্যাকশনে ব্যবহার করা যাবে প্রায় সমস্ত ধরনের ইমোজি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
WhatsApp Emoji Reactions | WhatsApp কিছুদিন আগেই লঞ্চ করেছে তাদের ইমোজি রিয়্যাকশন ফিচার।
advertisement
advertisement
advertisement
advertisement
ইমোজিপিডিয়ার (Emojipedia) চিফ ইন এডিটর কেইথ ব্রোনি (Keith Broni) জানিয়েছেন যে, ইমোজি সকলের কাছে খুবই জনপ্রিয়। এটি আগেও জনপ্রিয় ছিল এবং ধীরে ধীরে এর জনপ্রিয়তা আরও বেড়ে চলেছে। বর্তমানে WhatsApp তাদের মেসেজ রিয়্যাকশনের ক্ষেত্রে এই ইমোজি চালু করার পর থেকে এর জনপ্রিয়তা তুমুল পর্যায়ে পৌঁছে গিয়েছে। তিনি জানিয়েছেন, "WhatsApp-এ আগামী দিনে নতুন প্রায় ৩৬০০ ইমোজি অপশন ব্যবহার করা যাবে। এর জন্য আমরা WhatsApp-এর সঙ্গে যুক্ত হয়েছি।"
advertisement
advertisement
সুতরাং এক্ষেত্রে ইউজাররা নিজেদের পছন্দমত যে কোন ইমোজি ব্যবহার করতে পারবে WhatsApp-এর মেসেজ রিয়্যাকশনের ক্ষেত্রে।" কিন্তু এখনই WhatsApp-এর সমস্ত ইউজারদের কাছে সেই আপডেট কবে আসবে সেই বিষয়ে কোনও কিছু জানা যায়নি। কারণ নতুন এই আপডেট এখনও WhatsApp-এর ইউজারদের কাছে এসে পৌঁছায়নি। এক নজরে দেখে নেওয়া যাক কয়েকটি নতুন ইমোজি।
advertisement
advertisement
advertisement