WhatsApp Emoji Reactions | এখনও আপডেট করেননি? WhatsApp-এর মেসেজ রিয়্যাকশনে ব্যবহার করা যাবে প্রায় সমস্ত ধরনের ইমোজি

Last Updated:
WhatsApp Emoji Reactions | WhatsApp কিছুদিন আগেই লঞ্চ করেছে তাদের ইমোজি রিয়্যাকশন ফিচার।
1/10
বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হল WhatsApp। ইউজারদের কথা মাথায় রেখে WhatsApp লঞ্চ করে চলেছে একের পর এক নতুন ফিচার। WhatsApp কিছুদিন আগেই লঞ্চ করেছে তাদের ইমোজি রিয়্যাকশন ফিচার। এর মাধ্যমে ইউজাররা বিভিন্ন ধরনের মেসেজে রিয়্যাকশন দিতে পারবে ইমোজির মাধ্যমে।
বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হল WhatsApp। ইউজারদের কথা মাথায় রেখে WhatsApp লঞ্চ করে চলেছে একের পর এক নতুন ফিচার। WhatsApp কিছুদিন আগেই লঞ্চ করেছে তাদের ইমোজি রিয়্যাকশন ফিচার। এর মাধ্যমে ইউজাররা বিভিন্ন ধরনের মেসেজে রিয়্যাকশন দিতে পারবে ইমোজির মাধ্যমে।
advertisement
2/10
কিন্তু, বর্তমানে এই মেসেজ রিয়্যাকশনের ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি ইমোজি ব্যবহার করা যায়। এক্ষেত্রে মাত্র ছ'টি ইমোজি ব্যবহার করতে পারে ইউজাররা। এগুলি হল থাম্বস আপ ইমোজি, হার্ট ইমোজি, লাভ ইমোজি, সারপ্রাইজ ইমোজি, স্যাড ক্রাই ইমোজি, লাফটার ফেস ইমোজি এবং থ্যাংক ইউ ইমোজি।
কিন্তু, বর্তমানে এই মেসেজ রিয়্যাকশনের ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি ইমোজি ব্যবহার করা যায়। এক্ষেত্রে মাত্র ছ'টি ইমোজি ব্যবহার করতে পারে ইউজাররা। এগুলি হল থাম্বস আপ ইমোজি, হার্ট ইমোজি, লাভ ইমোজি, সারপ্রাইজ ইমোজি, স্যাড ক্রাই ইমোজি, লাফটার ফেস ইমোজি এবং থ্যাংক ইউ ইমোজি।
advertisement
3/10
WhatsApp-এর নতুন আপডেটের মাধ্যমে এই ৬ ইমোজি রিয়্যাকশন ছাড়াও প্লাস সিম্বল দেখা যাবে। ইউজাররা এক্ষেত্রে প্লাস সিম্বল ক্লিক করে নিজেদের পছন্দমতো যে কোন ইমোজি বেছে নিতে পারে। এর পর WhatsApp -এর যে কোনও মেসেজের ক্ষেত্রে সেই ইমোজির ওপর লং প্রেস করে সেটা ব্যবহার করা যেতে পারে।
WhatsApp-এর নতুন আপডেটের মাধ্যমে এই ৬ ইমোজি রিয়্যাকশন ছাড়াও প্লাস সিম্বল দেখা যাবে। ইউজাররা এক্ষেত্রে প্লাস সিম্বল ক্লিক করে নিজেদের পছন্দমতো যে কোন ইমোজি বেছে নিতে পারে। এর পর WhatsApp -এর যে কোনও মেসেজের ক্ষেত্রে সেই ইমোজির ওপর লং প্রেস করে সেটা ব্যবহার করা যেতে পারে।
advertisement
4/10
WhatsApp -এর এই ইমোজি ব্যবহার করার ক্ষেত্রে মেসেজের পাশেই স্মল মেনু রয়েছে, যেটি ওপেন করা যেতে পারে। ওয়ার্ল্ড ইমোজি ডে-তে নতুন এই আপডেটের কথা ঘোষণা করা হয়েছে। যা চালু হয়ে যাবে ১৭ জুলাই থেকে।
WhatsApp -এর এই ইমোজি ব্যবহার করার ক্ষেত্রে মেসেজের পাশেই স্মল মেনু রয়েছে, যেটি ওপেন করা যেতে পারে। ওয়ার্ল্ড ইমোজি ডে-তে নতুন এই আপডেটের কথা ঘোষণা করা হয়েছে। যা চালু হয়ে যাবে ১৭ জুলাই থেকে।
advertisement
5/10
ইমোজিপিডিয়ার (Emojipedia) চিফ ইন এডিটর কেইথ ব্রোনি (Keith Broni) জানিয়েছেন যে, ইমোজি সকলের কাছে খুবই জনপ্রিয়। এটি আগেও জনপ্রিয় ছিল এবং ধীরে ধীরে এর জনপ্রিয়তা আরও বেড়ে চলেছে। বর্তমানে WhatsApp তাদের মেসেজ রিয়্যাকশনের ক্ষেত্রে এই ইমোজি চালু করার পর থেকে এর জনপ্রিয়তা তুমুল পর্যায়ে পৌঁছে গিয়েছে। তিনি জানিয়েছেন, "WhatsApp-এ আগামী দিনে নতুন প্রায় ৩৬০০ ইমোজি অপশন ব্যবহার করা যাবে। এর জন্য আমরা WhatsApp-এর সঙ্গে যুক্ত হয়েছি।"
ইমোজিপিডিয়ার (Emojipedia) চিফ ইন এডিটর কেইথ ব্রোনি (Keith Broni) জানিয়েছেন যে, ইমোজি সকলের কাছে খুবই জনপ্রিয়। এটি আগেও জনপ্রিয় ছিল এবং ধীরে ধীরে এর জনপ্রিয়তা আরও বেড়ে চলেছে। বর্তমানে WhatsApp তাদের মেসেজ রিয়্যাকশনের ক্ষেত্রে এই ইমোজি চালু করার পর থেকে এর জনপ্রিয়তা তুমুল পর্যায়ে পৌঁছে গিয়েছে। তিনি জানিয়েছেন, "WhatsApp-এ আগামী দিনে নতুন প্রায় ৩৬০০ ইমোজি অপশন ব্যবহার করা যাবে। এর জন্য আমরা WhatsApp-এর সঙ্গে যুক্ত হয়েছি।"
advertisement
6/10
মেটার (Meta) সিইও মার্ক জুকারবাগ (Mark Zuckerberg) WhatsApp-এর আপডেট সম্পর্কে ফেসবুক (Facebook) এবং ইনস্টাগ্রামে (Instagram) একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি জানিয়েছেন, "আমরা WhatsApp-এর মেসেজ রিয়্যাকশনের ক্ষেত্রে চালু করেছি বিভিন্ন ধরনের ইমোজি।
মেটার (Meta) সিইও মার্ক জুকারবাগ (Mark Zuckerberg) WhatsApp-এর আপডেট সম্পর্কে ফেসবুক (Facebook) এবং ইনস্টাগ্রামে (Instagram) একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি জানিয়েছেন, "আমরা WhatsApp-এর মেসেজ রিয়্যাকশনের ক্ষেত্রে চালু করেছি বিভিন্ন ধরনের ইমোজি।
advertisement
7/10
সুতরাং এক্ষেত্রে ইউজাররা নিজেদের পছন্দমত যে কোন ইমোজি ব্যবহার করতে পারবে WhatsApp-এর মেসেজ রিয়্যাকশনের ক্ষেত্রে।" কিন্তু এখনই WhatsApp-এর সমস্ত ইউজারদের কাছে সেই আপডেট কবে আসবে সেই বিষয়ে কোনও কিছু জানা যায়নি। কারণ নতুন এই আপডেট এখনও WhatsApp-এর ইউজারদের কাছে এসে পৌঁছায়নি। এক নজরে দেখে নেওয়া যাক কয়েকটি নতুন ইমোজি।
সুতরাং এক্ষেত্রে ইউজাররা নিজেদের পছন্দমত যে কোন ইমোজি ব্যবহার করতে পারবে WhatsApp-এর মেসেজ রিয়্যাকশনের ক্ষেত্রে।" কিন্তু এখনই WhatsApp-এর সমস্ত ইউজারদের কাছে সেই আপডেট কবে আসবে সেই বিষয়ে কোনও কিছু জানা যায়নি। কারণ নতুন এই আপডেট এখনও WhatsApp-এর ইউজারদের কাছে এসে পৌঁছায়নি। এক নজরে দেখে নেওয়া যাক কয়েকটি নতুন ইমোজি।
advertisement
8/10
Taking Notes - গুরুত্ব সহকারে সেই মেসেজ করেছেন সেটি বোঝানোর জন্যই ইউজাররা এই ইমোজি ব্যবহার করতে পারেন।
Taking Notes - গুরুত্ব সহকারে সেই মেসেজ করেছেন সেটি বোঝানোর জন্যই ইউজাররা এই ইমোজি ব্যবহার করতে পারেন।
advertisement
9/10
Blue Cap - এই ধরনের ইমোজি ইউজাররা ব্যবহার করতে পারেন যখন কেউ কোনও মিথ্যে কথা বলবে।
Blue Cap - এই ধরনের ইমোজি ইউজাররা ব্যবহার করতে পারেন যখন কেউ কোনও মিথ্যে কথা বলবে।
advertisement
10/10
Shifty Eyes - কোনও ধরনের মেসেজ এর পেছনে লুকিয়ে থাকা মানে বোঝানোর জন্য এই ইমোজি ব্যবহার করা যেতে পারে।
Shifty Eyes - কোনও ধরনের মেসেজ এর পেছনে লুকিয়ে থাকা মানে বোঝানোর জন্য এই ইমোজি ব্যবহার করা যেতে পারে।
advertisement
advertisement
advertisement