WhatsApp Update: টেক্সট তো আছেই; WhatsApp এবার দেবে ভয়েস রেকর্ডিংও স্টেটাসে ব্যবহারের সুবিধা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
WhatsApp Update: এতদিন পর্যন্ত ছবি, ভিডিও, টেক্সট Whatsapp-এ স্টেটাস হিসেবে দেওয়া যেত। কিন্তু এবার তার সঙ্গে অডিও নোট-ও দেওয়া যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আরও জানা গিয়েছে যে নতুন এই ফিচারের ক্ষেত্রে নতুন একটি আইকন দেখা যাবে। যা স্ক্রিনের স্টেটাস ট্যাবের উপরের দিকেই পাওয়া যাবে। এর মাধ্যমে ভয়েস নোট ব্যবহার করা যাবে WhatsApp-এর স্টেটাসে। এর ক্ষেত্রে ইউজাররা প্রাইভেসি সেটিংও ব্যবহার করতে পারবে। এই ভয়েস নোটে রয়েছে এন্ড টু এন্ড এনক্রিপটেড। এর ফলে ইউজাররা সুরক্ষিত ভাবেই নতুন এই ফিচার ব্যবহার করতে পারবে।
advertisement
advertisement
বর্তমান স্টেটাসের ক্ষেত্রে যে প্রাইভেসি পলিসি রাখা হয়েছে, এই ক্ষেত্রেও সেই একই প্রাইভেসি পলিসি রাখা হয়েছে। যাঁরা Whatsapp বিটা ভার্সনটি ব্যবহার করছেন তাঁদের প্রত্যেকের কাছে এই ফিচারটি পাঠানো হয়েছে। এটি পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। সুতরাং আগামী দিনে সকল ইউজারদের জন্য চালু করা হবে নতুন এই ফিচার।